কাঁচা মরিচের মতো ভালোবাসাপ্রকাশিত হয়েছে : অক্টোবর 10, 2017গল্প লিখেছেন : সঞ্জয় সরকার এক দেশে ছিলেন এক রাজা। তাঁর ছিল চার কন্যা। রাজা তাঁর চার মেয়েকেই ভীষণ ভালোবাসতেন। একদিন রাজা ভাবলেন, তাঁর চার কন্যা তাঁকে কেমন ভালোবাসে পরীক্ষা করা যাক। কন্যাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘তোমরা আমাকে কে…