
পিচ্চি বউয়ের অভিমান
প্রকাশিত হয়েছে : জানুয়ারি 12, 2025
গল্প লিখেছেন : Md. Neamul Hassan Neaz
১ম কিস্তিঃ সেই কখন থেকে ফারহান বউয়ের চিমটি সহ্য করে আসছে। এত চিমটি কাটে কেন চিমটি রানী। ও আস্তে আস্তে জিজ্ঞেস করলো, — চিমটি দাও কেন? — ও ভাই, আপনাদের বাড়ি আর কতদূর? — বাড়ি যাচ্ছি না, শহরে বাসায় যাচ্ছি। — তাহলে বাসা আসে না কেন? — কি ঝামেলা! তুমি চুপ থাকো। আবার চিমটি শুরু। এই মেয়ে তো দেখি জ্বলিয়ে মারবে। আজ ফারহানের বিয়ে হয়েছে মৌমির সাথে। বাবা মায়ের পছন্দ করা মেয়ে। ওর শর্ত ছিলো বাসা থেকে এসে বিয়ে করবো আবার বাসায় চলে যাবো। ফারহান আর মৌমিদের বাড়ি একি গ্রাম এ। কিন্তু পড়ালেখার জন্য ফারহান ছোটবেলা থেকেই শহরে খালার বাসায় ছিলো। গ্রামের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনা। যেহেতু…