রক্তমাখা ছোড়া

রক্তমাখা ছোড়া

কাঁসার ঘন্টার মত বেজে উঠলো জোরাল কণ্ঠস্বর ‘টুউউউউ বিইইইইই’ ‘কে?’ চমকে উঠলো কিশোর। শোনার জন্য রবিন আর মুসাও কান পাতল।

অর নট টুউউউ বিইইই ‘রবিন বললো,’কে জানি পদ্য বমি করছে!’ জুনের চমৎকার রোদেলা দিন।কোনো কাজ কর্ম নেই।বনের ভেতর ঘুরতে এসেছে তিন গোয়েন্দা।সাথে খাবার নিয়ে এসেছে।এখানে লাঞ্চটা সেরে ফেলবে।সবে খাওয়া শুরু করেছে,এ সময় এই কান্ড। ‘দ্যাট ইজ দি কোয়েশ্চেন’ বলে চলেছে কণ্ঠ টা। ‘না,না,পদ্ম বমি নয়’ ভুরু কুঁচকে বললো কিশোর।’হ্যামলেটের ডায়লগ।তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য,একটা পর আত্মহত্যা করতে চলেছে হ্যামলেট।’

‘মনে হয় কোনো হতাশ অভিনেতার কাজ’ ‘অভিনেতা না ছাই’ মুসা বললো।’আমারতো মনে হচ্ছে পাগল’ গমগম করে উঠলো কণ্ঠটা, ‘টু ডাই,টু স্লিইইপ,নো-মোর’ ‘অবাক কান্ড’ রবিন বললো। কিন্তু”চলো তো দেখি’,পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো কিশোর নদীর দিকে।অনিচ্ছাসত্ত্বেও রবিন তাকে অনুসরণ করলো। কণ্ঠটা বলছে, ‘ফর ইন দ্যাট স্লীপ অভ ডেথ হোয়াট ড্রীমস মে কাম”এবার সত্যি সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে’,মুসার কণ্ঠে অস্বস্তি।

নদীরেকটা বাকের কাছে পৌছে গেছে ওরা।সামনে একটা কাঠের সেঁতু।ঝুলে রয়েছে নদীর উপর।যেনো একটু পরেই ঝুপ করে খসে যাবে।খুঁটি গুলোর অবস্থা করুণ।সেতুর মাঝে কয়েকটা কাঠ নেই।কয়েক জায়গায় কাঠ খসে গিয়ে ঝুলছে।নাড়া লাগলেই খুলে পরে যেতে পারে,দ’পাশে দড়ির রেলিং।

নদীতে তীব্র স্রোত।মাথা খারাপ না হলে কোনো মানুষ ওই সেতু দিয়ে নদী পার করার চেস্টা করবে না।কিন্তু লোকটার মাথা খারাপ।চুল সব সাদা।কালো পোশাক পরনে।সেতুর মাঝখানে দাড়িয়ে আছে।চোখ আরেকদিকে। বললো, ‘ফর হুউ ঊড বিয়ার দা হুইপস এন্ড স্কনননস অফ টাইম”বদ্ধ উন্মাদ’, রবিন বললো।’কি বলে শুনছো?’

লোকটা দু’হাত উপর করে ফেললো।কিশোর তার চলার গতি বাড়াল।’শুনছি,হ্যামলেট এ-সময় তার জীবন শেষ করে দেয়ার কথা ভাবে”হোয়েন হি হিমসেল্ফ মাইক হিস কোয়ায়েটাস মেক উইথ’ ‘কি করার ইচ্ছে ওর?, বুঝতে পারছে না রবিন। ‘জানি না’ ‘অ্যা বেয়ার বডকিন’ ‘বেয়ার বডকিন টা আবার কি জিনিসরে বাবা!’ মুসার প্রশ্ন।

সেতুর দিকে দৌড়াতে শুরু করেছে কিশোর।’একটা ড্যাগার! ছুরি! লোকটা সত্যিই মনে হয় কিছু করবে!’ চেচিয়ে উঠলো মুসা, ‘না,না স্যার,কিছু করবেন না!! সব ঠিক হয়ে যাবে।’ চমকে ফিরে তাকালো লোকটা।তিন গোয়েন্দাকে আসতে দেখলো।মুখে অসংখ্য ভাজ।চেহারা বিধ্বস্ত,কিন্তু মাথার চুল সব ঠিক আছে,এলোমেলো নয়।একঘেয়ে গলায় বললো, ‘আমাকে বাচানোর চেস্টা করে লাভ নেই।সব শেষ হয়ে গেছে।আমি নিজের হাতে আমার জীবন দিয়ে দেবো। ঝট করে একটা ছুরি বের করলো।তুলে আনলো বুকের উপর। কিশোর বুঝলো সেতুতে চড়ার সময় নেই।নদীর কাদাটে ঢালু পারে ধপ করে বসে পিছলে নেমে গেলো একটা খুটির কাছে।

‘ইন্টু দা গ্রেট এভারলাস্টিং আই কমেড মাই স্পিরিট’, ভারী গলায় চিঠকার করে ছুরিটা বুকে বসানোর জন্য তৈরি হলো লোকটা। ‘নাআআআ’, গলা ফাটিয়ে চেচিয়ে উঠলো রবিন। নড়বরে খুটিটা দ’হাত দিয়ে চেপে ধরলো কিশোর।গায়ের জোরে ঝাকাতে শুরু করলো।ক্যাচক্যাচ করে দুলে উঠলো সেতু।তাল সামলাতে না পেরে তাড়াতাড়ি একদিকের দড়ির রেলিংক ধরে ফেললো লোকটা।ঝুকে থাকা তক্তা খসে পরলো পানিতে। ঝাকিয়েই চলেছে কিশোর।মরাঠ করে ভাঙলো সেতুর একটা বীম।পুরোনো আরেকটা বীম ভার রাখতে পারলো না,ভেঙে গেলো ওটাও।বিকট শব্দ করে ঝটকা দিয়ে পরে গেলো এক প্রান্ত।দড়িটড়ি কোনো কিছু ধরেই আর লাভ হলো না।ঝপামগ করে পানিতে পরলো লোকটা।ছুরিটা তখোনো ধরে রেখেছে শক্ত করে।

ডুবে যাওয়ার আগে লোকটির রক্ত পানি করার চিৎকার প্রতিধ্বনি তুললো নদীর দুই তীর আর পাহাড়ে।মাঝপথে থেমে গেলো চিৎকারটা।যেনো গলা টিপে থামিয়ে দেয়া হলো।আতঙ্কিত মুসা দেখলো,লোকটি স্রোতে ভেসে আসছে তার দিকে।’চলে যাবে! মরবে! পাথরে বাড়ি খেয়ে মরে যাবে!’ মুসার কথা কানে গেলো কিনা বুঝা গেলো না,তবে কোনো রকমে মাথা তুললো লোকটা।’বাঁচাও! আমাকে বাঁচাও! আমি সাঁতার জানি না’ নাকে মুখে ঢুকে গেলো মনে হয়। প্রায় একই সঙ্গে পানিতে ডাইভ দিলো তিন গোয়েন্দা।মাথা তুললো লোকটা,আবার ডুবে গেলো।এরই মাঝে পলকের জন্য নজরে পরলো তার আতঙ্কিত দৃষ্টি।তীব্র স্রোত ঠেলে তার কাছে পৌছলো ওরা।হাত দিয়ে কাঁধ ধরতে গিয়েও ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলো মুসা।আরেকটু হলেই তার গাল চিরে দিত ছুরির তীক্ষ্ণ ফলা। ‘কাছেতো যেতেই পারছি না!’ বললো সে।

‘শান্ত হোন স্যার’ শান্ত কণ্ঠে বললো কিশোর।’হাত নড়ানোর চেস্টা করবেন না।চুপচাপ ভেসে থাকার চেস্টা করুন।’ ‘আমি আমি সাঁতার’ আবার ডুবে গেলো লোকটা। লোকটা সহযোগিতা করতে পারবে না,সে চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে,বুঝলো মুসা।হঠাৎ চার হাত-পা দিয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে আগে বাড়লো,লোকটার বুক জড়িয়ে ধরলো।লাথি দিয়ে, ঝারা দিয়ে নিজেকে যেন ছাড়ানোর চেস্টা করলো লোকটা।অনিশ্চিত ভাবে ছুরিটা নারাচ্ছে। ‘সাবধান!’ চেচিয়ে মুসাকে সাবধান করলো কিশোর।

ডান হাতে লোকটিকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে লোকটার ডান কবজি চেপে ধরলো মুসা।একটা বিশেষ দুর্বল জায়গায় বুড়ো আঙুল দিয়ে চাপ দিতেই নিমিষে খুলে গেলো ছুরি ধরা আঙুল গুলো।ছুরিটা পরে গেলো পানিতে।ইতিমধ্যে দুর্বল হয়ে এসেছে লোকটা।নড়াচড়া আর তেমন করছে না।তাকে নিয়ে সাঁতরে তীরে উঠার চেস্টা চালাল মুসা।মাত্র ৫০ মিটার দূরে রয়েছে চোখা পাথরের দেয়াল,দু’পাশ থেকে চেপে এসেছে,মাঝের সরু ফাঁক দিয়ে বয়ে চলেছে পানি।লোকটাকে নিয়ে ব্যস্ত থাকায় মুসা দেখলো না সেটা,কিন্তু রবিনের চোখ বড় বড় হয়ে গেলো।

‘ছেড়ে দাও মুসা,ছেড়ে দাও! তুমিও মরবে ‘জলদি এসে ধরো,একলা পারছি না!’ কিছুতেই কথা শুনবে না মুসা।অন্য দুজন প্রাণপণে সাঁতরে এগোল।কনো মতে কাছে এসে চেপে ধরলো লোকটার হাত। তিঞ্জনে মিলে টেনেটুনে তীরের কাছে নিয়ে আসলো লোকটাকে।চোখ মুদে রয়েছে সে।বেঁহুশ হয়ে গেছে মনে হয়।তাড়াতাড়ি লোকটার মুখে মুখ রেখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের চেস্টা চালাল কিশোর।

কিছুক্ষণ পর কেশে উঠলো লোকটা।’আ-আমি…কো-ক্কোথায়?’ চোখ মেলল লোকটা।ঘোলা দৃষ্টি।শুণ্য চাহনি।ঠিক হয়ে এল ধীরে ধিরে।’আমি বেঁচে আছি,তাই না?’

‘আছেন।অল্পের জন্য বেঁচে গেছেন’ বললো কিশোর।’সময় খারাপ যাচ্ছে নাকি আপনার?’ ‘খারাপ?’ বিরবির করলো লোকটা।দুর্বল কন্ঠ,কিন্তু রাগ চাপা পড়লো না।বললো,’শুধু খারাপ বললে কম হবে।কোনমতে জীবনটাকে টিকিয়ে রেখেছি আমি।’ আস্তে। আস্তে।’ হাত নাড়লো কিশোর।’আপনি কে?এখানে কি করতে এসেছেন?’

‘আমি একজন বিপদে পড়া মানুষ,স্যার’ নাটক করতে করতে যেন নাটকীয় ভাবে কথা বলার অভ্যাস হয়ে গেছে।মাথা ঝারল,যখন রবিন তাকে উঠে বসানোর চেস্টা করলো।’নাম আমার নিভার ব্রাওন’।চোখ নামিয়ে রাখলো বিশন্ন ভঙ্গিতে।’হ্যা,থিয়্যেটার আর সিনেমার নিভার ব্রাওন।চমকে গেলেতো?’

কারো থেকে জবাব না পেয়ে মুখ তুলে দেখলো ওদের শুন্য দৃষ্টি।’আর্ট ফিল্ম বোধ হয় দেখো না তোমরা?’ মাথা নারলো তিন জনেই। ‘তাহলে আর চিনবে কিভাবে? পচা নাটক আর সিনেমা দেখলে আমাকে চেনার কথা নয়। যাকগে! এখন আমার কয়েকটা প্রশ্নের জবার দাও তো।কেনো বাককধা দিলে আমাকে?’

‘আত্মহত্যা করা একটা অপরাধ, মিস্টার ব্রাউন,’ কোমল গলায় বলল রবিন।’আপনার প্রইবারের কথা ভাবুন কঠিন হয়ে গেলো লোকটার ধুসর চোখজোড়া, দৃষ্টি যেনো ধারাল ছুরির মোট ভেদ করে ঢুকে গেলো রবিনের অন্তরে।’পরিবার? সেই চরিত্রহীন মেয়েটার কথা বলছো, যে আমাকে ফাকি দিয়ে পালিয়ে গেছে হলিউডের ফিল্ম এডিটরের সাথে! ‘স-সরি মিস্টার ব্রাউন,আমি সতিই দুঃখিত’ ‘আরে শোনোই না, আমার দুঃখের ইতিহাস শুরুইতো করিনি এখোনো।আর্ট ফিল্ম আর খুব একটা হয় না আজ কাল, ফলে আকজ পাওয়া যায় না।একজন নিয়মিত একটা বেতন দিয়ে যাচ্ছিলেন, এখন সেটাও গেছে।তাছাড়া যদি মনের খোরাকই চলে গেল একজন মানুষের, বেককচে থাকার আর কি অর্থ,বলো?’ আশপাশ মাটিতে চোখ বোলাল সে। ‘আমার ছুরি কই?’

পানির তলায়’ কিশোর জানালো।’নদীতে।শুনুন,ওসব পাগলামির চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে আসুন। গাড়ি আছে।বাড়ি পৌছে দেবো।বিশ্রাম নিলেই মাথা ঠান্ডা হয়ে যাবে।আপনি এখন ভীষন উত্তেজিত হয়ে আছেন।’ ‘হবে না! হবে না! ছুরিটা হারিয়ে মনটা আরো খারাপ হয়ে গেছে।ওই ছুরিটা আমাদের পারিবারিক সম্পত্তি।আমার বাবার বা,তার বাবা,তার বাবার কাছ থেকে এসেছে! করলে কি তোমরা! আমাকেতো মরে বাচতে দিলেই না, মাঝখান থেকে ওই পারিবারিক সম্পত্তিটা হারালাম।’ দুই সহকারির দিকে তাকালো কিশোর।তার পর ধরে তুললো ব্রাউন কে।কিছুতেই যাবে না লোকটা।শেষে অনেকটা হাল ছেড়ে দেয়ার ভান করে ধুরে দাড়ালো তিনজনে। পাহাড় বেয়ে উঠতে শুরু করলো। একবার দ্বিধা করে পিছু নিল ব্রাউন। আভিযোগের পর অভিযোগ করতে লাগল।সমস্ত দুনিয়ার উপর তার ধৃণা জন্মেছে। তবে থামলো না আর।বন পেরিয়ে এসে দাড়ালো মুসার ভটভটানি জেলপি গাড়ির কাছে।

ট্রাঙ্ক থেকে উলের একটা শাল বের করলো মুসা। ব্রাউনের দিকে বাড়িয়ে দিলো। ভেজা শরীরে জড়িয়ে নিতে বললো লোকটাকে। মুসা যখন ইঞ্জিন স্টার্ট দিল; শাল জড়ানো, এমনকি পিছনের সিটে রবিনের পাশে উঠে বসার কাজটাও সমাপ্ত হয়েছে লোকটার, ফোপাতে আরম্ভ করলো, যেনো কত কষ্ট ‘প্লিয মিস্টার ব্রাউন,’ মুসা বললো।’সব ঠিক হয়ে যাবে।এত ভেঙে পড়ার কিছু নেই।কোথায় থাকেন, বলবেন?’ ‘নাইনটি ফোর লেকভিউ এভিন্যু!’ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছলো বেচারা।’আমার জীবন যখন রাক্ষাই করলে,তাহলে আরেকটু উপকার করো।আমাকে দয়া করে একটা টিস্যু পেপার দাও’ একটা টিস্যু পেপার বের করে দিল কিশোর।

গাড়ি চালিয়ে রকি বীচের এক পুরোনো অঞ্চলে ঢুকলো মুসা।শহরতলি দিয়ে চলেছে।সারা দুনিয়ার প্রতি একনাগাড়ে অনর্গল অভিযোগ করেই চলেছে ব্রাউন। ‘মিস্টার ব্রাউন!’ আর সইতে না পেরে তীক্ষ্ণ কণ্ঠে বললো মুসা।’একটু থামবেন?আমি গাড়ি চালাতে পারছি না মাছ ধরার সরঞ্জামের এক দোকানের পরেই তীক্ষ্ণ এক মোড়।উইন্ডশীল্ডের ওপাশে চোখ পড়তেই রক্ত ঠান্ডা হয়ে গেল ব্রাউনের।’সাবধান!’ চিৎকার করে উঠলো কিশোর।ভূল সাইড দিয়ে ধেয়ে আসছে একটা লাল স্পর্ট কার।নাক বরাবর ছুটে আসছে যেনো ওদের ধরার জন্যই।

শাই করে ডানে স্টিয়ারিং কাটলো মুসা।নাকের একপাশ দিয়ে একটা গার্ড রেইলে গুতো মারলো গাড়িটা।প্রচন্ড ঝাঁকুনি খেলো।টায়ারের কর্কস আর্তনাদ তুলে পাশ দিয়ে প্রায় গা ছুঁয়ে পাশ কাটালো লাল ল্যাম্বরগিনি গাড়িটা। বিচ্ছিরি একটা ধাতব আওয়াজ ভরে দিল যেন বাতাসকে।পথের পাশে গাড়ি থামিয়ে দিল মুসা।ফিরে তাকিয়ে দেখলো একটা টেলিফোন বুদে ধাক্কা খেয়েছে লাল গাড়িটা। ‘ঠিক আছো তো?’ জিজ্ঞেস করলো কিশোর। ‘আছি। উফ! বড় বাঁচা বেঁচেছি!’ মুসা বলে উঠলো। দরজা খুলে লাফিয়ে লাল গাড়িটার দিকে দৌর দিক তিন গোয়েন্দা।ক্ষতি তেমনটা হয়নি, শুধু মাত্র সামনের দিকের একটু ছাল উঠে গেছে।

‘আমিও ভালো আছি,বুঝলে!’ জানালা দিয়ে উঁকি দিয়ে চেচিয়ে বকে উঠলো ব্রাউন।’কিছুই জজ্ঞেস করলে না আমাকে! আমার জীবনের কি কোনো দামই নেই?’

কানেও তুললো না তিন গোয়েন্দা।ওরা গাড়ির কাছাকাছি চলে এসেছে, এ সময় খুললো বাঁ পাশের দরজা।শুনা গেলো তীক্ষ্ণ মেয়েলী কণ্ঠ,’এই! দেখে শুনে গাড়ি পাঠাতে পারো না?’

গাড়ি থেকে নেমে এল এক তরুণী।বয়সে ওদের থেকে এক-আধ বছরের বড় হতে পারে।লাল চুল।গলার তিনটে সোনার হারকে ঠিক করলো।হাত দিয়ে ডলে সোজা করে নিল আটো জাম্পসুটের ভাঁজ।নাকে সানগ্লাস বসানোর আগে একবার বিষদৃষ্টি হানলো কিশোর, মুসা আর রবিনের উপর।তারপর গটমট করে এগিয়ে এল।কিশোরের কেমন চেনা চেনা লাগলো মেয়েটাকে। ‘দেখো, আমার গাড়ির কি অবস্থা করেছো!’ ধমক দিল মেয়েটা। ‘এক্কেবারে শেষ।’ ‘না, খুব একটা ক্ষতি হয়নি,’ বললো মুসা।’কিন্তু দোষটাতো আপনার ‘তোমার দোষ’ ‘দোষ যারই হোক,’ মেয়েটাকে শান্ত করার চেস্টা চালাল কিশোর,’এখন আর বলে লাভ নেই।আর গাড়ির যা কিছু ক্ষতি হয়েছে, তারও চিন্তা নেই।বীমা কম্পানিই যা করার করে নেমে।তবে, আসল প্রশ্নটা হলো, আপনার কোনো জখম-টখম হয়নি তো?’

দাঁত খিচিয়ে উঠলো মেয়েটা,’তোমাদের চাদমুখ দেখার আগেতো ঠিকই ছিলাম।কি যে বিপদের ফেলে দিলে! এখন গ্যারেজে খবর দিতে হবে।ট্যাক্সি নিয়ে যেতে হবে আমাকে।এমনিতেই দেরি হয়ে গেছে।ভালো ঝামেলা বাধিয়েছো।’ আবার ড্রাইভিং সিটের কাছে গিয়ে দাড়াল সে।ভেতর থেকে বের করলো একটা মোবাইল টেলিফোন।কিশোর মনে করার চেস্টা করছে, মেয়েটাকে কোথায় দেখেছে। ‘হ্যাল্লো মারলিন’ ফোনে বললো মেয়েটা,’হ্যাল্লো,আরে জোরে বলোনা! হ্যা হ্যা,আমি ডায়না ডায়না! কি!!’ হতাশ হয়ে টেলিফোনটা যেন ছুড়ে ফেলে দিল।’এখন যাই কি করে! হাটব!’ ‘দৌরে যাও!’ মুখে প্রায় এসেছিল কথাটা মুসার।কিন্তু বললো না।তার বদলে বললো,’আমাদের গাড়িতে যাবে?’

‘তুমি চালাবে!’ তিক্ত কণ্ঠে বললো মেয়েটা। ‘হ্যা’ ‘যেতে পারি, তবে যদি শুধু ও চালায়’ বুড়ো আঙুল দিয়ে কিশোরকে দেখাল ডায়না।’কারণ আমার মনে হচ্ছে ও ভালো চালাবে।তোমাকে বিশ্বাস করতে পারছিনা আমি।আবার গুঁতো লাগাবে কারও গাড়ির সঙ্গে।’ কিশোরের দিকে এক অদ্ভুদ চাহনি দিয়ে কাঁধ ঝাকাল মুসা।ফিরে চললো গাড়ির কাছে। মুচকি হাসলো রবিন। মেয়েটার বেপারে কৌতুহল বেরে গেছে কিশোরের।কোথায় যে দেখেছে।ডাকলো,’আসুন’ ঝাকুনি দিয়ে মুখের উপর এসে পড়া সিল্কের মত নরম লালচুল গুলো সরিয়ে নিল ডায়না।এগোল মুসার গাড়ির দিকে।  ‘আপনাকে চিনে ফেলেছি আমি!’ হলে উঠলো কিশোর।’আপনি ডায়না মারগান।পেপারে পড়েছি পার্সনালিটি ম্যাগাজিনে,’ কিশোরের বাক্যটা শেষ করে দিক ডায়না।’হ্যা,আমিই সেই মেয়ে।উদ্ভট আর্টিকেল,তাই না! হেডিং টা কি দিয়েছে!পড়লেই গা জ্বলে উঠে।ওটা একটা লেখা হয়েছে?গরু ছাগল কতগুলাকে নিয়ে ভরেছে পত্রিকা অফিসে।আহারে,আমার জন্য কি দুঃখ ওদের।আমার বাবা-মায়ের অকাল মৃত্যুতে কেদে অস্থির।মায়ের চেয়ে মাসীর দরদ বেশি।যত্তসব।’

কাছেই একটা ফোন বুদ দেখে এগিয়ে গেক ডায়না।ফোন সেরে ফিরে এসে উঠলো গাড়িতে,সামনের প্যাসেঞ্জার সিটে।এমন ভঙ্গি করলো,যেন মিউনিসিপ্যালিটি ময়লা গাড়িতে উঠেছে।নাঁক কুচকে আদেশ দিল কিশোরকে, ‘রকি বীচ মিউজিয়ামে যাও।জলদি।’ পিছনের সিটে তখন একেবারে গুটিয়ে গেছে ব্রাউন।মুসার দেয়া শাল দিয়ে ঢেকে ফেলেছে আপাদ্মস্তুক।মুখ দেখা যায় না। সাংলাসের ভেতর দিয়ে তাকে দেখলো ডায়না।’কি ব্যাপার।রগী নাকি?কি রোগ?এইডস?’

ব্রাউনের প্রতিক্রিয়া খুব একটা হলো না।সামান্য শুধু নড়েচড়ে বসলো শালের তলায়।তার পাশে গাদাগাদি করে বসলো মুসা ও রবিন। ‘না,রোগী না’ জবাব দিল কিশোর।’আসলে অনেক দুর্বল।তা, মিউজিয়াম কেনো?মরগানদের কালেকশন চেক করা হচ্ছে।?’

মুখ দিয়ে বিচিত্র এক শব্দ করলো ডায়না।’চেক-ফেক না।যেখানকার জিনিস,সেখানে ফিরিয়ে নেয়া হচ্ছে।”তাই নাকি!’ আগ্রহ দেখাল কিশোর।’পারসোনালিটি তো বলছে,মিউজিয়ামের অর্ধেক জিনিসই নাকি আপনাদের?নিয়ে গেলে খালি হয়ে যাবে তো।’ তা যাবে,পত্রিকা ভুল তথ্য দিয়েছে।অর্ধেক নয়,ষাট ভাগই আমাদের।এখন ওগুলো সব আমার সম্পত্তি।মিউজিয়ামে ফেলে রাখার পক্ষপাতি নই আমি।বাড়ি সাজাবো।নিজের বাড়ির দেয়ালে ঝুলাব পেইন্টিংগুলো।ওদেরকে দিয়ে রাখবো কেনো শুধু শুধু?’

অর্ধেকের বেশী জিনিস চলে যাবে দেখে মিউজিয়ামের কিউরেটরের মুখ কেমন হবে,আন্দাজ করার চেস্টা করলো কিশোর। নিজের চোখেই দেখতে পেল খানিক পরে।মিউজিয়ামের কাছে চলে এসেছে গাড়ি।দেখা গেলো,বাড়িটার পাশে একটা ট্রাক দাড়িয়ে আছে।ওটার পেছনে জড় হয়েছে ৫-৬ জন লোক।চারজনের পরনে ধুসর রঙের ইউনিফর্ম।বড় একটা বাচ ট্রাকে ওঠাবোর চেস্টা চালাচ্ছে।পঞ্চম জনের গাট্টাগোট্টা শরীর,নীল সুট পড়েছে,চোখে সরু তারের চশমা।বার বার হাত নেড়ে কি যেন বুঝানোর চেস্টা করছে,রাগে লাল হয়ে গেছে চোখমুখ।পাতলা হয়ে আসা সোনালি চুলের কয়েকটা গোছা এসে লেপটে রয়েছে ঘামে ভেজা কপালের উপর।লোকগুলোকে কাজ থেকে,অর্থাৎ ট্রাকে বাক্স তোলা থেকে ত?থামানোর চেস্টা করছে।

‘এটাই মনে হয় শেষ বাক্স,’ আনমনে বিরবির করলো ডায়না।হুকুমের সুরে কিশোরকে বললো,’আহ!তাড়াতাড়ি চালাও না!মোটোর সঙ্গে কথা বকা দরকার।’ধনুকের মত বাঁকা ড্রাইভওয়ে ধরে বাড়িটার পাশে এনে গাড়িটা রাখলো কিশোর।একটানে দরজা খুলে লাফিয়ে নামলো ডায়না।’কি হলো জুভেনার,ওদের ধমকাচ্ছেন কে নো?’

রুমালল দিয়ে কপালের ঘাম মুছলো লোকটা।সরে যাওয়া চশমাটা ঠেলে দিল নাকের উপর।’মিস মরগান,আপনার নিশচই মনে আছে এই জিনিস গিলো মিউজিয়ামকে দান করে দেয়া হয়েছে।তিরিষ বছর আগে দলিলল সই করে দিয়েছেন আপনার দাদা।কিউরেটর হয়ে কি করে আমি এগুলো নিয়ে যেতে দেই?

অসহিষ্ণতা চলে গেছে ডায়নার।শান্তকণ্ঠে বললো,’জুভেনার,আপনিই বলেছেন দলিলটা পাওয়া যাচ্ছে না।ছিল যে তার ঠিক কি?’

‘ছিল,নিশ্চই ছিল! খুঁজে বের করার জন্য সময়তো দিবেন?গতবছর আগুন লেগেছিল,এটাত জানেন।সমস্ত পুরোনো ফাইল সরিয়ে ফেলা হয়েছিল ‘ওসব কথা অনেক শুনেছি,’ বাধা দিল ডায়না।আমার বাবার উইলের কপি আপনি দেখেছেন।জিনিস গুলো আমার সম্পত্তি এবং আমি এগুলো ফেরত চাই।এত দামী দামী ছবি,শিল্পকর্ম,চাইলেইকি পাওয়া যায়?আর ওসব জিনিস ছাড়া মিউজিয়াম বাতিল।’

মোলায়েম হেসে পরিবেষ ঠান্ডা করতে চাইলো ডায়না।কিশোর যতটা মাথামোটা ভেবেছিল মেয়েটাকে,ততটা বোকা সে নয়।বরং বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতি। ‘আহহা,এত মন খারাপ করছেন কেন? বললো ডায়না।অন্য ভাবেওতো ভেবে দেখতে পারেন।তিরিশটা বছর ধরে অন্যের জিনিস দিয়ে মিউজিয়ামের অনেক নাম কামিয়েছেন,এটা কি কম কিছু?’

ওগুল রাখতে পারলেই খুশি হব আমি।আপনি অত্যন্ত অন্যায় কাজ করছেন।আপনার বাবাও মেনে নিতেন না এটা।লোকটাকে ঠেলে সরানোর চেস্টা করলো চারজনের একজন।’আহহা,মিস্টার জুভেনার,কি শুরু করলেন!ভীষন ভারী এটা।সরুন,জায়গা দিন।ম্যাডাম যা বলছেন তা শুনুন।’

‘না,নিতে হলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে!’ ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিতে গেল জুভেনার। আরেকজনের পায়ে পা বেধে উল্টে পরে গেল লোকটা।গেল রেগে।গাল দিয়ে লাফিয়ে উথে ঘুষি মারল জুভেনারের চোয়ালে। পরে গেল জুভেনার।

কিউরেটরকে পরে যেতে দেখে এগিয়ে এল মিউজিয়ামের তিনজম সহকর্মী।এসেই যে লোকটা জুভেনারকে ঘুষি মেরেছে,তার পেটে ঘুষি চালাল একজন।আরেক ঘুষি মেরে ফেলে দিল বাক্সের উপর। চোয়াল ডলতে ডলতে চিৎকার করে উঠলো কিউরেটর, ‘এই,কি করছো নিক!ওতা রডিনের স্ট্যাচু!ভাঙবেতো!’

তার চিৎকার কানেই তুললো না কেও।পাইকারি মারামারি শুরু হয়ে গেছে।মিস মারগানের শ্রমিক বনাম মিউজিয়ামের কর্মচারী।টেনে হিচরে বাক্স সরাতে ব্যস্ত হয়ে পরলো জুভেনার। এত দ্রুত ঘটে গেল ঘটনা,কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেল কিশোর।তারপর সংবিৎ ফিরল।’দেখি,থামাই!রবিন,জলদি পুলিষকে ফোন করো।আর মুসা,তুমি আমার সাথে এসো,’বলেই দৌড় দিল সে।

একজন শ্রমিকের উপর থেকে নিককে টেনে সরিয়ে আনলো মুসা।ঘুরে তাকিয়ে দেখলো,ঘুষি পাকিয়ে তারই দিকে দৌড়ে আসছে আরেকজন শ্রমিক।ঝট করে মাথা নিচু করে ফেলল সে।ঘুষিটা চলে গেল তার কাঁধের উপর দিয়ে।সোজা হয়েই জ্যুজিৎসুর প্যাচ মেরে মাটিতে ফেলে দিল লোকটাকে। আরে থামুন,থামুন আপনারা! শুরু করলেন কি!’চেঁচিয়ে উঠলো কিশোর।

কিন্তু কে শোনে কার কথা।পেছন থেকে এসে তাকে জাপটে ধরলো মিউজিয়ামের এক কর্মচারী।মাটিতে ফেলে দেয়ার চেস্টা করলো কিশোরকে।পারল না।কারাতের প্যাচে কুপোকাৎ হল।চোখ বড় বড় হয়ে গেছে ডায়নার,এরোকম কিছু হবে আশা করেনি।ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে মুসার গাড়িটার দিকে।কিছুক্ষণ পরে সাইরেনের শব্দ যেন মধু বর্ষন করলো কিশোরের কানে।পুলিশের সাইরেন।ড্রাইভোয়ের দিকে ঘুরে তাকাল সে।দুটো গাড়ি চোখে পড়লো।পুলিশের।আগেরটাতে ড্রাইভারের পাশে অফিসার পলম্যান কে দেখতে পেল।

ব্যাস,ব্যাস,অনেক হয়েছে। বাতাসে ছড়িয়ে পরলো যান্ত্রিক কণ্ঠ।মেট্রোল কারের মেগাফোনে কথা বলছে পল।পুলিশের আদেশ অমান্য করার সাহস হলো না কারও।লড়াই থামিয়ে দিয়ে চুপচাপ দাড়িয়ে থাকলো,যেন গোবেচারা,কিচ্ছু করেনি। গাড়ি থেকে নেমে এল পল ও তার সহকারি।আরেকদিক থেকে এল রবিন।ফোন করতে গিয়েছিলো রাস্তার মোরের এক ফোন বুদে।ভ্যান থেকে নেমে লাফাতে লাফাতে আসলো মুসা।

‘মিস্টার জুভেনার,’বলে উঠলো পল।’কি হচ্ছে এখানে?মাল গুলো কার?মারগানদের না?’

‘হ্যা,’ জবার দিল জুভেনার।’জোর করে নিতে এসেছে এই লোকগুলো। নাকি জোর করে রেখে দিতে চাইছেন?মিসেস মারগানের সাথে আমার আগেই কথা হয়েছে।দলিল যতক্ষণ না দেখাতে পারছেন,জিনিস গুলো রাখতে পারছেন না আপনি।বাধা দেয়ার কোনো অধিকার নেই।

গল্পের বিষয়:
রহস্য
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত