আন্দামান

আন্দামান

মা, যেদিন তোমার বাঁধন ছিড়ে চলে এলাম অথৈজলে; দুর্গম যাত্রায়-তোমার তৃষালু মুখে তুলে দিতে অমৃতফল। সে আশা আজ যেন অরণ্যবেষ্টিত বন্দী স্রোত। প্রতিটি ক্ষণ তোমাকে ভেবে ভেবে অশ্রুজলে -বুক ভাসিয়েছি, সমুদ্রের নোনাজলে মিশিয়ে দিয়েছি ভাষাবোধ।…