অসহায় মানুষপ্রকাশিত হয়েছে : অক্টোবর 5, 2017গল্প লিখেছেন : ইভান মাহামুদ এডমিশন কোচিং থেকে বেরিয়ে বরিশাল সদর রোড থেকে আমি ও আমার কয়েকটা বন্ধু হেটে যাচ্ছি। গন্থব্য বাড়ি ফেরা। মাথার উপর কাঠফাটা রৌদ্র। যেই আমি বলতে গেলে সারাদিন রৌদ্রে থাকি, সেই আমিই আজ যেন রৌদ্রতেজ সইতে…