যখন বৃষ্টি এলপ্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর 27, 2017গল্প লিখেছেন : শরিফুল ইসলাম ভূঁইয়া ভরদুপুরে ফোনালাপে মগ্ন মহল্লার দুই ভাবি। ‘ভাবি, কী গরমটা পড়ছে দেখছেন?’ ‘গরমের কথা আর বলবেন না, ভাবি! জানটা এক্কেরে শ্যাষ! আকাশ ভাইঙ্গা বিষ্টি না নামলে আর মুক্তি নাই।’ ‘বিষ্টি নামব ক্যামনে, কন? বিষ্টি হইল রহমতের…