রাজকুমারী ও রাখালপ্রকাশিত হয়েছে : অক্টোবর 8, 2017গল্প লিখেছেন : সায়ন্ন্যা দাশদত্ত কিছুই ভালো লাগছে না রাজকুমারীর। আকাশে সোনা রংয়ের রোদ্দুর। গাছে গাছে মিষ্টি পাখি। এ ডাল থেকে ও ডাল। এই পাতা থেকে ওই খানে লাল হলদে ফুলের ভেতর। কাঠবেড়ালি দৌড়ে চলে গেলো ওই উঁচু ডালে। বাগানে…