গুনি জনেরা বলে পৃথিবীর সব চেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে বন্ধুত্ত,। এই কথাটা কত পার্সেন্ট ঠিক তা আমি জানিনা,
তবে সত্যিকার বন্ধুত্ত মরার আগে পর্যন্ত থাকে।আচ্ছা মরার পর যদি কিনা বন্ধুত্ত শেষ হয়ে যায় তাহলে এই বন্ধুত্তের মুল্য কি,,,!
কথা গুলো ভাবতে ভাবতে বিমান নামল দেশের মাটিতে।বিমান মাটিতে লেন্ড করার সময় একটা ধাক্কা খায় আর সেই ধাক্কায় ভাবনার ঘুর কেটে যায় রাহাতের।
(ও হ্যা রাহাত লন্ডনে এক ভার্সিটি তে উচ্চ শিক্ষার যন্য পড়াশুনা করছে।রাহাতের বাড়ি হচ্ছে খুলনাতে।
এই মাসের শেষ সময়ে তার লেখা পড়া শেষ করে দেশে আসে রাহাত।)
এয়ারপোর্ট এর বাইরে তার ফেমিলি দাঁড়িয়ে থাকার কথা ছিল তাকে রিসিভ করার জন্য,কিন্তু আশ্চর্য কেউ তো আসেনি।
অনেকটা অবাক হলো রাহাত।যেই বাইরে বের হলো গাড়ি করে বাড়ি যাবে তখন ই রাহাত দেখল তার বেস্ট বন্ধুটি দাড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছে।
(রাহাতের প্রিয় বন্ধুটির নাম আকাশ।আকাশ আর রাহাত ছোট বেলার বন্ধু এবং দুজনে একই সাথে পড়াশুনা করে বড় হইছে।
আকাশের বাড়ি রাহাতের বাড়ির পাশেই)
রাহাত:-কিরে আকাশ কেমন আছিস জানু,,,!বিয়ে টিয়ে করলি নাকি,,,?
আকাশ:-নারে দুস্ত তোকে ছাড়া ভাল কি করে থাকি বল,,!বিয়ে করিনি এখন তুই আসছিস দুজন নাহয় একসাথে বিয়ে করব,,,কি বলিস,,,?
রাহাত:-আমিও ভাল ছিলাম না দুস্ত আমাদের কাটানো খুশির দিন গুলির কথা খুব মনে পড়ত,,,,।আচ্ছা বাদ দে এখন আমি এসে গেছি আর যাব না তোকে ছেড়ে।
আকাশ:-সত্যি যাবি না তো,,,,?
রাহাত:-আরে নারে পাগল যাব না।চল এইবার দুজন মিলেই বিয়ে করব,,,,,!!
আকাশ:-আচ্ছা রাহাত তোর কি রিয়ার কথা মনে আছে,,,,,?
রাহাত:-কোন রিয়ারে,,,,??
আকাশ:-আরে যাকে কলেজ লাইফে বেশি ভালবাসতি,আমার চেও বেশি,,,হারামি ছিলি তো তাই,,,।
রাহাত:- ও আচ্ছা মনে পড়ছে।কেমন আছেরে সে,,,?
আকাশ:-ভাল এখনও তোর অপেক্ষায় আছে।
রাহাত:-বলিস কি,,,,!!!আচ্ছা বাড়ি থেকে কেউ আসেনি কেনো,,,,?
আকাশ:-তোকে আমার সারপ্রাইজ দেওয়ার বাকি ছিল তাই কেউ আসেনি,,,,,বাড়ির সবাই বললো আমি যেনো তোকে রিসিভ করে বাড়ি নিয়ে যাই।
রাহাত:-ও আচ্ছা ভালই করলি,,,,!!আমার না খুব ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিই।
আকাশ:-তোর সাথে কিছু কথা ছিল আকাশ,,,।
রাহাত:-বাড়ি গিয়ে বলিশ এখন একটু ঘুমাই।
রাহাত যেনো আর কিছুতেই জেগে থাকতে পারছেনা,গভির ঘুম দিল রাহাত।
বাড়ির কাছে গিয়ে ঘুম ভাংগে,কিন্তু আকাশ কই,,,!!চিন্তায় পরে গেলো।ড্রাইভার কে জিজ্ঞেস করল ড্রাইভার জানেনা।
এদিকে বাড়ির লোক তার জিনিশ পত্র গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেলো।
বাড়ি গিয়ে রাহাত আগে আকাশে কথা জিজ্ঞেস করল সে বাড়ি আসছে নাকি,,,?
সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে।ওর বাবা বলল আকাশ তো দু বছর আগে মারা গেছে।
রাহাত যেন আকাশ থেকে মাটিতে পড়ল।তাহলে ওর সাথে যে এতক্ষন ছিল,!
রাহাত কিছু বুঝে পারছেনা।কাউকে কিছু না জানিয়ে চুপ করে রইল,৮ঘন্টা তাহলে কি চোখের ভুল ছিল,,,,!!