হীরক রহস্যপ্রকাশিত হয়েছে : মার্চ 10, 2018গল্প লিখেছেন : সংগৃহীত বেলা তখন আন্দাজ একটা; খাওয়া দাওয়ার পর হুকা-কাশি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় বেয়ারা অমৃত একখানা ভিজিটিং-কার্ড এনে উপস্থিত করল। একবার সেদিকে তাকিয়ে তিনি দেখলেন নামটা অচেনা। “সঙ্গে করে ভেতরে নিয়ে এসো”…