ওই চোখ দুটিপ্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর 24, 2017গল্প লিখেছেন : জাহিদুল হক ওই চোখ দুটো এ্যত্ত কেন মায়াবী, যতবার ও চোখে চোখ রেখেছি, জানায় অজনায় ততবার ওচোখের প্রেমে পরেছি। ওচোখের চাহনির কাছে, কতবার হারিয়ে ফেলেছি নিজেকে। আর কত হারাব ও চোখের মায়ায়, কতবার জলব ওই চোখের অগ্নি…