আঁধার পেরিয়েপ্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি 10, 2018গল্প লিখেছেন : নাসির খান আমাদের বাড়িতে আসরের আযানের পরপরই ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। আসরের আযান দেয়ার পরপরই কেমন চারদিক অন্ধকার হয়ে আসে। ঘরে ঘরে লাইট জ্বালানো হয়। বড়মার হাঁস-মুরগিগুলো কোথা থেকে ঝাঁক বেঁধে চলে আসে বাড়ির উঠোনে। চেঁচামেচি…