মিরুজিন নদীর তীরে

ধনী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা হাজি মাহবুব আলী আজ দুপুরেও ভাবছিলেন, তার আগামীদিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। এরকম তিনি প্রায়ই ভাবেন। তার ছোট্ট রাজনৈতিক দলটির নাম ‘নয়া বাংলা কৃষক-শ্রমিক জোট’। বাংলাদেশের অসংখ্য নামগোত্রহীন রাজনৈতিক দলগুলোর মতো এও এক প্যাডসর্বস্ব সংগঠন। মাহবুব আলীর সঙ্গে যারা সন্ধ্যাবেলা মদ খান, তার মতো কুরুচিপূর্ণ যারা এবং যারা প্রায় সবাই রাতের বেলায় স্যাটেলাইট টিভিতে উদ্ভট হিন্দি সিনেমা দেখে হা-হা করে হাসেন অথবা কখনো কেঁদে বুক ভাসান, অর্থাৎ হাজি মাহবুব আলীর সেই বন্ধুরাই মূলত তার দলের সমর্থক। হাজি মাহবুব আলী যখন রাজনীতি ও ব্যবসা করেন, তখন স্ত্রী-পুত্র-কন্যাকে বেমালুম ভুলে থাকেন। তবে সন্ধ্যায় মদ্যপান ও টিভিতে হিন্দি সিনেমা দেখা – মাত্র এই দুটি সময়ই হাজি মাহবুব আলী ভাবপ্রবণ। কিন্তু অন্য সময়ে ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালনকালে এবং রাজনৈতিক নেতা হিসেবে ভূমিকা রাখার সময় তিনি একজন অতিশয় বুদ্ধিমান মানুষ। কয়েক বছর আগে তিনি হজ করেছেন এবং নামের আগে ‘হাজি’ শব্দটির ব্যবহার শুরু করেছেন। এখন পরিচিত সবাই তার নামের সঙ্গে ‘হাজি’ শব্দটি বলতে অভ্যস্ত হয়ে উঠেছেন। এখন তিনি হাজি মাহবুব আলী।

আর আমি যে এত কথা বলছি, আমার উদ্দেশ্য কী? আমার উদ্দেশ্য কিছুই নয়। আমি হাজি মাহবুব আলীর স্ত্রী শিরিন সুলতানার অন্যতম ব্যর্থ প্রেমিক। কিন্তু শিরিন সুলতানার জন্যে আমার যে এত দুঃখ তা কখনো পৃথিবীর কাউকে বিচলিত করেনি। আর আমিও কখনো শিরিনকে মুখ ফুটে বলতে পারিনি যে, তাকে আমি সবার আড়ালে অতি সঙ্গোপনে ভালোবাসি। এ-কথা বলার কোনো ক্ষমতা আমার নেই। এ-কথা মনে হলেই চোখে ভেসে ওঠে হাজি মাহবুব আলীর চেহারা, তার মতিঝিলের চেম্বার অফিস। তিনি বের হচ্ছেন কালো প্যান্ট, কালো কোট ও কালো টাই পরে। চোখে কালো রঙের সানগ্লাস। আর মাথায় সিল্কের সাদা গোল টুপি। নামের আগে ‘হাজি’ শব্দটি ব্যবহার করার পর থেকে তার দৈনন্দিন জীবনের পরিবর্তন হয়নি, তবে বাইরে যতক্ষণ থাকেন তার সিল্কের সাদা টুপিটি সবসময় মাথায় থাকে। ক্লিন শেভড, কিন্তু গোঁফটি যে বেশ যত্নে লালিত তা দেখেই টের পাওয়া যায়। বিকেলবেলায় আমি যখন হাজি মাহবুব আলীর ছেলে ও মেয়েকে পড়াতে যাই তখন তার সঙ্গে আমার দেখা হয় না। বিকেলে তিনি বাইরে থাকেন রাজনৈতিক বা ব্যবসায়িক কর্মকা- নিয়ে। আর সন্ধেবেলা যখন ঘরে ফিরে মদ খান, তার আগেই আমি চলে আসি তার বাড়ি থেকে আমার লেখাপড়া শেখানোর দায়িত্বটি পালন করে। আমার সঙ্গে জীবনে তিন-চারবারের বেশি হাজি মাহবুবের দেখা হয়নি। কিন্তু প্রতিমুহূর্তে তার উপস্থিতি আমি অনুভব করি, এমনকি আমি যখন তানিয়া ও শিহাবকে পড়াই, তখনো খুব গভীরভাবে অনুভব করি। মনে হয়, হাজি মাহবুব আমার পেছনে দাঁড়িয়ে আছেন এবং তার নিশ্বাস আমার ঘাড়ে পড়ছে।

সেদিন আমি যাচ্ছিলাম ‘মধুমিতা’ সিনেমা হলের দিকে। দুপুরে ভার্সিটিতে ক্লাস ছিল না, আমি বেরিয়ে পড়লাম। এ আমার এক প্রিয় শখ; যখন কাজ থাকে না, আমি হেঁটে বেড়াই শহরের বিভিন্ন রাস্তা দিয়ে। তবে বিকেলে টিউশনির সময় আমি খুব সিরিয়াস, একেবারে সময়মতো হাজির হই শিহাব ও তানিয়াকে পড়াতে। সপ্তাহে পাঁচদিন পড়াতে হয়। ওদের পড়িয়ে আমি প্রতিমাসে পাই সাত হাজার টাকা। গ্রামের বাড়িতে আমার অনেকগুলো ভাইবোন, আমার জন্যে বাবাকে টাকা খরচ করতে হয় না – এ-কারণে আমি এক অনাবিল প্রশান্তি অনুভব করি। আর কেমন যেন নিজেকে খুব স্বাধীন-স্বাধীন মনে হয়। মনে হয়, আমি এক মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি। সেদিন ক্লাস ছিল না। আমি পুরানা পল্টনের মোড় পর্যন্ত রিকশায় গিয়ে সেখান থেকে হেঁটে যাচ্ছি মধুমিতায়। মতিঝিলে কালো কাচ দিয়ে ঘেরা ফেডারেশন অফিসটার সামনে দাঁড়িয়েছিলাম এবং ওপরের দিকে তাকিয়ে ফেডারেশন ভবনটিকে জরিপ করছিলাম। হঠাৎ পাশ ফিরতেই দেখি আমার পাশে হাজি মাহবুব আলী ও আরো একজন। আমি বাঘ দেখার মতো কিছুটা চমকে উঠলাম। হাজি মাহবুব আমার মুখের দিকে কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন, ‘মাস্টার সাহেব, আপনি এখানে কী করেন?’ প্রথমত একটু থতমত খেলাম, তারপর তাকে মিথ্যে বললাম, ‘গোপীবাগে আমার এক বন্ধুর কাছে যাচ্ছি, সেখান থেকে বিকেলে গুলশানে শিহাবদের পড়াতে যাবো।’ আমি যে মধুমিতা সিনেমা হলের সামনে সময় কাটাতে যাচ্ছি সে-কথা তাকে বললাম না। আমি হাজি মাহবুবের চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে-মুখে তেমনই সন্দেহের ছায়া, তিনি যেন আমাকে বিশ্বাস করছেন না। তিনি শুধু বললেন, ‘ও, বন্ধুর বাড়ি যাচ্ছেন, ভালো।’ এরপর তিনি কিছুদূরে দাঁড় করিয়ে রাখা ঝকঝকে পাজেরো গাড়িতে চড়লেন। আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। হাজি মাহবুবের আরো দুটি কার আছে। তার স্ত্রী ও ছেলেমেয়েরা সেগুলোতে চড়েন। তার স্ত্রী সারাদিন রোটারি ক্লাব আর নারী উন্নয়নের কাজ করে বেড়ান। তবে বিকেলবেলাটা তিনি বাসায় থাকেন। এ-সময় তিনি বিশ্রাম নেন, তখন সারাদিনের উগ্র সাজসজ্জা তার থাকে না, চমৎকার বাটিকের কাজ করা সুতির শাড়ি পরে শিরিন সুলতানা এ-ঘর থেকে সে-ঘরে হেঁটে বেড়ান। আমি তখন শিহাব ও তানিয়াকে পড়াই। শিহাব ক্লাস এইটে আর তানিয়া পড়ে ক্লাস ফাইভে। শিরিন আমাকে নিজ হাতে কফি ও সেই সঙ্গে নাস্তা বানিয়ে খেতে দেন প্রায় প্রতিদিন। এ-পর্যন্ত তার অনুপস্থিতিতে মাত্র দু-তিন দিন বাসায় চাকর কিংবা কাজের মেয়ে এই দায়িত্ব পালন করেছে।

আজ ইত্তেফাক মোড়ে ‘দেশবন্ধু রেস্টুরেন্টে’ পরোটা-ভাজি খেলাম। এই আমার দুপুরের খাবার। যেদিন হলে খাই না, সেদিন প্রায়ই এভাবে খেয়ে নিই। ‘দেশবন্ধু’ থেকে বেরিয়ে যথারীতি মধুমিতা হলের সামনে কিছুটা সময় কাটালাম। তারপর বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে বাসে চেপে গুলশান এক নম্বরে হাজি মাহবুবের বাড়িতে হাজির হলাম। শিহাব ও তানিয়াকে পড়াচ্ছি দোতলার ড্রয়িংরুমে, আর ব্যালকনিতে বসে গল্প করছেন শিরিন ও মেজর (অব.) সেলিম খান। হাজি মাহবুবের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহযোগী হিসেবে সেলিম খান এ-বাসায় প্রায় প্রতিদিনের নিয়মিত অতিথি। নয়া বাংলা কৃষক-শ্রমিক জোটের সভাপতি হাজি মাহবুব ও সাধারণ সম্পাদক মেজর (অব.) সেলিম খান। দুজনেই পুরনো বন্ধু ও পরস্পরকে ‘তুই’ বলেন। পাঁচ বছর হলো সেলিম খানের স্ত্রী মারা গেছেন, তিনি উত্তরায় তার বিশাল বাড়িতে একা থাকেন। তার একমাত্র ছেলে আমেরিকায় পড়াশোনা করে। এই মুহূর্তে হাজি মাহবুবের স্ত্রী শিরিন  ও মেজর (অব.) সেলিম খান গল্প করছেন, তাদের কথা বলা ও হাসির শব্দ আমি শুনতে পাচ্ছি। হাজি মাহবুব বাসায় ফেরেন সন্ধ্যার পর, সন্ধ্যার পর তাদের অন্য রূপ। সেই রূপ আমি একদিনই দেখেছিলাম।

সেবার জরুরি প্রয়োজনে আমাকে গ্রামের বাড়ি যেতে হয়েছিল। শুক্রবার আমার ছুটির দিন। আমি আর পনেরো দিন পড়াতে পারব না – এ-কথা জানাতে গিয়েছিলাম হাজি মাহবুবের বাড়ি শুক্রবার সন্ধ্যার পর। সেদিন সন্ধ্যার পরে কলিংবেল কয়েকবার টিপলাম, দেখি কেউ আসছে না। একটু পরে কাজের মেয়ে এসে দরজা খুলে দিলো। আমি সিঁড়ি দিয়ে দোতলার ড্রয়িংরুমে আসতেই এক অচেনা দৃশ্য দেখলাম। দেখলাম হাজি মাহবুব, শিরিন, মেজর সেলিম এবং আরো একজন অচেনা লোক ছড়িয়ে-ছিটিয়ে বসে আছেন এবং কিছুটা জোরে অসংলগ্ন আলাপ-আলোচনা করছেন। তাদের সবার হাতে পানপাত্র। শুনেছিলাম আজকাল ঢাকায় কিছু বিত্তবানের বাড়িতে নিয়মিত মদ্যপানের আসর বসে, সেদিন সে-দৃশ্যটি স্বচক্ষে দেখেছিলাম। আমাকে দেখে সবাই কেমন যেন বিরক্ত, আমি ড্রয়িংরুমে দরজায় দাঁড়িয়ে থাকলাম। আমাকে রক্ষা করলেন শিরিন সুলতানা, তিনি পানপাত্র হাতেই আমার দিকে এগিয়ে এলেন। তারপর হেসে বললেন, ‘কী মন্টু তোমার জরুরি কোনো দরকার আছে?’ আমি সংক্ষিপে আমার কদিন ঢাকায় না থাকার ব্যাপারটি তাকে বললাম। তার বাক্য কেমন যেন জড়িয়ে-জড়িয়ে যাচ্ছিল, তিনি বললেন, ‘ঠিক আছে, অসুবিধা নেই। তবে তুমি আর কোনোদিন সন্ধ্যার পর এ-বাড়িতে আসবে না।’ সেদিন আমি ভয়ে-ভয়ে সেখান থেকে চলে এসেছিলাম, গুলশান এক নম্বর বাসস্ট্যান্ডে দাঁড়াতেই ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। আমি একটি দোকানের ভেতর আশ্রয় নিয়েছিলাম, বারবার ভেবেছিলাম, না এসে ফোন করলাম না কেন! আমি ভেবেছিলাম, ফোন করলে তারা যদি বিরক্ত হন এবং আমার ছুটির প্রয়োজনটা ভালোভাবে না বোঝেন। তারা যদি আমাকে আর টিউশনিতে বহাল না রাখেন!

আজ বিকেলে শিহাব ও তানিয়াকে পড়ানোর সময় আমি সেদিনের সে-ঘটনাটি ভাবছিলাম। বারান্দায় শিরিন ও সেলিম খানের কথা বলার আওয়াজ একসময় থেমে গেল। সেলিম সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, হয়তো আবার আসবেন প্রতিদিনের সান্ধ্য আসরে। হাজি মাহবুবও তার ব্যবসার কাজ সেরে তখন বাসায় ফিরে আসবেন। তখন সবার অখ- অবসর। সেলিম খান চলে যাওয়ার পর শিরিন আমাদের কাছে এসে বসলেন, আমার প্রতি তার কিছুটা স্নেহের দৃষ্টি আছে। তিনি আমার চেয়ে বয়সে প্রায় দশ বছরের বড়, তবু আমি তার একতরফা এক অতিশয় ব্যর্থ ও গোপন প্রেমিক – যার প্রেমের অনুভূতি কোনোদিনই মুখ ফুটে বলা হবে না। তবে শিরিনকে আমি ‘শিরিন আপা’ বলেই ডাকি। শিরিনের বাড়ি সিরাজগঞ্জে, যমুনা নদীর স্নিগ্ধ সারল্য আমি মাঝে-মাঝে তার মুখে দেখতে পাই। মনে হয় শরতের যমুনাপাড়ের কাশবনের মতো নরম তার হৃদয়। সিরাজগঞ্জের এক কলেজে বাংলায় অনার্স পড়তেন শিরিন, রূপসী এবং সেইসঙ্গে অপূর্ব দেহসৌষ্ঠব তার। মফস্বলের মধ্যবিত্ত রূপসী মেয়েদের লেখাপড়া শেষ করার সুযোগ হয় না। নাইন-টেনে পড়ার সময় থেকে তাদের একটানা বিয়ের প্রস্তাব আসতে থাকে, কারণ কন্যা রূপসী ও যৌবনবতী। ধনী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা হাজি মাহবুব তার বিত্ত ও ক্ষমতার জোরে যমুনাপাড় থেকে বিয়ে করে এনেছিলেন রূপসী শিরিনকে। শিরিনও খুশি হয়েছিলেন, তার মনে হয়েছিল পাড়ার অন্য মেয়েদের তুলনায় তিনি কত ভাগ্যবতী। সিরাজগঞ্জের এলিয়ট ব্রিজের ওপারে ‘বাহিরগোলা’ নামের এক অখ্যাত পাড়া থেকে তিনি সরাসরি চলে এসেছেন ঢাকার গুলশানে। বিলাসিতার সব উপকরণই তার হাতের নাগালে। শিরিন বললেন, ‘মন্টু, তোমার ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে দাও।’ শিহাব ও তানিয়া খুশি হয়ে চলে গেল তাদের ঘরে। শিরিন বললেন, ‘তুমি আবার আমাকে সেই কবিতাটা পড়ে শোনাও।’ তার প্রাত্যহিক রোটারি ক্লাব ও নারী উন্নয়নের পাশাপাশি এ এক অদ্ভুত খেয়াল, সিরাজগঞ্জে বাংলায় অনার্স পড়ার সময় তিনি জীবনানন্দের কবিতা পড়েছিলেন এবং জীবনানন্দের একটি মাত্র কবিতার একটি পঙ্ক্তিকে তার বিষণ্ণ ও নিঃশব্দ মুহূর্তের পরম সঙ্গী হিসেবে নিয়েছেন। আর এ-ব্যাপারে তাকে সাহায্য করতে হয় আমাকে – এ এক সম্পূর্ণ অবিশ্বাস্য ব্যাপার; কিন্তু পৃথিবীর অনেক কালজয়ী উপন্যাসের সত্যের চেয়েও কঠিন সত্য এ-ব্যাপারটি। আমি ধীরে-ধীরে বললাম –

পৃথিবী প্রবীণ আরো হয়ে যায়

মিরুজিন নদীটির তীরে।

জীবনানন্দের এই কবিতাটা আমি ভালোভাবে বুঝতেও পারি না। শিরিন বললেন, ‘তুমি কি মিরুজিন নদী কি জান? পৃথিবীর কোথাও কি এ-নদী আছে?’ আমি বললাম, ‘এ-নদীর নাম আমি কোনো বইতেই পাইনি।’ তিনি বললেন, ‘আমি এই নদীটিকে একবার স্বপ্নের মধ্যে দেখেছি। খুব প্রাচীন এক প্রাগৈতিহাসিক নদী। চারপাশে রুক্ষ পাথুরে পাহাড়, একটিও বৃক্ষ নেই। আকাশে গভীর কালো মেঘ। পাথুরে পাহাড়ের মধ্যে সুতীব্র স্রোত, নদী বয়ে যায়। মিরুজিন নদী। এই নদীর জলও কালো। আমি একদিন মিরুজিন নদীর তীরে যাবো।’

শিরিন যখন এসব কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল না, এই শিরিনই সারাদিন রোটারি ক্লাব নিয়ে ব্যস্ত থাকেন, নারীবাদী তত্ত্ব নিয়ে চমৎকার বক্তৃতা দেন। এই সেই শিরিন সুলতানা যিনি প্রতিদিন সন্ধ্যার পর স্বামী ও স্বামীর বন্ধুদের সঙ্গে বাসায় বসে মদ্যপান করেন এবং অসংলগ্ন কথা বলেন, কণ্ঠস্বর ও বাক্য তখন জড়িয়ে আসে তন্দ্রাচ্ছন্ন সান্ধ্য বাউলগানের মতো।

আমার দিন তেমনই আছে, ভার্সিটিতে একঘেয়ে ক্লাস, মাঝে-মাঝে রাস্তায় ঘুরে বেড়ানো ও সেইসঙ্গে গুলশানে হাজি মাহবুবের বাড়িতে টিউশনি। বৃহস্পতি ও শুক্রবার আমি পড়াতে যাই না। এমনই এক বিরতির পর আমি একদিন শনিবার বিকেলে গুলশানে শিহাব ও তানিয়াকে পড়াতে গেলাম। সেদিন অপ্রত্যাশিতভাবে হাজি মাহবুবকে বাসায় পেলাম। আমি আগের মতোই তাকে দেখে ভয় পেলাম, কেন জানি না তাকে আমি ভয় পাই প্রথম দেখার পর থেকে। কিন্তু কী আশ্চর্য, হাজি মাহবুবের কণ্ঠে সেই আগের রুক্ষতা নেই, চেহারাও কেমন যেন মস্নান। হাজি মাহবুবের পাশে শিহাব ও তানিয়া। শিহাব ও তানিয়া মায়ের সৌন্দর্য পেয়েছে, দুজনের চেহারাই খুব সুন্দর। হাজি মাহবুব বললেন, ‘আপনি দু-তিনদিন পরে পড়াতে আসবেন। আমাদের একটু সমস্যা হয়েছে। আপনি কিছু মনে করবেন না।’ রুক্ষ ও বদমেজাজি স্বভাবের হাজি মাহবুবের কাছ থেকে এমন ভদ্র ব্যবহার ও বিনয় আমি কখনোই আশা করিনি। আমি বললাম, ‘দু-তিনদিন পরেই পড়াতে আসব।’ সিঁড়ি দিয়ে নেমে আসছি; দেখলাম, শিহাবও আমার পেছন-পেছন নেমে আসছে। আমি তার দিকে তাকালাম। সে বলল, ‘স্যার, আম্মা আপনাকে দেখা করতে বলেছেন।’ আমি বললাম, ‘উনি কোথায়?’ শিহাব পকেট থেকে একটা কাগজ বের করে দিলো, সেই কাগজে শিরিনের বর্তমান ঠিকানা লেখা আছে।

রাতে ভার্সিটির হলে ফিরে ঠিকানা লেখা কাগজটা বারবার দেখলাম। মেজর (অব.) সেলিম খানের উত্তরার বাড়ির ঠিকানা। রাতে শুয়ে-শুয়ে ভাবলাম, শিরিন কেন হাজি মাহবুবের বাসা ছেড়ে উত্তরায় সেলিম খানের বাসায়? তারপর ভাবলাম, তিনি মিরুজিন নদীর তীরে যেতে চেয়েছিলেন, তিনি কি সেই স্বপ্নময় জীবনানন্দীয় নদীর সন্ধান পেয়েছেন? এরকম অনেক প্রশ্নের জবাব পেলাম না। রাত এগারোটার দিকে হল ছেড়ে বেরিয়ে মাঠের মধ্যে ঘুরলাম। দেখলাম আকাশে মস্নান চাঁদ ও সাদা মেঘ হেসে বেড়াচ্ছে। জয়নালের দোকান থেকে সিগারেট কিনলাম। ভাবলাম, আমার মৃত্যুর পরও আমার মতো কেউ হয়তো নীলক্ষেতের মাঠে এমন হেঁটে বেড়াবে। এভাবে একটি জীবনের অবসান এবং আরো অনেক জীবনের শুরু। দুনিয়ার এমনই নিয়ম। সেদিন অনেক রাতে আমি ঘুমিয়েছিলাম।

পরদিন বিকেলে আমি সেলিম খানের উত্তরার বাসায় গেলাম। সাত নম্বর সেক্টরের এই বিশাল বাড়িতে তিনি একা থাকেন কয়েকজন চাকর নিয়ে। কলিংবেল বাজাতেই কাজের মেয়ে দরজা খুলে আমাকে বসার ঘরে নিয়ে এলো। আমি দেখলাম ঘরে একা সেলিম খান বসে। তিনি টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। কিছুক্ষণ তাঁর কথাবার্তা শুনে বুঝলাম, তিনি টেলিফোনে হাজি মাহবুব আলীর সঙ্গে কথা বলছেন। আমি সেলিম খানের দিকে তাকালাম, তিনি আমাকে হাত দিয়ে বসার ইঙ্গিত করলেন এবং ফোনে কথা বলা অব্যাহত রাখলেন। তিনি বললেন, ‘মাহবুব, তুই যে-পরিস্থিতির রিয়েলিটি বুঝতে পেরেছিস, দিস ইজ ভেরি পজিটিভ। তোর বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করিনি এবং করবও না। মানুষের মনের ওপর কারো নিয়ন্ত্রণ নেই। যা ঘটেছে তা আমাদের মেনে নিতেই হবে। শিরিন বলেছে, শিহাব ও তানিয়ার ওপর ওর কোনো দাবি নেই। সুতরাং তোর সন্তানদের ব্যাপারে তুই নিশ্চিন্ত থাক। আর কোনো স্ক্যান্ডাল যাতে না হয়, পত্রিকায় যাতে কোনো আজেবাজে খবর না বের হয় – সে-ব্যাপারে তোর মতো আমিও সচেতন থাকব। তোর আর আমার দুজনের সম্মান এর সঙ্গে জড়িত। আর ‘নয়া বাংলা কৃষক শ্রমিক জোট’ টিকিয়ে রাখতেই হবে। এর সঙ্গে শুধু তোর আর আমার ব্যক্তিগত স্বার্থই নয়; আরো অনেক কিছু জড়িত। আমি পার্টির জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। তুই আগামীকাল সকালে ফোন করবি। রংপুর ও নীলফামারী জেলায় এবারের বন্যায় আক্রান্তদের ত্রাণ ও সাহায্যের ব্যাপারে পার্টির পক্ষ থেকে কিছু করা যায় কিনা ভাবা দরকার। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি।’ দীর্ঘক্ষণ কথা বলে ফোন রেখে সেলিম খান আমার দিকে তাকিয়ে হাসলেন।

হাজি মাহবুবের চেয়ে আমি সেলিম খানকে একটু কম ভয় পাই। তিনি বেশ হাসিখুশি ও প্রাণখোলা মানুষ আর আমাকে তিনি ‘তুমি’ বলে ডাকেন। তবে তাদের ‘ভাই’ বলে ডাকার সাহস আমার নেই। তাদের দুজনকেই আমি ‘স্যার’ বলে ডাকি। মেজর (অব.) সেলিম বললেন, ‘মন্টু, তোমার কী খবর? তোমাদের ভার্সিটির কী অবস্থা?

আমি বললাম, ‘আগের চেয়ে ভালো। তবে যে-কোনো সময় আবার খারাপ হতে পারে অবশ্য। ছাত্ররা নিজেদের কল্যাণ কিংবা লেখাপড়ার সমস্যা নিয়ে কোনো আন্দোলন করতে চায় না। ওরা রাঘব-বোয়ালদের নির্দেশ মেনে চলে। এসব কারণে দেশের কয়েকটা মূল সমস্যার সমাধান হচ্ছে না।’

মেজর (অব.) সেলিম খান আমার দিকে তাকিয়ে হাসলেন; বললেন, ‘তোমাদের বাংলাদেশের মূল সমস্যাগুলি সমাধানের জন্য সৃষ্টিকর্তাকে স্পেশাল পরিকল্পনা নিতে হবে। তাহলে যদি কিছু হয়!’ এই কথা বলে তিনি হা হা করে হাসলেন।

এমন সময় ঘরে ঢুকলেন শিরিন সুলতানা। শিরিনের চোখেমুখে খুশির ছটা। আর লক্ষ করলাম, আগের চেয়ে তাকে অনেক সুন্দরী লাগছে। শিরিনকে দেখে আমি উঠে দাঁড়ালাম। শিরিন বললেন, ‘আমাকে দেখে তুমি দাঁড়াও কেন? আমি কি তোমার স্যার নাকি? আর কখনো এভাবে দাঁড়াবে না।’ এবার তিনি সেলিম খানের দিকে তাকিয়ে বললেন, ‘সেলিম, ডোন্ট মাইন্ড, অন্য ঘরে যাও। আমি মন্টুর সঙ্গে একটু কনফিডেনশিয়াল কথা বলব।’ মেজর (অব.) সেলিম একটু হেসে আমার দিকে তাকিয়ে অন্য ঘরে চলে গেলেন।

এই প্রথম আমি শিরিনের মুখে এক ধরনের সলাজ দুষ্টুমির ছায়া দেখলাম। তিনি হাত দিয়ে আমাকে বসার ইঙ্গিত করে নিজেও আমার মুখোমুখি বসলেন। বললেন, ‘তুমি খুব অবাক হয়েছো, তাই না?’ আমি চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম।

শিরিন বললেন, ‘সেলিমের কাছে এসে জীবনে অনেকদিন পর একটা মুক্তির আনন্দ পেয়েছি। আমার মনে হয়, আমি এখন মিরুজিন নদীর অনেক কাছে আসতে পেরেছি। তুমি একদিন ঠিক দেখে নিয়ো মন্টু, পৃথিবীর মতো আমিও একদিন প্রবীণ হয়ে মিরুজিন নদীর তীরে চলে যাব। যেখানে সোনালি আগুন সত্যিই জ্বলছে জলের ভেতর এক আশ্চর্য জাদুবলে।’

মানুষের কথা যে এত কাব্যাক্রান্ত হতে পারে সে-ধারণা আমার ছিল না। কিন্তু শিরিনের কথার মধ্যে আমি একইসঙ্গে জীবন ও কাব্যের বাস্তবতাকে অনুভবের চেষ্টা করলাম।

আমি বললাম, ‘কিন্তু শিহাব ও তানিয়ার কী হবে?’

শিরিন কিছুটা ক্ষুব্ধ হলেন আমার কথা শুনে। বললেন, ‘বিশ্বাস করো মন্টু, ওদের জন্যে আমার কোনো ফিলিংস নেই। ওদের শুধু আমি পেটে ধরেছিলাম, তারপর ফিরিয়ে দিয়েছি ওদের বাবার কাছে। এখানে হৃদয়ের কোনো স্পর্শ নেই। আই নেভার লাভড হাজি মাহবুব অ্যান্ড হিজ ডটার অ্যান্ড সান।’

আমি রূপসী শিরিনের মধ্যে এক হৃদয়হীনাকে খুঁজে পেলাম, এতদিন ধরে যার রূপ ও সৌন্দর্যের আমি অন্ধভক্ত – এখন তার মধ্যে আমি ভয়ংকর বিষাক্ত এক বিশাল গোখরো সাপের ফণা দেখতে পেলাম; সুন্দরী শিরিনের মুখ এবং সেই সাপের ফণাটি যেন পাশাপাশি দুলছে। অনেক আগে ব্যাবিলন ও মিশরে আমি যেন জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে শিরিনকে দেখেছি।

শিরিন তেমনই আপনমনে বলে যাচ্ছেন, ‘মন্টু, তুমি আমাকে ঘৃণা করো না। আমার আর কারো প্রতিই ভালোবাসা নেই, মোহ নেই। সেলিম আমার জীবনে একটা স্টেশন। একদিন আমি সত্যিই চলে যাব মিরুজিন নদীর তীরে।’

আমি এখন উত্তরায় যে-বাসায় এসেছি, তার কিছু দূরেই এয়ারপোর্ট। দেশ-বিদেশের বিমান আসছে এবং যাচ্ছে। কোথায় কত দূরে চলে যাবে এসব বিমান। এই মুহূর্তে জানালা দিয়ে দেখতে পেলাম, একটি বিশাল বিমান উড়েছে আকাশের দিকে। এই বিমান
কোথায় যাবে? যদি তা সময়ের বাঁধন ছিঁড়ে অতীত কিংবা ভবিষ্যতের অবচেতন অন্ধকারের দিকে যেতে পারত, তবে হয়তো মিরুজিন নদীর হদিস মিলত। মিরুজিন নদীর তীরে চেতনার কোনো অবচেতন বিমানবন্দরে হয়তো আমাদের সে-বিমান একদিন নামবে। তখন হয়তো শিরিন সুলতানার সঙ্গে আমার আবার দেখা হবে।

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত