
বৃত্র-সংহার (মহাকাব্য)
বৃত্র-সংহার : প্রথম খণ্ড – প্রথম সর্গ বসিয়া পাতালপুরে ক্ষুব্ধ দেবগণ,- নিস্তব্ধ, বিমর্ষভাব, চিন্তিত, আকুল, নিবিড় ধূমান্ধ ঘোর পুরী সে পাতাল, নিবিড় মেঘডম্বরে যথা অমানিশি। যোজন সহস্র কোটি পরিধি বিস্তার– বিস্তৃত সে রসাতল, বিধূনিত সদা…




