ভুল বুঝ না

ভুল বুঝ না

– হ্যালো।

– হুমম

– কেমন আছ??

– উমমম ভালোই । তুমি?

– আলহামদুলিল্লাহ , ভালো । কি করো??

– এই তো বেলকোনিতে। টুলে বসে আছি । তুমি বিছানায় , তাই না?

– হুমমম। জানো আজকে না আগের কথা খুব মনে পড়ছে ।

– তাই নাকি! কিরকম?

– এই যেমন ধর দুই বছর আগে তোমাকে প্রথম যখন দেখলাম । নার্ভাস হয়ে তোতলাতে শুরু করেছিলাম ।

– আর ঐটা দেখে আমি হেসে ফেলেছিলাম !

– ঐ হাসিটাই  আমাকে কাবু করে ফেলে ।

– তাই!

– হুমমম…

– এই দুই বছরে কত কিছু হয়ে গেল । তাই না!

– হুমমম আচ্ছা , তুমি হঠাৎ এত নস্টালজিক হয়ে গেলা যে?

– হা হ্ (দীর্ঘশ্বাস) অনেক সময় নস্টালজিক হওয়া ভালো ।

– জানো তোমার কথায় আমার ‘প্রপোজ ডে’ এর কথা খুব মনে পড়ছে ।তুমি কিরকম কাঁপতে কাঁপতে প্রপোজ করেছিলা!

– তুমি তো পাত্তাই দাওনি । পুরো দুই দিন লাগছে তোমার হ্যাঁ বলতে । থাক ঐ কথা । আজকে তোমাকে অন্য কিছু বলব ভেবেছি ।

– কি কথা?

-তুমি তো নামাজ পড়ো না,  তাই না?

– উমমম হঠাৎ-সঠাৎ । মা বেশি  বলাবলি করলে পড়ি। তুমি পড়?

– আগে পড়তাম না । কয়েক সপ্তাহ হলো পড়া শুরু করেছি ।

– পাঁচ ওয়াক্ত-ই?

– চেষ্টা করছি । একেবারে তো হবে না । কিছু সময় পর ঠিক হয়ে যাবে , ইনশাআল্লাহ।

– গুড , পড়তে থাক।

– জানো,  ইসলামে আত্মীয়তার বাইরে ছেলে-মেয়েদের  কথা বলা ঠিক না!

– কি বলতে চাচ্ছ তুমি?!

– ইসলামে শুধু স্বামী-স্ত্রীর প্রেমই জায়েজ।

– আমি বুঝছি তুমি নতুন একটাকে পাইছ না!? এখন আর আমাকে আর ভালো লাগে না! আমার সাথে ব্রেকআপ করে অন্যটার সাথে নষ্টি- ফষ্টি করবা! আমি তো এখন পুরানো হয়ে গেছি। এই জন্য তখন থেকে এরকম শুরু করছ!

– কি বলো তুমি! আমি কখন এরকম বললাম । তোমার-আমার এই সম্পর্ক ইসলামী দৃষ্টিতে ঠিক না ।

– দুই বছর ধরে প্রেম করছ আমার সাথে । তখন মাথায় আসে নাই ! এখন হঠাৎ কোথা থেকে ধর্ম আসল? বুঝছি। ওর নাম বলো এখনি।

– দেখ তুমি যেটা ভাবছ সেটা কিন্তু একদমই ঠিক না । ভুল বুঝ না । আমি আর কারো সাথে রিলেশনে নাই।

– (চুপ)

– দেখ জানি তোমার খুব খারাপ লাগবে আর আমারও খুব খারাপ লাগছে  কথাটা বলতে

– কথাটা না বললে হয় না! আমি তোমার কি করেছি যে তুমি এরকম করছ? আমি আমি তোমাকে ভালোবাসি ! (কান্না)

– আ আমিও তোমাকে ভালোবাসি । কিন্তু এই সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না । আল্লাহ কখন কাকে হেদায়াত দেয় কেউ বলতে পারে না ।

– তাই বলে দূই বছরের রিলেশন

– করার কিছু নেই। আমার জীবনে এটা একটা বড় ভুল হিসেবে (কান্নায় গলা এসে ঠেকেছে)

– যেও না আমাকে ছেড়ে । আ আমি থাকতে পারব না

– মাফ করে দিও। এই সম্পর্ক ভাঙতে হবে । (চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে)

– না তুমি কেমন করে ভুলে গেলা আমাদের অতীত

– আমি আমি ভুলিনি। কিন্তু ভুলতে চাই,  তু..তুমিও ভুলে যাও ।

– এগুলো কি ভোলা যায়?

– (চুপ)

– কথা বলো?

– ভু ভুলতে হবে ।

– আর কোনোদিন কথা হবে না আমাদের? তুমি আর আমার কোলে শোবে না? তোমার মাথায় আর হাত বুলাতে পারব না ?

– (নিঃশব্দে কান্না)

– কি হলো?

– আল্লাহর দেওয়া বিধান আমি আর ভাঙতে পারব না। তুমি ….

– আল্লাহ তোমাকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ…

– না কাদতে থাকা ছেলেটি কাপতে থাকা হাত নিয়ে কল কেটে দিল।

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত