ফুচকা খাওয়ার লোভেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে নীল শাড়িটা পরার জন্য হলেও – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে বসন্ত বাতাসে খোঁপাতে গাঁদা ফুলের মালা গুঁজে দেবার বাসনায় – আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে বর্ষায় কাঁচের চুড়ি হাতে দিয়ে বৃষ্টিতে ভেজার আনন্দে – আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে কচুপাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলোকে আঙুল দিয়ে ছুঁয়ে দেবার নেশায় – আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে গ্রীষ্মের দুপুরে রক্তিম কৃষ্ণচূড়ার ফুলগুলোকে দেখলেই
– আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে শীতের বিষন্ন বিকেলে শালটা জড়িয়ে উষ্ণতা পাওয়ার তৃপ্তিতে – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে গল্পের বইগুলো ছুঁয়ে দেখার আনন্দেই – আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে রাতের আঁধারের গাঢ় নীল আকাশে মেঘেদের ভেসে যাওয়া দেখেই – আমার হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে করে সকালের কড়া লিকারের চা খাবারের লোভেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে খালি পায়ে সবুজ ঘাসে হেঁটে বেড়ানোর আনন্দে – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে
তপ্ত বালুকনা পেরিয়ে সমুদ্রের সবটুকু শীতলতা পাওয়ার আশায় – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে
ডোবায় ফোটে থাকা কচুরিপানা ফুলগুলোকে দেখেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে নদীর স্রোতের সাথে নৌকায় ভেসে বেড়ানোর ভালোলাগায় – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে বাবার রাজ্যের রাজকন্যা হয়ে থাকার লোভেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে মা’য়ের মুখটা দেখার সুখেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে বোনের সাথে সব কথা শেয়ার করার প্রয়াসেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে ভাইয়ের সাথে খুনসুটি করার ছলেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে আত্নীয়ের সাথে বহুদিন পর দেখা হবার পরে কত শত পুরোনো সব স্মৃতিকে তাজা করবার জন্য হলেও – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে রিকশায় চড়ে দুই বান্ধুবীর সব গোপন কথা বলার উচ্ছলতায় – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে প্রিয় মানুষটা যখন আমায় ‘ পাগলী ” বলে হেসে উঠে সেই হাসিটা দেখার জন্যও – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে
প্রতারকের চোখের দিকে তাকিয়ে ঘৃণা ছুঁড়ে দেবার লোভেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে
শত্রুর চোখের সামনে হাসিমুখে ঘুরে বেড়ানোর আনন্দে – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে
কিছু মানুষ নামের অমানুষের কারবার দেখলে আমারও দুনিয়া ছেড়ে চলে যেতে ইচ্ছে করে যদি ভেবে থাকেন মরে যেতে ইচ্ছে করে তবে পুরোটাই ভুল কারন দুনিয়া ছেড়ে চাঁদে বা মঙ্গলে চলে যেতে ইচ্ছে করে চাঁদে আঠারো নম্বরে যেতে না পারলেও একশ নম্বরে যাওয়ার আশায় – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে আসিনি তো স্বেচ্ছায় এই দুনিয়ায় তবে ছেড়ে কেন যাবো স্বেচ্ছায় – এই বোধেই – আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে। জীবনের সকল জটিলতাকে আলিঙ্গন করে এখনো বেঁচে আছি – আর এই বেঁচে থাকার সুখেই আমার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে।
গল্পের বিষয়:
গল্প