স্বার্থপর-তুমি

কলেজের প্রথম দিনে তোমায় দেখে ভুলে গিয়েছি সিড়ি দিয়ে উঠতে,
রাস্তা দিয়ে হাটতে হাটতে ভুলে গেছি দেখতে ম্যান হলের ঢাকনা খোলা
ভুলে গেছি মুখস্থ সব পড়া,
তোমার কথা ভেবে একটি গান শুনেছি হাজারো বার,
তোমার মধ্যে খুঁজে পেতাম রাস্তায় পড়ে থাকা চকলেটের স্বাদ,
খুঁজে পেতাম বেকার যুবকের চাকরী,
ভালবাসার কবিতা লেখার চেষ্টা করেছি কতবার,
হঠাৎ করে একদিন তুমি হাত বাড়িয়ে ডাকলে ,
আর বললে তুমি কি আমাকে ভালোবাস?
নির্বাক চিত্তে চেয়ে থাকলাম সত্যি কি ডাকলে?
আধমরা গোলাপ ফুল হাতে ধরিয়ে দিয়ে বললে
আমিও তোমাকে ভালবাসি।
ভালবাসার লোভ দেখিয়ে নিয়ে গেছো ফাস্ট ফুড খেতে,
নিয়ে গেছো শপিং করতে ,
নিয়ে গেছো বিউটি পার্লারে

এইভাবে চলতে থাকে তোমার আমার ভালবাসা,
বুঝতে পারিনি ভালবাসার লোভ দেখিয়ে
ফাঁকা করে দিবে আমার পকেট,
তবুও কেন জানিনা তোমার জন্য
চুরি কোরেছি বাবার পকেট থেকে টাকা,
ফুটপাতে বিক্রি করেছি পুরোনো জামা কাপড়,
কলেজের ফরম ফ্লাপের কথা বলে বাবার কাছ থেকে টাকা নিয়েছি কতবার,
তবুও তোমার এই ভালবাসা নামের অভিনয়টা বুঝেও কখনো বোঝার চেষ্টা করিনি,
তুমি একদিন ফোন করে বললে তুমি আমার সাথে আর যোগাযোগ করোনা ,
তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে,
তারপর তোমার ফোন বন্ধ হয়ে গেল,
অনেক চেষ্টা করেও তোমার খোজ পাইনি আর,
তোমার খোজে তোমার বাসায় গিয়েছি কতবার,
অনেক খুজেছি কিন্তু তোমার দেখা আর পাইনি,
তবে শুনেছি ভূড়িওয়ালা সরকারী চাকুরীজীবিকে বিয়ে করে অনেক সুখে দিন কাটাচ্ছো।
আজ আমার অনেক টাকা আছে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছি
তোমার কথা আমার আর অতটা মনে পড়েনা।
শুধু একটা কথা মনে হয়
কলেজে কাটানো কত সুন্দর সময়টা নষ্ট করে শুধু মরিচিকার পিছে পিছে ঘুরেছি।
তবে কোনদিন দেখা হলে একটি কথা তোমার কাছে জানতে চাইবো……………………………
সরকারী চাকুরীজিবি লোকটাকেই যদি বিয়ে করবে তহলে কেন প্রেম করেছিলে???

(মেয়েরা মায়ের জাতি।মেয়েদের মাধ্যমেই আমাদের সমাজের সৌন্দর্য বজায় থাকে আমরা মায়ের কাছেই প্রথম ভালোবাসা শিখে থাকি।কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যারা অর্থের কাছে ভালোবাসা বিক্রয় করে দেয়।তারা দীর্ঘ দিন একজনের মন নিয়ে খেলে তাকে নিঃস্ব করে দিয়ে শুধু বিলাসিতার জন্য অন্য আরেকজনের কাছে চলে যাই।আর এ ভাবেই হাজারও ভালোবাসা অর্থের কাছে হেরে যায়।আর সেই কয়েক জন মেয়ের জন্য পুরো মেয়ে জাতিই আজ কলঙ্কীত।এখানে সেই কয়েক জন মেয়েদের সম্পর্কে লেখা হয়েছে।

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত