বসন্তের এক দিনে একটি ছেলে আর একটি মেয়ে পরস্পরের কাছাকাছি বসল।
মেয়েটি বলল, আমি তোমাকে ভালবাসি। তুমি ধনী, দেখতে সুন্দর আর সবসময় চমতকার সব পোশাক পড়।
ছেলেটা বলল, আমি তোমাকে ভালবাসি। তুমি একটা চমতকার চিন্তা, তুমি এমন কিছু যাকে দূরে রাখা যায় না, তুমি আমার স্বপ্নের গান।
তা-ই শুনে মেয়েটি বলল, দূর হয়ে যাও এখান থেকে। আমি কোন চিন্তা নই, আমি কারো স্বপ্ন নই।
আমি একজন নারী। আমি চাই তুমি আমাকে ভালবাস, আমাকে পেতে চাও তোমার স্ত্রী হিসেবে, এখনো তোমার না জন্মানো সন্তানের মা হিসেবে।
এরপর দুজন আলাদা হয়ে গেল।
ছেলেটা একাকী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরেকটা স্বপ্ন কুয়াশায় মিলিয়ে গেল।
আর মেয়েটা নিজের মনকে বলল, এ কেমন মানুষ যে আমাকে স্বপ্ন আর কুয়াশায় পরিনত করে?
গল্পের বিষয়:
অনুবাদ