__ মেম সাহেব, চা লন ।( নিরব)
 __ওহ তুমি, তোমাকে না বলেছি তুমি আমার আর চা আনবে না। (আমি)
 __ তাহলে কে আনবে মেম সাহেব?
 __ কেন , বাড়িতে কি আর কোন লোক নেই । তারা আনবে।
 __ সবাই তো কাজ করছে, মেম সাহেব । তাই আমি নিয়ে এলাম।
 __ আচ্ছা তোমাকে না বলেছি আমাকে মেম সাহেব ডাকবে না।
 __ তাহলে আপনাকে কি বলে ডাকবো ?
 __ কেন , নিলা বলে ডাকবে ।
 __ এটা আপনি কি বলেন মেম সাহেব । আপনাকে নাম ধরে ডাকবো এতো বড় সাহস আমার হয়নি। আর তাছাড়া কোথায় আপনি আর কোথায় আমি ।
__ কেন ? আমাকে নাম ধরে ডাকলে সমস্যা কোথায়।
 __ সমস্যা আছে মেম সাহেব । আপনি হলেন এই বাড়ির মালিক আর আমি হলাম চাকর।
 __ শোন তুমি নজরুলের সেই মহান বাণীটি শোননি।
 __ কোন বাণী মেম সাহেব ?
 __ কেন …গাহি সাম্যের গানমানুষের চেয়ে বড় কিছু নাই , নহে কিছু মহীয়ান।শোন..
 __ জ্বী ,মেম সাহেব।
 __ আবার মেম সাহেব, যাও তোমার সাথে আর কথা নেই। তুমি এখন যাও।
 __ আচ্ছা মেম সাহেব।
ওহ পরিচয়েই তো দেওয়া হয়নি। আমি নিলা। বাবার একমাত্র আদরের মেয়ে। ছোট বেলা থেকেই মায়ের আদর পাইনি। বাবাই আমাকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছে। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আর ওনি হলো নিরব। আমাদের বাড়িতে থাকে। কিন্তু আমাদের বাড়ির কাজের লোক না। আমি এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিব। আর ওনি মানে নিরব এবার অনার্স ২য় বর্ষে পড়ে। ভাবছেন আমাদের বাড়িতে থাকে আবার অনার্স ২য় বর্ষে পড়ে। ওর বাবা মা দুজনেই গাড়ি এক্সসিডেন্ট করে মারা গিয়েছে।
আমি ওর কাছ থেকে শুনেছি শুধু এটুকুই জানি। তখন ওহ ইন্টার ১ম বর্ষের ছাত্র ছিল। বাবা আমাদের বাড়িতে নিয়ে এসে ওকে একটা কাজ দেয়। এখান থেকে যা পায় তা দিয়ে ওর পড়ালেখার খরচ চলে যায় আর সমস্যা হলে বাবা ওকে দেয়। কিন্তু আমি এই বুদ্ধু টাকে ভালোবেসে ফেলেছি তা ও বুঝেই না। আমাকে খালি মেম সাহেব বলেই ডাকে। আজ বাবা বাড়িতে আসুক সব বলে দিব। বাবার বাড়ি আসার সময় হয়েছে, তাই মন খারাপ করে বসে আছি। বাবা বাড়িতে আসলে আগে আমার রুমে যায়। বাবা আমার রুমে ঢুকে দেখলো আমার মন খারাপ।তাই বললো…..
__ কি আমার মামুনিটার কি হয়েছে ? (বাবা)
 __ কিছু না। (আমি)
 __ তাহলে মন খারাপ কেন ?
 __ বলছি তো কিছু হয়নি।
 __ না বললে কি করে বুঝবো।
 __ আব্বু….
 __ হুম বল মা তারপর বাবাকে সব বললাম।
 __ ওহ এই কথা….(বাবা)
 __ বাবা তুমি তো আমার সব কথা রেখেছো তাই না ?( আমি)
 __ কেন মা ?(বাবা)
 __ তাহলে এই চাওয়া টা আমার পূরণ করো বাবা, সত্যিই আমি নিরব কে খুব ভালোবাসি। কিন্তু ওই বুদ্ধুটা আমাকে আমাকে ভালোইবাসে না।
__ আচ্ছা মামুনি আমি এখনি ওকে বলছি।
 __ এই তো আমার লক্ষী বাবা। (জরিয়ে ধরে)
 __ হুম হয়েছে।…তাছাড়া আমারও নিরব কে অনেক পছন্দ হয়েছে।
 __ এজন্যই তো আমি আমার বাবাকে এতো ভালোবাসি।…
 __ পাগলি মেয়ে একটা। আচ্ছা তুই থাক আমি নিরবের সাথে কথা বলছি।
 __ বাবা তুমি এখানে থাক আমি ওকে ডেকে আনছি।
 __ আচ্ছা যা। তারপর আমি ওকে ডেকে আনলাম। এখন আমি ও আর বাবা আমার রুমে আছি।
 __ আচ্ছা নিরব নিলা এসব কি বলছে।(বাবা)
 __ কেন স্যার , আমি মেম সাহেব আবার কি করলাম। (নিরব)
__ দেখছো বাবা আবার মেম সাহেব বলে(আমি)
 __ শোন নিরব(বাবা)
 __ জ্বী স্যার। (নিরব)
 __ এই স্যার কেন আঙ্কেল বলতে পারো না।(আমি)
 __ হ্যাঁ বাবা আঙ্কলে বলে ডাকো।(বাবা)
 __ আচ্ছা আঙ্কেল , এবার বলুন আমি কি করছি?(নিরব)
 __ আর তুমি নিলা কেও ওর নাম ধরে ডাকবে ।(বাবা)
 __ আচ্ছা আঙ্কেল ডাকবো।(নিরব)
 __ শোন , আমি তোমাকে যা বলার সোজা সুজি বলছি।(বাবা)
 __ জ্বী, আঙ্কেল বলেন (বাবা)
 __ দেখআমার মা মরা এই মেয়েটিকে আমি কোন দিনও কোন অভাব বুঝতে দেই নি। কোন কষ্ট পেতে দেয়নি।
যখন যা চেয়েছে তখন তাই দিয়েছি। দেখ বাবা আমি চাই না আমার মেয়েটা কোন কারণে কষ্ট পাক। আমার মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। তুমি আমার মেয়েটাকে কোন কষ্ট দিয়ো না plz….
 আমার মেয়েটা নাকি তোমাকে ভালোবাসে। আমি চাই তুমিও ওকে ভালোবাসো।(বাবা)
__ কিন্তু, আঙ্কেল (নিরব)
 __ আর কোন কিন্তু নয়। আর হ্যাঁ নিলার তো সামনে HSC পরীক্ষা তাই তুমি যদি ওকে একটু পড়াতে। (বাবা)
 __ আচ্ছা,আঙ্কেল পড়াবো আপনি কোন চিন্তা করেন না। (নিরব)
 __ আর হ্যাঁ তুমি ওখন থেকে কোন কাজ করবে না। তোমার কাজ শুধু নিজের পড়াশোনা করা আর নিলার দিকে খেলায় রাখা।(বাবা)
__ ঠিকআছে আঙ্কেল(নিরব) আচ্ছা তোমরা তাহলে এখন গল্প করো আমার একটা মিটিং আছে। আমি এখন আসি।…(বাবা)
__ আচ্ছা বাবা ,সাবধানে যেও (আমি)
__ কি স্যার কেমন দিলাম।(আমি)
 __ কেমন দিলাম মানে ?(নিরব)
 __এইযে তোমাকে আমার করে নিলাম।
 __ আচ্ছা মেম সাহেব আপনি এইটা কেন করলেন?
 __ আবার মেম সাহেব….
 __ ওহ sorry ..sorry ..i mean nila…
 __ হুম…good boy
 __ আচ্ছা নিলা দুনিয়ায় এতো ছেলে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে?
 __ তাতো বলতে পারবো না। কিন্তু আমি তোমার সরলতার প্রেমে পড়েছি। তোমার ওই সহজ সরল মনটার প্রেমে পড়েছি।এই আমাকে এখন প্রপোজ করো।…..
__ কেন ?
 __ বারে তুমি জানো প্রেম করতে গেলে প্রপোজ করতে হয়।
 __ হুম…
 __ তাহলে করো।
 __ এখানেই করতে হবে। তার চেয়ে চলো পুকুর পাড়ে গিয়ে করি।
 __ আচ্ছা চলো।( খুশি হয়ে)
__ হুম এখন করো।(আমি)
 __ কিভাবে করে ?(নিরব)
 __ তুমি জানো না মনেহয় । তারাতারি প্রপোজ করো বলছি।
 __ নিলা তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম।
সেদিনেই তোমার প্রেমে পরেছিলাম । কিন্তু বলতে পারিনি। কারণ আমি জানি এটা কোন দিন সম্ভব না। আস্তে আস্তে তোমার টানাটানা হরিণির মতো ওই চোখ দুটার প্রতি আমি ক্রমোশোই দুর্বল হয়ে পড়ি। আমার প্রতিটি মূহুর্ত কেটে যায় তোমাকে ভেবে। তুমি কি আমার হবে , কথা দিলাম বেধে রাখবো এই হ্রদয় মাঝে। ভালোবেসে করে নিবো আপন। তুমি কি দেবে তোমায় ভালোবাসার সুযোগ।…..(নিরব)
__হুম আমিতো সেই কবে থেকেই চাইছি।(নিরব কে জরিয়ে ধরে বললাম)
 __ i love u nila i love u so much (নিরব)
 __ love u too babu (আমি)
 __ তাহলে আমাকে আপন করেই ছাড়লে।(নিরব)
 __ তো কি করবো যাকে ভালোবাসি তাকেই তো আপন করে নিবো। জানো ভালোবাসা কোন জাতপাত মানে না। কারণ ভালোবাসা শুধুই ভালোবাসা….
  










