নাগমনির রহস্য

নাগমনির রহস্য

পাল রাজ্যের রাজা বিজয় পাল যেমন বুদ্ধিমতী তেমন শক্তিশালী।তিনি কোনও অন্যায় কাজকে সহ্য করতেন না।এককথায় বলা যায় তার রাজ্যে কোনও অন্যায় কাজ চলতো না।তিনি গরিব অসহায়দের সবচেয়ে বেশি ভালোবাসতেন। প্রতিদিন তাদের খাদ্য বিতরন করতেন।তাই তার রাজ্যে সবার মুখে হাসি আর আনন্দে ভরে থাকত।বিজয় পালকে সবাই দেবতার মতো সম্মন করত।বিজয় সঠিকভাবে রাজ্য চালনা করতে পেরে অনেক খুসি।

বিজয় পালের একটি ছেলে আছে।নাম জয় পাল।ঠিক রাজার মতো শক্তিশালী,সাহসী এবং মানবসেবী।আজ পর্যন্ত কোও যুদ্ধে পরাজিত হয়নাই।

জয়ের বন্ধু অর্জন।সবসময় জয়ের সাথে থাকে।একই সাথে দুইজন পড়া-লেখা করে।অর্জন গরিব ঘরের সন্তান হলেও রাজা বিজয় পাল ও রানী সালমা তাকে জয়ের মতো ভালোবাসত।জয় রাজার ছেলে হলেও অর্জনের বাড়ীতে প্রতিদিন পান্তা ভাত খায়।এই ভাবেই পাল রাজ্য সুখে চলত।কিন্তু এই সুখ বেশি দিন রইল না।এক কালে অভিশাফ নেমে এল পাল রাজ্যে–

এক কালে অভিশাফ নেমে এল পাল রাজ্যে।এক যাদুকর পাল রাজ্যের সব কিছু চারখার করে দিতেছে।যাদুমন্ত দিয়ে মানুষকে পাথরের মুর্তি বানিয়ে ফেলে।যাদুকরের ভয়ে প্রজারা ঘর থেকে বের হতে সাহস পায় না।যাদুকরটি বিকট হাসি দিয়ে বলে,আমি এসে গেছি যাদুকর অজয়।পাল রাজ্যকে শেষ করে দিব হা হা হা।
জয় ও অর্জন রাস্তা দিয়ে আসার সময় যাদুকরের সামনে পড়ে।যাদুকরকে দেখে অর্জন ভয় ফেয়ে গেলেও জয় কিন্তু ভয় পাইনী।
জয়:কে তুমি? তোমাকে তো আগে কখন দেখিনী
অজয়:আমি যাদুকর অজয়।এই পাল রাজ্যকে শেষ করে দিতে-এই কথাটা শেষ হওয়ার আগেই-
জয়:তোমার সাহস তো কম নয়।তুমি আমার সামনে পাল রাজ্য শেষ করার কথা বলছো।আমাকে চেন!আমি হলাম রাজকুমার জয় পাল।এই বলে জয় তার তলোয়ার বের করে যাদুকরের সামনে ধরল।অজয় যাদুমন্ত দিয়ে জয় এবং অর্জনকে পাথরের মুর্তি বানিয়ে ফেলতে ছেয়ে বানাতে পারল না।যাদুকর অজয় মনে মনে বলে,না এদেরকে মারা যাবে না।এরাই আমার লক্ষ হাচিলের মূল হাতিয়ার।এই বলে যাদুকর অদৃশ্য হয়ে চলে যায়।অর্জ হাসি দিয়ে বলে,জয় মনে হয় যাদুকরটা তোকে ভয় ফেয়ে পালিয়ে যায়।
জয়:না এর পিছনে নিশ্চয় অন্য কোও কারন —–

জয়:না এর পিছনে নিশ্চয় অন্য কোনও কারন আছে
অর্জন:তাপরে চিন্তা করা যাবে।এখন রাজপ্রসাদে চল।এইবলে,জয় ও অর্জন রাজপ্রসাদের দিকে রওনা দিল।
এইদিকে রাজার এক দূত..
দূত:মহারাজ একটা বড় সর্বনাস হয়েগেছে
বিজয়:কি সর্বনাস হলে দূত?
দূত:মহারাজ,এক যাদুকর এসে এই পাল রাজ্যকে শেষ করে দিতেছে,যাকে পায় তাকেই পাথরের মুর্তি বানিয়ে ফেলে।প্রজাদের ঘর-বাড়ি,গাছ-পালা ভেঙ্গে ফেলে।এবং কি প্রজাদের সামনে থেকে খাদ্য অদৃশ্য করে ফেলে
বিজয়:কি!যাদুকরের এত বড় সাহস, আমার রাজ্যে এসে আমার প্রজাদের উপর আক্রমন করে।সেনাপতি!
সেনাপতি:হুকুম করুন মহারাজ।
মহারাজ বিজয়:যাও যেভাবে পার ঐ যাদুকরকে ধরে নিয়ে আসো।

জয় ও অর্জন রাজপ্রসাদে প্রবেশ করলে,
রানী সালমা:এত দেরি হলে কোনও ফিরতে।
অর্জন:রানীমা,আসার সময় এক যাদু…জয়ের দিকে তাকিয়ে আর বলতে পারলো না
রানী সালমা:কি হয়েছে বলচিস না কোনও।
জয়:তেমন কিছু হয়নী মা।
বিজয়:জয়,সত্য করে বল কি হয়েছে?
এর পর জয় সবাইকে সব কথা বলে
রানী সালমা:অপর অলার অসীম দয়া যে তেদের আমার কাছে ফিরিয়ে দিছে।সুনচী ঐ যাদুকর নাকি যাকে পায় তাকেই মুর্তি বানিয়ে ফেলে।এমন সময় ঐ—-

গল্পের বিষয়:
রহস্য
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত