অর্পির কাছে দুটো মেসেজ এসেছে।
১.তুমি খুব সুন্দর
২ ভুতের মতো চেহারা নিয়ে রাস্তায় বের হোস কোন কারণে?
দুটো মেসেজই আননোন নম্বর থেকে।অর্পির মেজাজ খারাপ হচ্ছে।মেসেজ দুটো সকাল ৫ টার দিকে এসেছে।অর্পি শুভ্রকে কল দিলো।
-শুভ্র,আমি ভুতের মতো?
-এমন আজব কথা কে বলল?
-আগে উত্তর দাও।
-আরে নাহ।পরীর মতো। অর্পি কল কেটে দৌড়ে বাবা-মার রুমে গেলো।
-বাবা,আমি ভুতের মতো?
-নাতো!এতো তাড়াতাড়ি উঠলি যে? অর্পি জবাব না দিয়ে রান্নাঘরে গেলো।আয়নার মা রাতের জমানো থালাবাসন মাজছে।
-খালা,আমি ভুতের মতো?
-আপা,ইয়ান কে কইছে আম্নেরে?কার এতো বুকের পাডা?
-আগে বলো,আমি ভুতের মতো?
-তওবা তওবা।না গো আপা।
কোনো এক অদ্ভুত কারণে অর্পি আয়নার মাকে খালা ডাকলেও আয়নার মা অর্পিকে আপা ডাকে।এ নিয়ে ছোট থাকতে অর্পি হাসতো।এখন অভ্যাস হয়ে গেছে। অর্পি বেস্ট ফ্রেন্ড মেঘাকে কল দিলো।
-মেঘা,আমি ভুতের মতো?
-উঁমম।কি বললি? মেঘার ঘুম জড়িতে কন্ঠ।
-আমি ভুতের মতো??? চেঁচিয়ে উঠলো অর্পি।
-না না না।
মেঘা ধড়ফড় করে উঠে তিনবার না বলে ফেলল। অর্পির অস্থির লাগছে।কার কাছে ওকে ভুতের মতো লাগে? কয়দিন আগে সাইমনের গার্লফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি হয়েছে।অর্পি সাইমনকে কল দিলো।
-ওই,তোর গার্লফ্রেন্ড কি ভাবে নিজেকে?
-মানে?
-আমাকে বলে আমি ভুতের মতো।
-আরে কি বলিস!অণু আজও বললো,তোকে ওর ভালো লাগে।মাফ চাইবে তোর কাছে।
অর্পি ফোন রেখে চুপ করে বসে রইলো।হঠাৎ কি যেনো মনে হতে তড়াক করে লাফিয়ে উঠলো।এই তাহলে ব্যাপার!অর্পি বুঝে গেছে কে পাঠিয়েছে মেসেজ গুলো। অর্পি রান্নাঘরে গেলো।আয়নার মাকে সরিয়ে নিজে রান্না করতে লাগলো।খিচুড়ি রাঁধলো।রেঁধে বেরিয়ে গেলো।শুভ্রকে কল দিলো।তাড়াতাড়ি বাসার সামনে আসতে বলল। শুভ্র আসার পর কান টেনে ধরলো।
-আমাকে ভুতের মতো লাগে??
-আরে আরে।ছাড়ো!
-না।তুই কি মেসেজ দিলি!আমাকে ভুতের মতো লাগে?
-না না।আচ্ছা শুনো তো।ছাড়ো!
-ছাড়লাম।কেন বললা এটা?
-আচ্ছা একটা জিনিস দেখেছো?
-কি?
-তোমাকে দুটো মেসেজ পাঠালাম।প্রথমটা নিয়ে তুমি কারো সাথে কথাই বলোনি।কাউকে জিজ্ঞেস করোনি যে, তুমি সুন্দর কিনা।আর ভুতের মতো লাগে এই কথা কয়জনকে জিজ্ঞেস করেছো বলো তো?
-তো!!
-না,এমনি আরকি।এটা দেখার জন্যই মেসেজ দিয়েছি।একটা আম্মার নম্বর থেকে।আরেকটা আব্বার।বাই দ্যা ওয়ে,বুঝলা কেমনে আমি মেসেজ দিয়েছি?
-এতো সকালে তো তুমি উঠো না।আজ কল দিলাম আর ধরে ফেলসো,আবার তাজা কন্ঠ।বুঝে গেলাম কে করলো এটা।
-ইন্টেলিজেন্ট!
-তোমার জন্য খিচুড়ি।
-আহা!দাও। খিচুড়ি খেয়ে দুদিন ধরে পেট জ্বলছে শুভ্রর।ভালো করে মরিচ দিয়ে রান্না করা স্পেশাল খিচুড়ি খেয়ে!
গল্পের বিষয়:
গল্প