এক বাঘের গলায় হাড়প্রকাশিত হয়েছে : অক্টোবর 9, 2017গল্প লিখেছেন : তুষার সরদার তৎপরে বহুকাল অতিবাহিত হইবার পর ঘটনাচক্রে একদা অন্য এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। তবে ইহাছিল বাঘটির নিজের অনুমান মাত্র। গতকল্য এক পলায়নপর দুর্বিনীত শশক মারিয়া ভক্ষণ করিবার পর হইতেই তাহার গলায় এই ব্যথা শুরু হইয়াছিল।…