কিছুক্ষণ আগে আনিকার সাথে ব্রেকআপ হয়। ভাল্লাগছে না। ফেসবুকের নিউজফিডে ঘুরে বেড়াচ্ছি। একটা আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। এরকম প্রায়ই রিকুয়েষ্ট আসে। আইডি নাম “স্বপ্নের রাজকুমারী”। রিকু এক্সেপ্ট করার সাথে ঐ আইডি থেকে একটা মেসেজ আসে।
– ” হাই, কেমন আছেন?” আমি বললাম,
– “এইতো আলহামদুলিল্লাহ ভালো। জ্বী, কে বলছেন?” আইডি থেকে রিপ্লি দিলো,
– “বলোতো কে হতে পারি আমি?” আমাকে তুমি করে বলছে তার মানি আমার কোন গার্লফ্রেন্ডই হবে। আমি বললাম,
– “আসলে ঠিক চিনতে পারিনি। আইডিতে রিয়েল নেম নাইতো। কিছুটা সহজ করে দিন। দেন, চেষ্টা করে দেখি বলতে পারি কিনা” আইডি থেকে রিপ্লি আসলো,
– তোমার গার্লফ্রেন্ড।
পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আনিকার সাথে ব্রেকআপ হয়। হয়তো আনিকাই মেসেজ দিয়েছে দুষ্টুমি করার জন্য। তাই, আমি বললাম?
– “আনিকা নাকি?” আইডি থেকে রিপ্লি আসলো,
– “না”।
“না।” এ আনিকা না হলে তাহলে কে? ছকিনার সাথে এক সপ্তাহ আগে ব্রেকআপ হয় তাহলে কি ছকিনা নাকি? আমি বললাম,
– “তাহলে কে? ছকিনা নাকি?
– ” না”।
– “তাহলে কে? রুজিনা নাকি?”
– “না”।
– “তাহলে কে? কুলছুম নাকি?”
– “না”।
– “তাহলে কে? রিয়া নাকি?”
– “না”।
– “তাহলে কে? সিমা নাকি?”
– “ঐ থাকবি তুই? কয়টা লাগে তোর? আমি মারিয়া”
– “কোন মারিয়া? মারিয়া আক্তার না মারিয়া মনি?”
– “ক্যান?”
– “মারিয়া নামেতো অনেকগুলি গার্লফ্রেন্ড আছে। এখন কোনটা তুমি?”
– “মারিয়া আক্তার”
– “বাসা কই ঢাকা না কুমিল্লা?”
– “তোর মারিয়া আক্তার নামে ঢাকাতেও একটা আছে?
– “হু এই নামে ঢাকাতেও আছে কুমিল্লায়ও আছে? তুমার বাসা কোথায়?”
– “কুমিল্লা”
– “কুমিল্লা কোথায়? চৌদ্দগ্রাম নাকি লালমাই”
– “কেউ আমারে ধর। লালমাইতে কয়টা আছে?”
– “বেশি না। তোমার বাসা লালমাই থানায় নাকি ক্যান্টনমেন্ট?
– “লালমাই”
– “স্কুলে পড় নাকি কলেজে?”
– “লালমাই থানায় স্কুলেও আছে কলেজেও আছে?”
– “হু। তুমি কোনটায় পড়?”
– “স্কুলে”
– “কোন ক্লাসে পড়ো? এইটে না টেনে?”
– “কেউ আমারে একটু মুলার জুস দে”
– “আচ্ছা বেবী দিবোনে। তুমি কোন ক্লাসে”
– “টেনে”
– ও হ্যাঁ এবার মনে পড়ছে দুইদিন আগে তোমাকে পটাইছিলাম।
গল্পের বিষয়:
গল্প