মন-ভুলা

মন-ভুলা
রাসেদ তার স্ত্রী কে বাসর রাতের দিন জিজ্ঞেস করে উঠলো কে আপনি? আর আমার রুমে কি করেছেন? এই কথা শুনে নতুন বউ ছাকিন চমকে উঠলো।
– আমি আপনার স্ত্রী ছাকিন।
– আপনি আমার স্ত্রী তাহলে তো আপনাকে আমি বিয়ে করেছি।
– হ্যাঁ
– তাহলে যে আমার মনে নাই।
– ওহ মা এ-ই কি কথা বিয়ে করেছেন অথচ মনে নাই। তখনই রাসেদের ছোট ভাই দরজা নক করল। দরজা খুলে দিলো রাসেদ। ভাইয়া তুমি একটু বাহিরে যাও। ভাবির সাথে কথা ছিলো।
– হুম বলো.
– ভাইয়ার একটা ছোট সমস্যা আছে।
– কি?
– ভাইয়া সহজে সবকিছু ভুলে যাই।
– তার মানে বিয়ে যে করেছে সেইটা ও ভুলে গেছে?
– হুম কিন্তু এইটার একটা ঔষধ আছে যতো ভালোবাসা দিবেন ততো আপনার কথা মনে থাকবে আর তখন আপনার সব কথাই মনে রাখতে পারবে। এই কথা শুনে ছাকিন একটু লজ্জা পেলো। মাথা নিচু করে বলল ভাই তুমি টেনশন করো না ভালোবাসা কখনো কমতি হবে না তোমার ভাই সকালে উঠে আমার কথা ভুলবে না এমন ভালোবাসা দিবো। তুমি যেতে পারো এখন।
– কিরে এই মেয়ে কে আর আমার রুমে কি করে?
– যাও সকালে উঠে বুঝতে পারবা কে?
রাসেদের ছোট ভাই চলে গেলো আর রাসেদ তার রুমে ঢুকলো মন খারাপ করে। রাসেদ গিয়ে বিছানা করে শুয়ে পড়লো। আর ছাকিন বসে রইলো রাত যতই গভীর হতে লাগলো তখনই ছাকিন রাসেদ সাথে গিয়ে শুয়ে পড়লো। আর রাসেদ কে স্পর্শ করাতে রাসেদ শিহরিত হয়ে উঠলো। তারপর কি হলো সেইটা না শুনাই ভালো। সকালে উঠে রাসেদ ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসলো রাসেদ তখনই দেখলো ছাকিন তৈরি হয়ে নাস্তার টেবিলের দিকে আসতেছে আর খুব ভালোভাবে দেখলো তারপর রাসেদ তার ছোট ভাই রাফি কে ডাক দিলো।
– এই মেয়ে কে রে?
– আবার ভুলে গেলা?
– কে উনি?
রাফি তুমি কিছু বলবা না তোমার ভাইকে মনে করিয়ে দিচ্ছি আমি নিজে। আসেন তো একটু রুমে কথা আছে। রাসেদ তার রুমে গেলো যা করলে রাসেদের মনে পড়বো তাই হলো। রাসেদ রুম থেকে বের হয়ে হাসি দিয়ে বলল মনে পড়েছে এটা আমার স্ত্রী। সবাই একসাথে খাবার খেয়ে উঠলো ছাকিন নিজের রুমে চলে গেলো। আর এইদিক দিয়ে রাসেদ চুপ করে রাফির দিক তাকিয়ে রইলো। আচমকা দু’জনে হেঁসে উঠলো।
– ভাইয়া ও তুই না পারছ..
– কি করবো বল প্রথম বিয়ে করেছি তার মধ্যে নিজে গিয়ে যদি কথা বলি বা স্পর্শ করতে যাই তাহলে ভাব নিবে তাই।
– খুব ভালো অভিনয় টা করেছ মনভুলার।
– তুই যদি তোর ভাবি কে না বুঝাতি তাহলে কি সম্ভব হতো ঠিক তখনই ছাকিন পিছন দিয়ে এসে দাঁড়িয়ে রইলো। আর রাসেদ অর্নগল কথা বলে যাচ্ছে…
– যানস তোর ভাবি কিন্তু অনেক সহজ সরল।
– ভাইয়া..
– আরে তোর কথা পড়ে শুনতে পারবো তা না হলে তো আমি সব ভুলে যাই। কি একটা বোকা মেয়ে কেউ নাকি বলে ভালোবাসলে মনভুলা ঠিক হয়ে যাই। খুব হাস্যকর ব্যাপার।
– ঠিকই ভাই খুবই হাস্যকর।
– তোর ভাবি কে কখনো বলবি না এই ব্যাপারে।
– আমার বলতে হবে না তোমার বলাতে হবে।
– কি বলতেছেস?
– পিছে তো দেখো।
– ওহ ভাই মুজে মারো এ দেখি পিছনে। তুমি কে?
– চলো তোমাকে মনে করিয়ে দেই আমি কে?
– নাহ আমার মনে পড়ে গেছে।
– কিন্তু আমার তো মনে পড়ে নাই।
রাসেদের এই অবস্থা দেখে রাফি এক দৌড়ে বাসায় থেকে পালালো। রাসেদ জোরে বলতে লাগলো ছেড়ে যাস না আমাকে ভাই। আমার সব মনে পরে গেছে বউ আমারে ছেড়ে দেও। কে শুনে কার কথা টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে ঝাড়ু দিয়ে শুরু করলো। মনভুলার অভিনয় ভুলে ও করার চেষ্টা করবেন না পরে কিন্তু বউ না থাকলে আমার দোষ নাই।
গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত