সংখ্যা রহস্য

সংখ্যা রহস্য

ভাবছিলাম, রিওকে নিয়ে কিছু লিখব না।
ভাগিনা যেখানে আছে সেখানে যেন শান্তিতে থাকে।
রিওর এভাবে হারিয়ে যাবে সেটা আমি যেমন মেনে নিতে পারিনি।
ঠিক তেমনি ভাবে অনেকেই মানতে পারেনি।
কিন্তু সে টায় আর কি আসে যায়।
যে গেছে সেতো আর ফিরে আসবে না।
রিওর অনেক ইচ্ছ ছিল আমি উর্বিকে বিয়ে করি।
কিন্তু ও থাকতে সেটা পুরণ হয়নি।
রিও মারা যাওয়ায় আমার মানসিক
সমস্যা হয়।
তাই কিছু দিন মানিসিক হাসপাতালে থাকতে হয় আমার।
আর ফিরে দেখি উর্বি ম্যাম বিয়ে করে নিয়েছেন।
যাক সে কথা, এবার আসি আসল ঘটনায়।
রিওর জন্য মন খুব খারাপ করছিল।
তাই আমার পুরনো ডাইরি পড়ছিলাম।
হঠাৎ একটা কেসের ফাইল পেয়ে গেলাম।
কেসটা আমাদের ভার্সিটি লাইফের।
তখন সুমন মাত্র আমাদের সাথে জয়েন করেছে।
আর ইমন মাত্র বিসিএস দিয়ে এস আই হয়ে
মিরপুর থানায় জয়েন করেছে।
যাক সে কথা, ডাইরিটা যে ভাবে লেখা
হয়েছিল সে ভাবেই তুলে দিচ্ছিঃ
_____________ ভার্সিটি ক্লাস শেষ করে বাসায় ঢুকেছি মাত্র।
দেখি ভাগিনা সিগারেটের ধৌয়ায় সারা ঘরে সাজ্বাল
জালিয়ে দিয়েছে।
কোন রকম রুমে ঢুকে
ব্যাগ রেখে সোফায় গা এলিয়ে দিব ভাবছি।
এমন সময় ভাগিনা সোজা দাঁড়িয়ে গেল।
তার পর সারা ঘরময় পায়চারী শুরু করে দিল।
বেশি চিন্তায় পড়ে গেলে রিও এটা করে।
বলতে পারেন এটাই ওর কোন কিন্তু চিন্তার শেষ পর্যায়।
ভাগিনার অবস্থা দেখে বললামঃ কি হে ভাগিনা, খুবি চিন্তিত বলে মনে হচ্ছে?
ভাগিনা আমার কথার কিছু মাত্র উত্তর না দিয়ে
পায়চারী করতেই থাকল।
প্রায় আধা ঘন্টা বাদে রিও সোফায়ভগা এলিয়ে
দিয়ে বললঃবুঝলে মামা, কি হচ্ছে আমি কিছু বুঝতে
পারছি না।
আসলে এমন কিছু হচ্ছে, যার কোন উত্তর আমার
কাছে নেই।
_আরে বাপ।হেয়ালী বাদ দিয়ে
আসল ঘটনা খুলে বল।
______ আমি কথা শেষ করতেই রিও আমার দিকে তিনটা হলুদ খাম ছুড়ে দিয়ে বললঃনিজের চোখে দেখে নাও।
আমি খাম গুলে নিয়ে সেটা উল্টিয়ে পালটিয়ে দেখলাম সেখানে আমাদের বাসার ঠিকানা আর
প্রেরকের স্থানে লেখা ৭৫১৩.
এর পর খাম তিনটা খুললাম।
সেখানে তেমন কিছু লেখা নেই।
শুধু লেখা ১১/১০/১৭
১২/১০/১৭
১৩/১০/১৭
আসলে এটা যদিও অক্টোবর মাস কিন্তু সালটা ২০১৭ নয়।
সেটার অনেক দেরি।
এটাকে ঠিক তারিখ হিসাবে ধরতে পারছি না।
তাই রিওকে বললামঃআসলে এই ব্লাংক চিঠি তুমি কোথায় পেলে?
কে দিল এটা তোমায়?
_হুম।মামা, সেটাতো আমার প্রশ্ন।
কে দিল এই চিঠি আমায়।
গত তিন দিন ধরে ডাকে আমার কাছে এই চিঠি
আসছে।
_হতে পারে তোমার কোন ভক্ত।
তামাশা করছে।
_কিন্তু মামা, নড়াইলে আমার এমন কোন ভক্ত আছে?
_নড়াইল?
_হুম। এটা নড়াইল থেকে এসেছে।
আমি চিঠিটা আবার ভাল করে চেক করলাম কিন্তু
কোথায় প্রেরকের ঠিকানা নেই।
কিন্তু ভাগিনা বুঝল কি করে?
এমন প্রশ্ন করায় ভাগিনা বললঃআরে মামা, সেটা তো সহজ।
কিন্তু চিঠির পিছে কি লুকিয়ে আছে?
কে, কেন, ২০১৩ তে ২০১৭ এর ডেট দিয়ে চিঠিটা দিবে।
নিশ্চয় কোন কারনতো আছেই।
আমার খুজতে হবে ; বলতে বলতে রিও আমার
আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল।
—————সন্ধ্যা নাগাদ রিও উতভাটের মত দৌড়ে আমার রুমে চলে আসল।
তারপর শুধু বলতে থাকল, সুমন, সুমন……….
_কি হয়েছে? কি হয়েছে সুমনের?
রিও আর কোন কথা বলল না।
পাথরের মত ফ্লোরে বসে রইল।
আমি সুমনে নাম্বারে কল দিলাম।
কিন্তু নম্বর বন্ধ।
আজানা আতঙ্ক আমার সারা গায়ে বয়ে গেল।
কেমন যেন সারা শরীর ঠান্ডা হয়ে আসল.নিজেকে কোন রকম সামলিয়ে নিয়ে
রিওকে সোফায় শুয়ে দিয়ে অন্তিকা কে কল দিয়ে আসতে বললাম।
আধা ঘন্টার মাঝে অন্তিকা এসে গেল।
ততক্ষনে রিও সুস্থ হয়ে গিয়ে ছিল।
রিও উঠে দাঁড়িয়ে বললঃআচ্ছা।ইবু, তুমি সুমনের বাসা বা ফ্যামিলি সম্পর্কে কিছু বলতে পারবে?
_হুম, ভাগিনা। আমি সুমনের বাসা চিনি।
_তাহলে আর দেরি করা ঠিক হবে না।
চল সুমনের বাসায় আগে যায়।
তারপর দেখা কি করা যাবে।যেই কথা সেই কাজ।
রিও, আমি আর অন্তিকা, অন্তিকার গাড়িতে বেরিয়ে পড়লাম।
সুমনের বাসায় যেতে সময় লাগল মাত্র ৪৫ মিঃ।
সুমনের বাসায় নক দিতেই সুমনের আম্মা এসে
দরজা খুলে দিল।
তাকে সুমনের ব্যাপারে প্রশ্ন করায় তিনি বললেন ঃসুমন গত সাত দিন বাসায় ফিরে না।
মাঝে সুমন মাস খানেকের জন্য গায়েব হয়ে যায় প্রায়ই।
তাই এব্যাপারে তিনি তেমন চিন্তিত জন।
কথার মাঝ খানে রিও বলে উঠলঃহ্যাঁ, ম্যাম। সেটক ঠিক আছে।
কিন্তু এবারের ব্যাপারটা একটু ভিন্ন।
সুমন কোন বিপদে আছে বলে আমার ধারনা।
ধারনা বলা ঠিক হবে না।
আমি শিওর হয়ে বলতে পারি।
_কি এমন বিপদ,বাবা? সুমনের মায়ের এমন প্রশ্নর জবাবে রিও বলল;আসলে সেটা জানার জন্য আপনার বাসায় এসেছি।
কড়া করে চিনি ছাড়া তিন কাপ চা দিবেন প্লিজ।
সুমনের আম্মা বিনয়ের হাসি দিয়ে চা করতে চলে গেল।
তিনি রিওর এমন আচরনে খুশিই হলেন।
কারন, রিও কারো বাসায় কখনো কিছু খায় না।
আর আজ নিজেই চায়ের কথা বলেছে।
ভদ্রমহিলা খুশি হয়ে প্রস্তান করলেন।
তিনি রুম থেকে বের হলেই বিষয়টা আমি ক্লিয়ার হলাম।
রিও বলল ১০ মিনিটের সারা ঘর তন্ন তন্ন ফেল।
দেখ অবাক লাগার মত কি আছে এই ঘরে।
নিশ্চয় কিছু পাব আমরা যা দিয়ে এই সংখ্যা তত্বের রহস্য ভেদ করতে পারব।
আর অন্তিকা সুমনের পিছিতে বস।
আমার রুমের পাসওয়ার্ড দেওয়া আছে দেখ পিসিতে।
তারপর রিও সারা ঘর ময় পায়চারি করা শুরু করল।
একসময় খেয়াল করলাম রিও ঘরে নেই।
কি জানি বান্দা কই গেল।
আমি কয়েক টুকরা কাগজ পেলাম
তাতে কয়েকটা সংখ্যা লেখা।
কয়েকটা শব্দ লেখা।
সেটার গুরুত্ব আছে বলে আমার মনে হল না।
তাও ভাজ করে পকেটে ঢুকিয়ে দিলাম।
এমন সময় ভদ্রমহিলা চা নিয়ে ঘরে প্রবেশ করল।
সাথে সাথে রিও ফিরে আসল।
হয়ত ঘরের এহেন অবস্থা সুমনের আম্মা রাগ করতে পারতেন।
কিন্তু তিনি এতক্ষনে বুঝে গেছেন তার ছেলে ভয়ানক বিপদে আছে।
চা দিতে দিতে মহিলা বললেনঃআচ্চা, বাবা।
কি মনে হয় আমার ছেলের কি হয়েছে।
রিও বললঃআসলে কাকি মা।
আপনার ছেলে অনেক ট্যালেন্ট। বলতে পারেন আমি রিও যে ক্ষমতা রাখি সুমন তার থেকে বিন্দুমাত্র কম রাখে না।
কিন্তু সমস্যা হল ইমম্যাচুয়ুর।
বয়স হয়নি জন্য সব কিছু ঠিক মত করে
উঠতে পারে না।
আর সমস্যা তাড়াহুড়া, বেশি তাড়া হুড়া করে ফেলে ছেলেটা।
যার জন্য আজ ভয়ানক ভাবে ফেসে গেছে।
ওরা সুমনের কোন ক্ষতি করবে মনে হচ্ছে না।
কিন্তু সেটা শিওর না।
সুমনকে কিছু করা কেওটে সাপের গর্তে পা দেওয়া।
কারন, সুমনের পিছে রিও আছে এটা ওরা জানে।
কিন্তু ব্যাপার হল, সুমন গেল কোথায়?
আর হ্যাঁ, কাকিমা আপনি লাস্ট কবে দেখেছেন সুমনকে?
_এই আট তারিখ সকালে।
_এর মাঝে ওর মাঝে কোন পরিবর্ত খেয়াল করেছেন কি?
_আসলে বাসায় বেশি থাকে না।
দিন রাত বাহিরেই থাকে।
তবে লাস্ট কয়েক দিন সুমন বাসার বাহিরে যায়নি তেমন।
সারা দিন রাত পিসি, ট্যাব, আর আইফোন নিয়ে কি সব ঘ্যাটাঘেটি করেছে।
আমি কয়েকবার চা দিতে এসে ওকে প্রশ্ন করেছি।
কিন্তু এর জবাব ও দেয়নি।
শুধু বলছে ঃএ ত্রমন কিছু জয় আম্মা।
সারা বাংলাদেশ নড়িয়ে দেওয়ার মত সময় এসে গেছে।
অপেক্ষা শুধু মাত্র অপেক্ষা।
গর্তের শিয়াল বেরিয়ে আসবে।
রিও এটা শোনার পর কিছু সময় গুম মেরে পড়ে থাকল।
তারপর বলল; ব্যাপার না। ইবু, চল বেরিয়ে পড়ি।
ভদ্রমহিলাকে নিশ্চিন্ত থাকতে বলে আমরা বেরিয়ে পড়লাম।
আগারগাঁও সিগনালে এসে মিরপুর রোডে না ঢুকে রিও গাড়ি গাবতলির দিকে টার্ন নিল।
স্মি বললামঃকোথায় যাব?
_কেন, নড়াইল?
_মানে?
_তুমি বুঝতে পারছ না, ইবু। কি ভয়ানক ভাবে ফেসে গেছে আমাদের সুমন।
সানির কথা মনে আছে?
_কোন সানি?
_মায়ানমারের ইয়াবা কিং?
_হ্যাঁ, সেতো জেলে।
_কে বলেছে?
আসলে বার্মা হল ইয়াবার সর্গ ভুমি।
আন্তজার্তিক চাপে এরা দেখায় সানি জেলে।
কিন্তু তলে তলে টেম্পু চালায়।
বছরে হাজার হাজার কোটি টাকা ইনকাম বার্মার এ পথে।
কথায় আছে না, কুকুরের লেজ।
তুমি বেচে থাকলে দেখবে মাত্র কয়েক বছরে এই
মায়ানমার সারা দুনিয়ার জন্য আতঙ্কর কারন হয়ে দাঁড়াবে।
রিওর কথা কিছুই বুঝলাম না।
সব মাথার উপর দিয়ে গেল।
এ জন্য অবাক হয়ে অন্তিকার দিকে তাকাতে সে বললঃকি,জানি।
মামা, তোমার মত আমার অবস্থা কিছু বুঝছি না।
আসলে সুমন কি কাজে বের হল আর কোথায় কার কাছে আটকা পড়ল।
কথা শেষ করার আগেই রিও ব্রেক কসে বসল।
আমায় ড্রাইভিং সিটে বসিয়ে দিতে বললঃঅনেক কিছু নিয়ে ভাবনার বাকি আছে।
আমার চিন্তায় জট পাকিয়ে যাচ্ছে।
ঠিক মত ড্রাইভ করতে পারছি না।
বুঝলাম রিও এবার পিছনের ছিটে বসে ভাবনার জগতে ডুব দিবে।
আর নড়াইল পৌছানোর আগেই কোন কথা বনে না।
কিন্তু নড়াইল এর কিসম্পর্ক এই কেসের সাথে সেটা বুঝে উঠলাম।
হুদা চিন্তা করে লাভ নেই।
এর থেকে অন্তিকার সাথে গল্প করা ঢের লাভ।
ওর কাছ থেকে ক্রাইম জগতের অনেক গল্প জানা যাবে সেটাই ভাল!নড়াইল আসার পর রিও এই প্রথম মুখ খুলল।
আমরা উঠেছি গেস্ট হাউজে।
দুলাভাইয়ের কল্যানে এই বাসা পেয়েছি আমরা।
রিও বললঃ ইবু সুমনের বাসা সার্স করে কি পেয়েছিলে সেটা দাও।
আর যাও হোটেল থেকে খাবার নিয়ে এসো।
আমি কাগজ গুলো রিওর হাতে দিয়ে অন্তিকাকে নিয়ে বেরিয়ে গেলাম।
রাত এগারটা।
তেমন দোকান পাট খোলা নেই।
শেষ প্রযন্ত পুরানো টার্মিনাল গিয়ে সোনার গাঁও হোটেল খোলা পেলাম।
তেমন খাবার নেই।
তাও যা পাওয়া যায় আরকি।
খাবার নিয়ে বেরিয়ে ফেরার মত রিক্সা পেলাম না।
তাই সার্কিট হাউজ প্রজন্ত পাঁয়ে হেটে রওনা হলাম।
চারিদিক ল্যাম্পপোস্ট এ আলো আছে।
আশে পাশের দোকানের আলোয় রাস্তা পরিস্কার দেখা যাচ্ছিল।
আমি আর অন্তিকা গল্প করছি আর হাটছি।
স্টেডিয়াম ক্রস করেছি,
এমন সময় প্রায় ১২০ কিমি বেগে একটা বাইক আমাদের সামনে এসে থামল।
কিছু বুঝে ওঠার আগেই মুখ ঢাকা লোকটা বলে উঠলঃকি হে মামা। একে বারে গন্ধে গন্ধে হাজির
হয়ে গেছ।
_কে?
আমার এমন প্রশ্নর জবাব ছাড়াই লোকটা বললঃ যাও মায়ের ছেলে মায়ের কোলে ফিরে, না পুতে রেখে দিব।
কাল সকালে যেন নড়াইলের ত্রিসিমানায় না দেখি।
শেষ বারের মত বলে গেলাম।
না হলে নিজেতো ভোগে যাবে। সাথে ভাগিনাকে নিজে যাবে।
আমি কি বলব বুঝে উঠার আগেই অন্তিকা বলে বসলঃহুম।মিস্টার, অন্ধকারে নিজেকে অনেক শেয়ান মনে হয়।
আলোতে আসুন।
তার পর দেখা যা।
আর হ্যা, আমরা যখন এসেছি তখন কি করে যাব সেটার ধারনা হয়ত আপনি রাখেন।
তাই বলছি ভয় না দেখিয়ে নিজের পালানোর রাস্তা খুজুন কাজে দিবে।
খিল খিল করে হাসি দিয়ে লোকটা যেমন ঝড়ের বেগে এসেছিল তেমন ঝড়ের বেগে চলে গেল।
ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসচ্ছিল।
অন্তিকা আমার অবস্থা দেখে অন্তিকা বললঃভয় পাওয়ার মত কিছু হয়নি মামা।
চল, ফিরে যায়।রিও কে ঘটনা বলায় রিও বললঃদারুন, রিতি মত চমকপ্রদ।
এত সময় ভাবছিলাম আলেয়ার পিছু ছুটছি।
কিন্তু এখন মনে হচ্ছে ঠিক আলেয়া নিজেই বাস্তব হয়ে আমার হাতে ধরা দিচ্ছি।
চল খাওয়া শেষ ঘুমিয়ে পড়।
আর কেয়ার টেকারকে বলে দিও আমাদের রুমের পাহারা বাড়িয়ে দিতে সকালে রিও ডাকে ঘুম ভাংল।
রেডি হয়ে বের হতে সকাল আটটা বেজে গেল।
গো চর থেকে রেজিঃঅফিসে গিয়ে আধা ঘন্টা হুদায় কাটালাম আমরা।
একটা টোং দোকানে গিয়ে চার কাপ চা শেষ করল ভাগিনা।
এর পর দেখলাম একটা বাইক বেশ দ্রুত বেগে
আমাদের সামনে মেইন রোড দিয়ে চলে গেল।
ঠিক সাথে সাথে রিও দ্রুত রাস্তায় চলে আসল।
কিছু ক্ষন বাইকের দিকে তাকিয়ে থেকে আমাদের চলে আসার ইশার দিল।আমরা এসেদ্রুত ইজিবাইকে চেপে বসলাম।
রিও শুধু একবার ড্রাইভারকে বললঃথানার ভিতরে ৭ মিনিটে নিয়ে যেতে পারলে ১০০ বখশিস।
ড্রাইভার ৬.৫৫ মিনিটে আমাদের থানায় নিয়ে গেল।
রিও, ওসি সাহেবের টেবিলে গিয়ে তার আইডি কার্ডটা টেবিলের উপর রাখল।
সেটা দেখে ওসি সাহেব বললেনঃআরে মিস্টার রিও।
আপনি এ শহরে।
_কেন?
জন্মভুমিতে আসতে কারো পারমিশন লাগবে নাকি?
_ঠিক সেটা নয়, স্যার।
কিন্তু আপনি
_ঠিক ধরেছেন। কাজ ছাড়া আমি আসিনা ;বলে রিও বলল খুলনা হ ★★৭৮★৯ এপাসি কার নামে চলে গাড়িটা।
এর ডিটেইলস দিতে পারবেন।
_জি, অবশ্যই বলে ওসি সাহেব একজন হাবিলদারের সাথে আমাদের পাঠিয়ে দিলেন।
——- গাড়ির সাথে এ কেসের কি সম্পর্ক এটা ভাবতেই মনে পড়ে গেল।
কার রাতে যে গাড়িটা আমাদের সামনে থেমে ছিল সেটাও এপাসি ছিল।
তাহলে রিও কি সেই গাড়িটা খুজছে?
কিন্তু ভাগিনা গাড়ির নম্বর পাবে কোথায়।
যাইহোক, গাড়িটা মিস্টার সামিম নামের একজনের।
গ্রামের বাড়ি হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাংগা গ্রামে।
তিনি গত দেড় বছর হল বাইক নিয়েছেন।
লোকটার সেল নাম্বার নিয়ে বেরিয়ে পড়লাম আমরা।ভাবছিলাম আমরা বোধ হয় এবার হবখালীর দিকে যাব।
কিন্তু সেটা না করে ভিক্টোরিয়া কলেজ হয়ে আমরা চলে এলাম চিত্রা সেতু।
সেখানে রিও কি সব ভাল করে দেখে আবার ইজিবাইকে চেপে মাদ্রাসা হাট নামক স্থানের উদ্দ্যেশ রওনা করলাম।
চিত্রা সেতু পার করে কালিয়ায় রোডে আসতেই গা হিম হয়ে গেল।
মনে পড়ে গেল আমার জীবনের সব থেকে ভয়ানক এক্সপ্রিয়েশনের সৃতি।
এখানেই আমি খুইয়ে ছিলাম আমার ডান পাঁ।
তাই আজ আমি ইবু হয়ত খুড়িয়ে খুড়িয়ে চলি।
সেদিন যদি মারা যেতাম তাহলে সব লেঠা চুকে যেত।
বেচে আছি তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
পাঁ গেছে তাতে আমার আফসোস নেই।
রিওর মত ভাগিনা পেয়েছি, পেয়েছি নতুন এক জীবন।
পেয়েছি অন্তিকার মত একজন বান্ধবি আর আপু দুলাভায়ের মত গার্ডিয়ান।
কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম।
রিওর তাড়ায় ঘোর কাটল।
_এই ইবু মামা।
নেমে পড়।
এসে গেছি।
————– নেমে সোজা আমরা চলে গেলাম কমলাপুর।
অবশ্য সেটা ইজি ভ্যান গাড়িতে।
রাস্তাতো নয় যেন সর্গ রাজ্য।
হায়রে কপাল এটা কি রাস্তা।
যাইহোক, কমলা পুর গিয়ে দেখা হল মিস্টার আতিক নামের একজনের সাথে।
বয়স ৬০/৬৫ এর মত।
হালকা সাদা ধুতি আর পাঞ্জাবী পরা ভদ্রলোক বেশ লম্বা ছিলেন হলেই মনে।
খানিকটা কুজিয়ে গেলেও এখনো গায়ে বেশ সামার্থ রাখেন বলেই মনে হল।
আমাদের দেখে মৃদু হেসে বললেনঃতুমি কি রিও?
খানিকটা বিনয়ের হাসি দিয়ে রিও বললঃজি, স্যার।
আমি রিও।
আসলে স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি
আন্তরিক ভাবে দুক্ষিত।
_ওটা কোন ব্যাপার না, ভাই।
এই দেখ তোমায় ভাই বলে ফেললাম।
তুমি আমার নাতির বয়সি।
তাছাড়া আমি তোমার বাবাকে প্রাইভেট পড়িয়েছি।
তাই বলে ফেলেছি।
_জি, না স্যার।
সমস্যা নেই।
_তাহলে চল আমার বাসায় সেখানে বসে কাজের কথা বলা যাবে।
__________ অগত্যা রিওর রিওর পিছু পিছু আমরা ভদ্রলোকের বাড়ির দিকে রওনা হলাম।
আর মনে মনে ভাগিনার গুস্টি নিপাত করতে থাকলাম।
কারন, এসেছি সুমনকে উদ্ধার করতে।
যেটা বাদ দিয়ে ভাগিনা এসেছে কোথাকার কোন বুড়ার সাথে দেখা করতে। যতসব আজাইর কর্মকাণ্ড

বাসায় যেতে যতে জানতে পারলাম
লোকটার নাম গোপাল সিং।
পেশায় ছিলেন পোষ্ট মাস্টার।
রিওর বাবাকে ছোট বেলায় পড়িয়েছেন।
লোকটা আমাদের একটা কাচারি ঘরে বসতে
দিলেন।
আমি, রিও, আর অন্তিকা চেয়ারে বসলাম।
বসতে বসতে রিও বললঃস্যার, আপনার বাসায়
কে কে থাকেন?
একটা দ্বীর্ঘস্বাস ছেড়ে তিনি বললেনঃআমার আর ভাগ্য।
তিন ছেলে মেয়ে।
ছেলে দুটি বিয়ে করে ইউরোপে স্যাটেল হয়েছে।
মেয়ে বিয়ে দিয়ে ছিলাম।
কিন্তু কপাল বাম।
মেয়ে মারা গেছে।
এখন আমি আর আমার স্ত্রি থাকি।
_সরি।
স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য।
আসলে আমার কাছে মনে হচ্ছে আপনি আর আপনার স্ত্রি ছাড়া বছর দুই তিনের কোন পিচ্ছি থাকে আপনাদের বাসায়।
_হ্যা। ও আমার মেয়ের ঘরের ছেলে।
কিন্তু সে তো সকালে বেড়াতে গেছে।
আগামি পরশু আসবে।
কিন্তু তুমি না দেখে, এই বাহির বাড়ি থেকে বুঝলেন?
_আপনার পাঞ্জাবির কাধ দেখে বোঝা যাচ্ছে।
সে যাক বলে রিও ওর সাইড পকেট থেকে
একটা কালো খাম বের করে আনল।
সেটা থেকে বের করে আনল রিও কাছে আসা বেনামি চিঠি।
সেটা ভদ্রলোকের হাতে দিয়ে বলল;দেখুনতো স্যার। চিঠিটায় কোন প্রেরকের ঠিকানা লেখা নেই।
শুধু পোস্টাল কোড ৭৫১৩.
মানে এটা নড়াইল থেকে পাঠানো হয়েছে।
আপনি তো নড়াইলের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
তাই আমি শিওর আপনি এই লেখা থেকে অনেক কিছু বলতে পারবেন।
কারন ৭৫১৩ হাতে লেখা নয়।
সিল দেওয়া।
আর দুইটা সিল কখনো একই প্রিন্ট দেয়না।
সিল মেলাতে গেলে আমার আনেক সময় লাগবে।
হাতে এত সময় নেই।
তাই আপনার কাছে আসলাম যদি আপনি কিছু বলতে পারেন।
——- লোকটা রিওর হাত থেকে চিঠিটা নিয়ে ভালো করে লেখাটা দেখল।
তারপর কিছু সময় চোখ বন্ধ করে রেখে বললঃহ্যাঁ, মনে পড়েছে।
এটা লোহাগড়া উপজেলার ১ নং ইউনিয়ন।
নলদী ডাক ঘরের সিল।
আমি সিওর কারন, এই যে দেখ তিনের মাথায় গোল জায়গাটা একটা খানি স্থানে কোন কালি নেই।
এটা আমার কাছ থেকে হয়ে ছিল গত বছর।
রিটার্নিং এর কয়েক দিন আগেই হাতের সিগারেট ওটার সাথে লেগে এরকম হয়ে যায়।
চেঞ্জ করা হয়নি।
কারন, তেমন বোঝা যায় না।
—— ভদ্রলোকের বাড়ি থেকে চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম।
কিন্তু রিও কি করতে চাইছে সেটা না বুঝলেও এটা বুঝলাম ভাগিনা ৭৫১৩ লেখা দেখে নড়াইলের কথা বলে ছিল।
তারমানে প্রতি জেলার আলাদা পোস্টাল কোড থাকে।
কমলা পুর স্টান্ডে এসে রিও স্যালো ইঞ্জিন চালিত একটা সাউন্ড ভরপুর গাড়িতে উঠল।
পেটে যা ছিল সব হজম হয়ে নাড়ি ভুড়ি হজম্ভ
হওয়ার উপক্রম হল।
শেষ মেশ আধা ঘন্টার জার্নি শেষ করে আমরা
ব্রামনডাংগা খেয়া ঘাটে এসে পোছালাম।
মারহাবা খেয়া ঘাটের আগে যে বাগান সেটা এক
ভয়ংকার জায়গা।
যাকসে কথা।
ঘাট পার হয়ে ইজি বাইকে করে নলদী ইউনিয়ন এ পৌছালাম।
সরাসরি আমরা গেলাম ডাক অফিসে।
আরে বাহ।
কি মজা তিনজন লোক বসে বসে মাছি মারছেন।
আল্লাহর দুনিয়ার কোন কাজ নেই এদের।
রিও গিয়ে বললঃমাস্টার সাহেবের সাথে কথা বলা যাবে?
একজন বছর চল্লিশের লোক আমাদের দিকেব তাকিয়ে বললেনঃজি, বলুন।
_আসলে, স্যার। দারুন ভাবে ফেসে গেছি।
যদি একটু হেল্প করতেন?
_জি, বলুন।
——- রিও এবার পকেট থেকে চিঠিটা বের করে দিয়ে বললঃগত ১১’১২’১৩ তারিকে এই চিঠি গুলো আপনার
ডাক থেকে আমার কাছে আপঠানো হয়েছে।
আমায় হুমকি দেওয়া হয়েছে।
আপনি কি এ ব্যাপারে কিছু জানেন।
_——- লোকটা চিঠি হাতে নিয়ে বেশ ভাল করে দেখে বললঃহুম।আমিও চিঠিটা পেয়েছিলাম।
যেতেতু প্রেরকের কোন ঠিকানা ছিল না।
তাই যদি চিঠি ব্যাক আসে তাহলে কোথায় আসবে?
এ জন্য আমাদের পোস্টাল কোড ছিল দিয়েছিলাম।
এর বেশি কিছু আমি বলতে পারব না।
_হুম, করে একটা শব্দ করল রিও।
ভদ্রলোক আবার বললঃআপনি কি করে শিওর হলেন এটা আমাদের এখান থেকে গিয়েছে?
নড়াইলের অন্যকোনো স্থান থেকে যেতে পারত।
_পারত, কিন্তু পারেনা।
যাইহোক, পুলিশ ক্যাম্পটা কোথায় বলতে পারবেন? ————- লোকটা রিওর মুখে এমন কথা শুনে বেশ ভ্যেবা চ্যেকা খেয়ে গেলেন।
বেশ ভয়ের সাথেই বললেনঃআমি কোন ভুল করলাম স্যার।
_না। আপনার ভয় পাওয়ার কিছু নেই।
ভয় পাবে ওরা যারা রিওর সাথ্র পাংগা নিতে চাই।
রিওর মুখে রিওর নাম শুনে ভদ্রলোক ভুত দেখার মত করে রিওর দিকে তাকিয়ে রয়লেন।
কিন্তু রিও সেদিকে ভ্রুক্ষেপ না করে বেরিয়ে গেল।
আমি ক্রেচ হাতে খোড়াতে খোড়াতে
রিও আর অন্তিকাকে ফলো করতে লাগলাম। রিও সোজা নলদী বাজার পার হয়ে ইউনিয়ন পরিষদ এর সামনে গিয়ে
বসল।
জায়গাটা বেশ চমৎকার।
বট গাছের ছায়ায় প্লাস্টারের বেঞ্চ আর পাশে বয়ে চলছে নবগংগা নদী।
তির তির স্রোতের সাথে বিয়ে চলছে বাতাস।
সে কি যে এক মহিমা সেটা বর্ননা করার মত সময় থাকলেও যোগ্যতা আমার নেই।
শুধু মনে পড়ে কোন এক সাইকো রাইটার তার সাইকো এগেইন গল্পে বলে ছিল ঃমায়া,কি মায়া।
কি মায়া গো।।।।।।।
রাইটারের নামটা ভুলে গিয়েছি।
রিওর ডাকে ঘোর কাটল।
ঘুম এসে গিয়ে ছিল বাতাসে।
_ইবু, মামা।চল, কাজ শেষ করে আবার নড়াইল ফিরতে হবে।
_ওকে , বলে উঠে পড়লাম।
এমন সময় রিওর হ্যান্ডসেট বেজে উঠল।
রিও শুধু মুখ দিয়ে কয়েক বার হাঁ,হাঁ, হাঁ বলল।
তার পর আমাদের দিকে তাকিয়ে হাসি দিল।
এ হাসি আমি চিনি এটা তৃপ্তির হাসি।
তার মানে ফাদে পা দিয়েছে শ্বিকার।
রিওর কাজের ধরন আমি জানি।
তাই বলতে পারি কেসটা গুটিয়ে আসতে শুরু করেছে।
যত গোলমেলে মনে হয়েছিল এ কেসটা কে
ঠিক ততটা নয়।
কিন্তু সানি যদি সুমনকে আটকিয়ে রেখে থাকে তাহলে
যত সোজা ভাবছি সেটা তত সোজা হবে না।
কাতন, সানি ইন্টারন্যাশনাল ডন।
মায়ানমারে এই হাউন্ড কয়েক বার ক্রস ফায়ারের আদেশ পেয়েও ফুল দর্পে সারা দুনিয়া ময় ওর ব্যাবসা
করে বেড়াচ্ছে।
কিন্তু পুলিশতো হরিদাস পাল, ইন্টারপোল ওর ধারে কাছে যেতে পারেনি আজ অবদি।
আর আমাদের সুমন বাবু সেই হাউন্ডের গুহায় পা দিয়েছে।
রিও ঠিকি বলেঃছেলেটার মাঝে আল্লাহ যথেষ্ট ট্যালেন্ট দিয়েছে। কিন্তু সমস্যা হল ওর তাড়াহুড়া।
যে বেশি তাড়াহুড়ো করে ফেলে যে, শেষ মেষ নিজের জালে নিজে ফেসে যায়।
এবারো হয়েছে তাই।
আর ভাই আগে মাছ জালে ধরা পড়ুক।
তারপর খেলিয়ে খেলিয়ে রিওর মত
তুলবে একটা হায়নাকে।
তা না, করে।
একেবারে সিংহের গুহায় ঢুকে পড়ে।
_______ হঠাৎ দুটো বাইক এসে দাড়ালো আমাদের সামনে।
বাইক থেকে দুজন নেমে আমার হাতে একটা আর
রিওর হাতে একটা চাবি দিয়ে বললঃস্যার। ৩ নং ওয়ার্ডের কমমিশনার আপনাদের জন্য পাঠিয়েছে।
রিও,আমায় ইশারা দিয়ে অন্য বাইকে অন্তিকাকে নিয়ে উঠে পড়ল।
আমার অবাক হওয়ার কথা ছিল।
গত সাত বছর আমি বাইকে ড্রাইভ করিনি আর ভাগিনা আমায় আজ বাইক ধরিয়ে দিলো।
পিভিযেট গাড়িতে সার্ট করে দেখি ভাগিনা পশ্চিম দিকে বেশ খানিকটা এগিয়ে গেছে।
ভাগিনাকে ফলো করলাম।
লোকেশন অন করে ভাগিনাকে ফলো শুরু করলাম।
প্রথমে মিঠাপুর তারপর পানিঘাটা, তারপর নহটা হয়ে মোহাম্মদ পুর এসে হাজির হলাম।
ভাগিনা মোহাম্মাদপুর, মাগুরা এসে বাইক রেখে দ্রুত এক দোকানের ভিতর ঢুকে গেল।
আমি বাইকে রেখে তাকে ফলো করে সেথায় ঢুকে গেলাম।
আমরা সেখানে ঢোকার ১মিনিটের মাঝেই একটা পুলিশ ভ্যান এসে দাড়ালো।
পুলিশ টুলিশ দেখে সাফিয়া ফার্মা নামের ওই দোকানের সামনে জটলা বেধে গেল।
ফার্মেসির মালিক কে বলে রিওর প্রশ্নর জবাবে
একজন সাদা সার্ট প্যান্ট পরিহিত ৪৪/৪৫ বছরের ভদ্রলোক বললঃআমি কেন, কি হয়েছে?
_আপিনি আকিল সাহেব?
_জি।
রিও এবার আগত পুলিশের দিকে তাকিয়ে বললঃইনিস্পেক্টর সাহেব।
ইনিই মিস্টার ওয়াসিম।
দ্যা ইয়াবা কিং অব মাগুরা।
এনাকে খুজেই গত দুই বছর পাছ করেছেন আপনি।
পুলিশ এগিয়ে আসার আগেই অকিল রুপি মিস্টার
মিস্টার ওয়াসিম ড্রয়ারে হাত দিয়ে পিস্তল বের করে রিওর ঘাড়ের উপর চেপে ধরল।
সাথে সাথে একটা বিকট আওয়াজে সারা দোকান কেপে ঊঠল।
মিস্টার ওয়াসিম হাত ধরে বসে পড়লেন।
আর সাথে সাথে একজন হাবিলদার এসে তার হাতে হাত কড়া পরিয়ে দিয়ে দ্রুত তাকে গাড়িতে উঠিয়ে নিলেন।
এবার কাছে সে ওসি সাহেব বললেনঃসরি, মিস্টার রিও।
আসলে আপনার ঘাড় চেপে ধরে ছিল।
তাই আর রিক্স নিতে চাইনি।
গুলি চালাতে বাধ্য হয়েছিলাম।
তা স্যার, কেমন আছেন।
ভাবছেন, আপনাকে কি করে চিনলাম?
আসলে আমি আপনার ফ্যান।
আপনার সব কেসের বিবারন আমি কয়েক বার করে পড়েছি।
প্রফেসর আপনায় নিয়ে যা লিখেছি তা একটুও বাড়িয়ে লিখিনি।
বরং কমিয়ে লিখেছে।চলুন, থানায় যেতে যেতে কথা হবে।দুজন পুলিশ আমাদের নিয়ে নিয়ে আসা বাইক নিয়ে থানার দিকে রওনা হলা।
আমি, অন্তি, আর রিও গিয়ে পুলিশ ভ্যানে উঠলাম।
যেতে যেতে ওসি সাহেব আমাদের ওয়াসিমের ব্যাপারটা বললেন।
গত দুই বছর ধরে হন্য হয়ে খুজেছেন এই ওয়াসিমকে তিনি।
তার নাম একাধিক মাদক মামলা রয়েছে।
মোহাম্মদপুর কে একে বারে ইয়াবার সর্গরাজ্য বানিয়ে ফেলেছে এই পাপি।
কিন্তু তিনি যে অকিল নামের আড়ালে থেকে তাদের নাকের ডগায় বসে ফার্মেসী ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চাল্লাচ্ছে সেটা কেহ ধারনা করতে পারবে না।
কথা শেষ করতে করতে ওসি সাহেব বললেনঃকিন্তু মিস্টার রিও, আপনি কি করে এই পাপির পিছে পড়লেন?
এত ক্ষনে রিও মুখ খুলল, সে বললঃসে অনেক কথা।
তবে আমি ওর পিছু পড়েছি সেটা কিন্তু একেবারে ঢাহা মিথ্যা।
বরং এরাই আমার পিছু নিয়েছিল।
হুদায় রিওকে ঘাটকতে গিয়েছিল।
কিন্তু সেটা যে কত বড় বোকামি এদের জন্য হাড়াহাড়ে বুঝবে আজ;বলেই রিও পাশে বসে থাকা ওয়াসিমের দিকে তাকিয়ে বললঃকি মিস্টার?
আপনার করনিয় কাজগুলো কি আপনি সম্পাদন
করবেন?
না কি সুমনকে আমার খুজে বের করতে হবে?
আর জানেনিতো আমি যদি ৯৩/২ থেকে এই মোহাম্মদপুর এসে আপনার প্লান ভেস্তে দিতে পারি।
তাহলে এখানে বসে আপনার কারবারের আস্থানা যেতে বেশি সময় লাগবে না।
আর আপনি যে সুমনকে আপনার নড়াইলের আস্থানায় আটকিয়ে রেখেছেন সেটা আর নাইবা বললাম।
তাই চাইছিলাম যে, আপনি যদি (রিও নিজের ফোন ওয়াসিমের হাতে দিয়ে) আপনার স্যাগরেতদের বলতেন স্বসম্মানে সুমনকে সার্কিট হাউজ দিয়ে আসে তাহলে ভাল হয়।
আর যদি তা না হয়, তাহলে কিন্তু বুঝতেই পারছেন আমি কি করতে পারি।
লোকটা ফোন থেকে একটা নম্বর ডায়াল করে বললঃসুমনকে এখনি সার্কিট হাউজ দিয়ে এসো।
আর যেথায় খুশি পালিয়ে যাও।
আমাকে গ্রেফতার করা হয়েছে।
রিও সাথে সাথে ফোনটা ওর হাত থেকে নিয়ে নম্বরটা ডিলেট করে দিতে দিতে বললঃআমি সরকারে ধার ধারি না।
আমার কাজ শেষ।
সো তুমি তোমার কাজ করতে পারো, ওয়াসিম।
আর হ্যা, পারলে সানিকে বলে দিও এদেশ থেকে চলে যেতে।
না, হলে কিন্তু আমি আসব, আমি অবশ্যই ফিরে আসব।
মাথা নাড়ল ওয়াসিম।
ওসি সাহেব প্রশ্ন করল;সানি টা আবার কে?
_তেমন কেহ নয়,। তবে আপনার ডিউটি; শেষ বলে আমারা নেমে পড়লাম।
কারন থানায় আমরা এসে গেছি।
ওসি সাহেব এক কাপ চা খেতে অনেক অনুরোধ করে ছিলেন।
কিন্তু রিও সে এক আজব চরিত্র।
ভালো করে কোন কথা না বলে চলে আসল।
@@@@%@@@@
নড়াইল আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল।
ওমা, এ কি?
সার্কিট হাউজে যে গেস্ট রুম আমাদের দেওয়া হয়েছিল সেখানে বসে আছে আমাদের টিকটিকি দ্যা,স্পাই, মিস্টার সুমন।
সুমনে কে দেখে আমি আর অন্তি পুরাই অবাক।
ছেলের এ কি হাল হয়েছে?
তামিল হিরোদের মত দাড়ি গোফ রেখে পুরা সেই অবস্থা।
কিন্তু তাকে গত এক সপ্তাহ আটকিয়ে যে রাখা হয়েছিল
এমন কোন ভাব বা ভয় তার ভিতর নেই।
আমি অনেক কোতুহল নিয়ে সুমন কে অনেক কিছু জিজ্ঞাসা করলাম।
অন্তিকাও একের পর এক প্রশ্ন করে গেল।
কিন্তু রিও কিছু না বলে নিজের রুমে ঢুকে ফ্রেস হয়ে এসে সুমনের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললঃসারা দিন অনেক ধকল গেল।
যাও, সেলুনে গিয়ে আগে নিজেকে ফিট কর।
বন্য মানব লাগছে একেবারে।
আর হ্যা, খাবার নিয়ে আসবে আসার সময় পাঁচ জনের।
_আমরাতো চার জন মাত্র? আমার এমন প্রশ্নর জবাবে রিও বললঃআর একজন আসছে।
_কে?
_রাতুন।
প্রায় সাথে সাথে আমি আর অন্তিকা বলে উঠলাম রাতুন?
_ছেলেটা গত কয়েক দিন ধরে নড়াইলে আনাচে কানাচে ঘুরে ঘুরে যে তথ্য দিয়েছে সেটার বিচার বিশ্লেষণ করেই সুমনের কাছ প্রযন্ত যেতে পেরেছি।
না হলে কি হত, সেটা সুমন অনেক ভালো জানে।
যাও সুমন তোমার কাজ শেষ করঃবলে রিও নিজের রুমে চলে গেল।
আমি আর অন্তিকা অবাক হয়ে তাকিয়ে থাকলাম।
কি হল কিছু বুঝলাম না।
কেস শেষ বাট আমাদের মাঝে ধুয়াসা কাটেনি।

খাবার নিয়ে সুমনের ফিরতে বেশ রাত হল।
সুমন আসতেই তাকে আমি আর অন্তিকা মিলে চেপে ধরলাম।
কি করে ছিল সুমন।
আর কেনইবা সুমন ওয়াসিমের হাতে বন্দি হল।
সুমন গ্মভির হয়ে কিছু সময় বসে থাকল।
তারপর বললঃসে এক বাজে অভিজ্ঞতা।
করতে গিয়েছিলাম কি আর হল কি?
ভেবেছিলাম, এদেশিয় ইয়াবা কিংদের ধরে ফেলব আর রাতারাতি ফেমাস হয়ে যান।
কিন্তু কিসের কি?
আমি যে জাল বিছালাম তাতেই আমি কুপোকাত।
ভাগ্যিস ওয়াসিম আমার মুখে রিও স্যারের নাম শুনে কিছুটা ভয় পেয়েছিলেন।
তাই নিশ্চিত মৃত্যর হাত থেকে বেচে গিয়েছিলাম।
কিন্তু কি আর বলল?
তারা আমায় না ছেড়ে আমার সাথে নাটক শুরু করল।
তারা আমায় বলল তুমি যদি রিও কে নড়াইলে আনতে পারো আমাদের চোখ ফাকি দিয়ে তাহলে তোমায় ছেড়ে দিব।
কিন্তু সরাসরি ভাবে কিছু লেখা যাবে না।
যা যাবে সব চিঠিতে।
কিন্তু শর্তহল চিঠি তারা পোষ্ট করবে।
কোন রকম সন্দেহ হলে সেটা পোষ্ট করা হবে না।
তাই রিও স্যারের দৃষ্ট আকর্ষণ করার জন্য সংখ্যার খেলা শুরু করলাম।
সেখানে শুধু এমন নিউজ দিয়েছিলাম যেটার মিনিং হল ৩।
মানে, রিও, দ্যা প্রাইভেট ডিটেকটিভ তৃতীয় ব্যেক্তি।
আর এতেই কাত হয়ে গেল সব।
_কিন্তু চিঠিতো আমি পড়েছিলাম।কোথাও এমন কিছু দেখলাম না;আমার এমন প্রশ্নর জবাবে সুমন বললঃহ্যা, ইবু স্যার।
ওখানে সংখ্যার খেলা ছিল।
_মানে?
_হুম। ওখানে তারিখ লেখা ছিল মনে আছে?
_হুম। ১০/১১/১৭+১১/১১/১৭+১৩/১১/১৭।
_হুম। ইবু,মামা।
ওখানেই লোকানো ছিল তিন।
দ্যা, গেম অব কাঊন্ট।সুমন কে আবার বললাম এত কৌতুক না করে
এক ঝেড়ে কাশোতো কেমনে কি?
_হ্যাঁ, ইবু।
দেখ সংখ্যা গুলো হল ১১১০.১৭.১২.১০.১৭.১৩.১০.১৭ সংখ্যা গুলিকে যোগ করে দেখ হবে,
তিন!
এখানে ০-৯ আংক গুলো নিয়ে তুমি যোগ করবে।
এখানে অংকের খেলা।
১ ১ ১ ০ ১ ৭ ১ ২ ১ ০ ১ ১ ১ ৩ ১ ০ ১ ৭=৩০=৩ ০=৩
এগুলির যোগ ফল হল তিন।
যদিও এটি ২০১৪ সাল কিন্তু আমি দিয়েছিলাম ১৭।
মানে বুঝতেই হবে এটা সতের সাল নয় অন্য কিছু।
রিও স্যার বুঝেছি তাই আমি মুক্ত।
কিন্তু তিনি কি করে এত কিছু করলেন আসলে সেটা ক্লিয়ার বুঝতে পারিনি।
বাকিটা তিনি ছিলেন।
আমি ছিলাম হাত পা বাধা অবস্থায় অন্ধকার ঘরে।
কিন্তু আপনিতো বাহিরে ছিলেন।
আপনি ভালই জানো বাকি টা, ইবু স্যার।
_হুম;বলে খাবার পরিবেশন করে দিলাম সবাইকে।
খেতে খেতে ইমন এসে গেল।
ইমন আমাদের সাথে যোগদিল।
ইমনের অবস্থা পুরো কাহিল।
কয় দিন যে তার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে সেটা স্পষ্ট তার চেহারার উপরে ভেসে উঠেছে।
খেতে খেতে ইমন বললঃভাবছিলাম ছুটি নিয়ে ছিলাম।
সারা দিন রাত ঘুমিয়ে কাটাবো।
কিন্তু কিসের কি?
হানি সিং যে চাপে ফেলালো তাতেই শেষ।
আমরা সবাই ইমনের কথা শুনে
সুমনের দিকে তাকিয়ে হি হি হি করে হেসে দিলাম।
সুমন বেশ ইতস্ততভাবে বললঃআমি হানি সিং হতে যাব কেন?
রিও পাশের থেকে বলে উঠলঃনা,, তুমি বিখ্যাত গোয়েন্দা ন্যাসি হয়ে গেছ।
তাড়াহুড়া বাদ দিয়ে একটু মগজ খাটিয়ে কাজ করতে শিখ।
মনে রাখতে হবে, গোয়েন্দা মানেই মগজ।
মাথাটা ছাড়া ওদের আছেই বা আর কি?
আর তুমি সেই মগজ কে প্রাউরিটি না দিয়ে মিথ্যা খ্যাতি আর গায়ের জোরের দিকে মনোযোগ দাও।
তাহলে ফলাফল কি হবে বুঝতেই পারছ?
সুমন মাথা নিচু করে খেতে লাগল।
অন্তিকা বললঃআসলে রিও, তোমার সাথে পুরো কেসটা জুড়ে ছিলাম।
কিন্তু সত্য বলতে কি, কিছুই বুঝিনি।
যা বলেছ, গাধার মত করেছি।
কোন কিছুর কারন খুজিনি।
কিন্তু ভাই, আর সহ্য হচ্ছে না
কি রহস্য ছিল সেটা ক্লিয়ার কর।
রিও হাত ধুতে ধুতে বললঃতোমরা খাওয়া শেষ করে আমার রুমে এসো।
তারপর বলছি,…………..
@@@@*@@@@
সবাই মিলে রিও রুমে গিয়ে দেখি ছেলে সিগারেট টানছে।
সিগারেট শেষ টান দিয়ে রিও বললঃতাহলে বলি। যখন, ১১/১০ এ চিঠিটা পায় তখন বুঝেছিলাম।
কিছু একটা ঘটতে চলেছে।
কিন্তু কি সেটা ক্লিয়ার নয়।
কারন, কে আমায় এই ব্লাংক চিঠি দিবে।
পরপর যখন তিনটা চিঠি পেলাম তখন বুঝলাম বসে থাকা বোকামি।
তখন, লেগে গেলাম।
চিঠির বিপরীত পাশে ৭৫১৩:দেখে বুঝলাম চিঠি এসেছে নড়াইলের কোন স্থান থেকে।
কিন্তু কেন?
সেটা নিয়ে ভাবতেই চোখে পড়ল তারিখ।
কিন্তু ২০১৪ সালে কে ২০১৭ এরএর তারিখ দিয়ে চিঠি দিবে।
তাই, স্পষ্টত সব কিছু এখানেই লোকানো।
তারপর কি করে সুমনের ব্যাপার আবিস্কার হল সেটাতো জেনেই গিয়েছ।
এখন কথা নড়াইল আসার আগে সুমনের বাসায় আমরা গিয়েছিলাম।
কিন্তু কিছু পায়নি।
তখন পিসিটা অন্তিকা চেক করেছিল।
তারপর আমি চেক করি।
আসলে চেক করে তোমরা কিছুই পাবে না সেটা আমি জানি।
কারন, তোমরা চেক করবে তার ডুকুমেন্ট।
আর আমি কিন্তু চেক করি অন্য কিছু।
মানে সুমনের কম্পিউটার এ আমি সার্স বাটন চেক করেছিলাম।
মানে সুমন শেষ কয় দিন কি নিয়ে কাজ করেছে।
গুলল ঘেটে সুমন সানির তথ্য খুজেছে।
সাথে ওয়াসিম
নামটাও জড়িত।
তখন শিওর হয়ে গেলাম সুমন কি কাজে গিয়েছে।
কারন, সানি রহিংগা দের মাঝে ঢুকে এদেশে এসেছে সে নিউজ আমার কাছেও ছিল।
তাই আর কঠিন হয়নি কল্পনা করা।
তাই ইমনকে মেইল করে বুঝিয়ে দিয়েছিলাম কি করতে হবে।
ইমন কি কাজ করতে বুঝে গিয়েছিল।
আর ইমন ইন্টারপোলের হয়ে কাজ করেছ তাই
ওয়াসিম কে চিনত।
ইমনের কাছে এ তথ্য ছিল ওয়াসমের ব্যাপারে।
এর আগেও একবার ওয়াসিম ইয়াবা
কেস নিয়ে গ্রেফতার হয়েছিল।
সে কেসটা ইমন হ্যান্ডেল করেছিল।
সুমন পিসিতে যে পিকচার রেখে ছিল
সেটা ইমনকে মেইল করলে ইমন চিনে যায়।
আর আমাদের কাজ সোজা হয়ে যায়।
বলে রিও, আর একটা সিগারেট নেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে ডান দিয়ে যেই পা বাড়ালো।
ঠিক তখনি, ঢং করে একটা শব্দ হল।
কম্পন রত একটা বুলেটা আমাদের সামনে কেপে থেমে গেল।
সুমন এক লাফে রিওর গাড়ের উপড় গিয়ে পড়ে
রিও কে দেওয়ালের এক কোনায় নিয়ে চেপে ধরে চিৎকার করে উঠলঃইবু, লাইট অফ করে দাও।
আমি কিছু না বুঝে পাশে থাকা সবগুলো সুইচ অফ করে দিলাম।
এর পর খানিকটা গুলির শব্দ শুনলাম।
শেষ মেশ ইমন লাইট অন করে ইমন বললঃসুমন স্যারকে নিয়ে এসো।বিপদ কেটে গেছে।ইমন দ্রুত বের হয়ে গেল।
রিও সোফার উপর গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল।
এদিকে সুমন আর অন্তিকা থর থর করে ভয়ে কাপছে।
আমি অবাক হয়ে রিওর দিকে তাকিয়ে বসে আছি।
কত সময় এমন ভাবে গেল জানি না।
হর্নের শব্দে বুঝলাম, পুলিশ এসে গেছে।
বাহিরে হয়ে যা দেখলাম তাতে গাক হিম হয়ে হয়ে গে।
ইমন দাঁড়িয়ে আছে।
তার পাশে একটা জটলা।
কয়েক জন পুলিশও সেখানে।
তার মাঝে পড়ে আছে বছর ত্রিশের এক ছেলের লাশ।
গুলি বুক ভেদ করে এপার ওপার হয়ে গেছে।
ইমন তার আইডি কার্ড দেখি কি সব বলল পুলিশকে।
তারপর লাশ পিকাপে তুলে নিল।
এমন সময় সুমন এসে বললঃচিনেছ ইবু?
_না, কে?
_ওয়াসিমের ডান হাত, আরিফ।
এই মানুষটাই আমায় বন্ধি করে রেখেছিল।
——– আর থাকা হল না নড়াইল।
রাতেই আমি, রিও,সুমন, আর অন্তিকা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম।
ইমন থানাতে গেল।
কি সব ব্যাপারে কাজ আছে তার।
সারা রাস্তায় রিও মুখ খুলল না।
সুমন গাড়ি ড্রাইভ করতে করতে বললঃআসলে ইবু। আমার কারনে আজ এমন হল?
বুঝলাম সুমন আপসেট। আমি তাকে শান্তনা দিয়ে বললামঃকে বলে? যে রিও কে সেভ করার জন্য নিজের বুকের মাঝে রিওকে লুকিয়ে ফেলতে পারে।
নিজের জিবনের মায়া করে না।
তার মুখে এরুপ কথা মানায় না সুমন।
জাস্ট ক্যারি অন।
আরিচা ঘাটে এসে রিও মুখ খুলল।
বললঃহ্যারে, ইবু মামা।
_হুম। বল
_মজার একটা কাহিনি শুনবা?
_না, মজা পাচ্ছি না।
_বুঝেছি তোমার মাথা এখনো ওয়াসিমকে নিয়ে পড়ে আছে।
সেটা বলছি।
আসলে নড়াইলে আসার পর, তোমায় আর অন্তিকাকে খাবার নিয়ে আসার সময় যে হুমকি দেওয়া হয়ে
সেটা ভালো করে জানতাম।
তাই পিছু নিয়েছিলাম।
এবং হলও তাই।
লোকটাকে চিনতাম না।
তবে গাড়ি নম্বরটা নিয়েছিলাম।
পরদিন সকালে তুমি দেখেছিলে একটা বাইকের শব্দে
দোড়ে চা দোকান থেকে রাস্তায় গিয়েছিলাম।
আসলে বাইকের নাম্বার মেলানোর জন্য।
শিওর হয়ে যখন পুলিশে গেলাম তখন তারা যে তথ্য দেয় সেটা হল বাইকের মালিক সুবুদ্ধিডাজ্ঞার অধিবাসি।
তুমি জানো, আমার এক বন্ধু পাজারখালি ডিসপেনসারি দোকান দিয়েছে।
ওকে কল দিলে ওর কাছে ডিটেলস নিলাম।
বাইকটা গত মাস খানেক আগে নলদী ইউনিয়ন এর
এক জনের কাছে সেল দেওয়া হয়েছে।
কিন্তু তার ডিটেলস সে জানে না।
তারপর তুমিতো জানোই গোপাল সিং যে তথ্য দিল
তাতে নলদি ইউনিয়নের দিকে ইংগিত দিচ্ছিল।
তাই, তখনি ইমনকে মেইল করেছিলাম গাড়ির নাম্বার সহ।
ইমন সব তথ্য নিয়ে সব কাজ আগে থেকে রেডি হয়ে গিয়ে ছিল।
কিন্তু গাড়িটা যে লোকের সে লোক গাড়ি চালান না।
চালান তার শালা অকিল।
সুমন লোকটাকে ওয়াসিমের ছবি দেখালে তিনি লোকটাকে অকিল বলে চিহ্নিত করে।
খেল ওখানেই খতম হয়ে যায়।
ইমন কোন অকিলের ঠিকান জোগাড় করে মোহাম্মাদপুর চলে যায়।
আমি শিওর হওয়ার জন্য পোষ্ট অফিস প্রযন্ত গিয়েছিলাম।
ইমন হাতে নাতে অকিল রুপি ওয়াসিমকে পেয়ে গিয়ে আমায় ফিট ব্যাকের সাথে তার রিলেটিভের বাইক পাঠিয়ে দেয়।
আমরা যাওয়ার অপেক্ষায় ছিল ইমন।
আসলে একেসে রিওর কোন অবদান নেই।
যা, করেছে সব, ইমন আর সুমন।
আমিতো জাস্ট, নড়াইল আসলাম আর একটা লোকের মৃত্যর কারন হলাম।
আসলে, সমস্যা হল আমার প্রফেশনে মায়া বা ভালবাসার কোন দাম নেই।
কিন্তু আজ কেন যেন এই ছেলেটার মৃত্যতে খারাপ লাগছে।
আসলে সানির প্রযন্ত পছানোর সময় এখনো আসেনি।
কিন্তু ঝরে যাচ্ছে আমার দেশের অনেক লোকের জীবন।
_তুমি পুলিশকে বলছ না কেন/? ভাগিনা।
_না, ইবু মামা।
সানির বিরুদ্ধে দাড় করানোর কোন প্রমান আমার হাতে আসেনি।
যদি এসে যায়, সেদিন বোঝাবো ওকে।
কত ধান আর কত চাউল…..
রিওর এই অপারকতা রিওকে যতটা না পোড়াচ্ছে,
তার থেকে বেশি বোড়াবে আমায়।
কারন, ভাগিনা হেরে গেছে এটা দেখার থেকে মরে যাওয়া শ্রেয়।
কিন্তু এটাতো বইয়ের গোয়েন্দা গল্প নয়;বাস্তব।আর বাস্তব কখনো কল্পনার মত সুন্দর হয় না।

…………………………….(সমাপ্ত)……………………………..

গল্পের বিষয়:
রহস্য
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত