ফেলতারা

ফেলতারা
এই নিয়ে এসএসসি পরীক্ষা তিনবার দিয়েছি আর তিনবারই ফেল করেছি। আপনারা ভাবছেন আমি পড়ালেখায় গোল আলু তাই না আসলে কিন্তু তা না আমি নিজের ইচ্ছায় তিনবার ফেল করেছি তার কারণ হলো বিয়ে করার জন্য।
আম্মু সব সময় বলতো ফেল করলে বিয়ে দিয়ে দিবে আর আমারো স্বপ্ন বিয়ে করা তাই তিন তিনবার নিজে থেকে ফেল করেছি বাট পরিবার থেকে বিয়ে দিচ্ছে না। এইবার যখন আবারো ফেল করলাম তখন সবাই সিদ্ধান্ত নিলো আর পড়ালিখা না করিয়ে এইবার বিয়েই দিয়ে দিবে আর আমি তো মহা খুশি বিয়ে হবে বলে আমার। খুশিতে নাচতে শুরু করলাম সবাই আমার নাচ থেকে কিছুটা অবাক হলো তাতে আমার কি আমি তো বিয়ে করবই। আসুন এইবার আমার পরিচয় দেই আমি হলাম তারা আবার ওই আকাশের তারা ভাববেন না আমার নামই হলো তারা। এখন সবাই বলে ফেলতারা নতুন নাম এই আর কি অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো কোনো একজন প্রবাসী ব্যাক্তির সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছে আর ওনি নাকি আমাকে সাথে করে নিয়ে যাবে আর আমি ও তো খুব খুশি বিদেশ যাবো বলে ।
বাসর রাতে বসে আছি আমার প্রবাসী জামাইয়ের জন্য এখনও দেখি নাই ওনাকে আসলে বিয়ের জন্য এতই খুশি ছিলাম যে ওনার মুখখানা আর দেখার সুযোগ হয়ে উঠলো না। ওনি আসলেন আমি তাকে সালাম করলাম বড়রা শিখিয়ে দিয়েছিলো। এখনও ওনার মুখখানা দেখার সুযোগ পাচ্ছি না কারণ ইয়া বড় ঘুমটা দিয়ে আছি। ওনি বললেন …
“কি চাও তুমি আমার কাছ থেকে?” আহা কি ভালো স্বামী আমার প্রথম রাতেই কি চাই তা জানতে আস্ক করছে আমি ও ঘোমটা না খুলেই বললাম একটা মেয়ে বাবু চাই ওনি আমার কথাটা শুনে চমকে উঠলো আর পাশে রাখা গ্লাস থেকে পানি খেলো “আজই বাবু চাই তোমার?” “হুম আজেই। আমি মুভিতে দেখেছি যেদিন বিয়ে হয় যেদিন এই বাচ্চা হয় তাই তো তিনবার ফেল করলাম বাচ্চার জন্য তো এখন কি বাচ্চা সকালে পাবো নাকি এখন” ওনি তখন বললেন
“মুভির সাথে বাস্তবের কোনো মিল নেই একটা বাবু নিতে হলে অনেকের দেড় বা দু বছর লাগে একদিনেই হয় না”
ওনার কথা শুনে কান্না শুরু করে দিলাম….
“ওই কান্না করছো কেনো তুমি?”..
“আমার বাবু চাই এখন এখন এখন”
“বাবু কি এখন আকাশ থেকে এনে দিবো আমি”
“আকাশে বুঝি পাওয়া যায় বাবু?” বলেই নিজেই নিজের ঘোমটা সরালাম আর সামনে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না..
“ওই নানা তুমি কেন আমার জামাই কই?”
“আমি তোমার জামাই নানা বলছো কেনো?”
“ইহহ আপনি জামাই আপনার তো দাঁত নাই চুল পাকা আপনি তো নানা আমার জামাই কই?”
“যে মেয়ে তিনবার ফেল করে তার জন্য কি আর রাজপুত্র আসবে যদি ভালো করে পড়ালিখা করতে তাহলে অবশ্যই রাজপুত্র পেতে এখন ফেল করে আসছো রাজপুত্র খুঁজতে। আমার বয়স হয়েছে বলেই তো বিয়ে করলাম তোমাকে না হলে কি আর ফেলতারা কে বিয়ে করতাম” এই কতটা শুনে তখন মুখ ফসকে বেরিয়ে পড়লো “কাভি নেহি এইটা কিছুতেই হতে পারে না। আগে যদি জানতাম পাস করলে পাইবো যুবক জামাই তাহলে ফেল না করে পড়তাম কিন্তু কে জানতো ফেল করলে জুটবে এই বুইড়া জামাই
গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত