মুজিবনগর সরকার: যে সরকার ছিল সময়ের অনিবার্য দাবি
জ্বলে পুড়ে ছাড়-খার তবুও মাথা নোয়াবার নয়; এমন এক অপরাজেয় মনোভাব ইতিপূর্বেই বাংলার জনগণের অন্তরের অন্তঃস্থলে জাগ্রত করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দেখানো পথে অগ্রসর হওয়া বাংলার জনগণের অধিক শক্তি সঞ্চার করে রণাঙ্গনে…