এক মেয়ে রিলেশনশিপ স্টাটাস দিছে। সেই পোস্টে পোলাপাইন ধুমছে কমেন্ট করতেছে। সবাই কংগ্রাচুলেশনস জানাচ্ছেন। এসব দেখে সিঙ্গেল মনে একেরপর এক ঠাডা পরছে। সবার দেখাদেখি আমিও কমেন্ট করলাম….
-আগের ভাইয়াটা কিন্তু জোস আছিলো আপু। তার হেয়ার স্টাইল, বিশেষ করে আপনার সাথে বাইকে বসে যে পিক গুলো ছিল ওগুলো দারুন৷ কিন্তু সেই ভাইয়ার কি হলো? যাইহোক নতুন সম্পর্কের জন্য শুভ কামনা রইলো আপু।
কমেন্ট করে লম্বা একটা হাই তুললাম। আপন মনে নিউজফিড ঘাটতে শুরু করলাম। নোটিফিকেশন আসছে। মেয়েটা আমার কমেন্ট এংরি রিয়েক্ট দিয়েছে, রিপ্লে করেছে….
-এই ছেলে কি বলছো এসব?
–সরি আপু আমার ভুল হয়েছে। আসলে আপনার পার্সোনাল বিষয়ে নাক বা গলানোই ভালো ছিল।
-মানে কি এসবের?
–বললামতো সরি আপু। একটু পরই কমেন্টে মেয়েটির বয়ফ্রেন্ড রিপ্লে করলো….
-আগের ভাইয়া বলতে? এই ছেলে তুমি কি বলছো?
–ভাইয়া আমি সরি, আসলে এখানে এসব বলা উচিৎ হয়নি।
-কোনসব আমায় বলেন দেখি শুনি?
–আরে এর কথায় কান দিওনা, কিসব উল্টাপাল্টা বলছে। (মেয়ে)
-আরে ওকে বলতে দাও দেখি, এই ভাই বলুনতো আপনি। (ছেলে)
–না ভাই আমি নতুন করে কোন ঝামেলায় জড়াতে চাইনা।
আর হ্যাঁ আপু আপনার লিংকটা যেন ভাইরাল নাহয় সেদিকে খেয়াল রাখবেন। একটা লিংকের কারনে মধুর সম্পর্ক ভাঙ্গুক এটা আমি কখনো চাইনা। এবার মেয়েটা সত্যি সত্যি রেগে গেলো। অনেকগুলো রাগের ইমুজি দিলো। মনেমনে বললাম.. ‘এইতো লাগছে আগুন।’ ছেলেটা বলল…
–মানে কিসের লিংক? এই ছেলের কিসের লিংকের কথা বলছো?
-ভাইয়া বাদ দিনতো এসব। আর অতীত নিয়ে কথা না বলাই ভালো।
–দেখুন ভাই আমি জানতে চাই আমায় সব বলুন।
-উজ্জল (ছেলের নাম) বিশ্বাস করো ইনি যা বলছে সব মিথ্যা।
–তুমি চুপ করো, এই ভাই আপনি বলুন।
-সরি ভাই, পুরাতন কোনকিছু নিয়ে একটা সম্পর্ক শেষ হোক আমি সেটা চাইনা। আর এসব বাদ দিননা প্লিজ। একটা সম্পর্কের মূল্য অনেক।
–আপনি বলবেন কিনা?
-সামান্য একটা লিংকের কারণে একটা সম্পর্ক নষ্ট হবে এতবড় পাপি আমি নই। সরি ব্রো, কমেন্ট ডিলিট করলাম।
আর আপু দুঃখিত আমার কথায় কিছু মনে করবেননা। আমি কমেন্ট ডিলিট করে দিলাম। সাথেসাথে ছেলেটি ইনবক্সে মেসেজ দিলো। নাহ এসব জয়নালের কাজকর্ম আর ভাল্লাগেনা৷ শ্লা পেয়েছো কি? রমজান মাসে রিলেশনশিপ স্টাটাস দাও। তোমাদের জ্বালায় সিঙ্গেল থেকেও শান্তি নেই। ছেলেটি বলল….
-রুবেল ভাই ওর সম্পর্কে কি জানেন বলেন একটু?
–ভাই আমি কিছুই জানিনা। সব মিথ্যা।
-না আপনি বলুন। অমনি মেয়েটিও মেসেজ দিলো….
-এটা আপনি কি করলেন?
–এসব রিলেশন করা ঠিকনা আপু। আর তাছাড়া দুদিন পরপর এত রিলেশনশিপ স্টাটাস দিয়ে লাভ কি?
-এই ছেলে আমার যা ইচ্ছে আমি করব তুই বলার কে?
–আপু রমজান মাস, এত উত্তেজিত হয়েননা।
-হলে তোর কি?
–আমিতো ভালো কথাই বললাম। রাগেন কেন? ওসব বাদ দিয়ে আলোর পথে আসুন।
-ইডিয়ট।
–আলুর চপ দিয়ে ঢিল মেরে নাক ফাটিয়ে দিব তোর খাচ্চুন্নি ।
-হোয়াট…?
–ঠিকই বলছি, নাক বুচির ছাউ।
-আজীবতো!
–তোর নানি শরবত, তোর দাদা জিলাপি, তুই একটা লিংক…! কিছু হালাল গালি দিয়ে মেয়েটাকে মেসেজ ব্লক করে দিলাম। ভালো কথা বলি আরো বকা দাও। ওদিকে ছেলেটা মেসেজ দিছে….
–কি ভাই কথা বলেননা কেন?
-শোনেন ভাই, আমি যা বলছি সব মিথ্যে।
–না আপনি মিথ্যা বলছেন। প্লিজ লিংকটার কথা খু্লে বলুন।
-কোন লিংক নাই, যা আছে সব ভিডিও। এগুলো আমি জানিনা, আপনি আপুর সাথে কথা বলেন। বায়!
বলেই ছেলেটাকেও ব্লক করে দিলাম। রমজান মাস, তারমধ্যে এত পেঁচাল ভাল্লাগেনা। আমি নাহয় একটু কমেন্ট করেছি তাই বলে তুমি এত কথা জানতে এসো কেন বিলাই ছাউ। এই তোমার ভালোবাসার বিশ্বাস? যাজ্ঞে ওসব চিন্তা করে আমার লাভ নাই। আইডি ডিএক্টিব করে দিলাম। ইফতারের সময় হয়েছে, যাই ইফতার করে আসি।
পুনশ্চঃ দু’দিন পর অনলাইনে গিয়ে দেখি সেই আপুটা পোস্ট দিয়েছে, ‘একটা সম্পর্ক গড়তে যেমন কষ্ট তেমনি টিকিয়ে রাখতেও তেমন কষ্ট। মানুষের ব্যবহার খুবই অদ্ভুত। মন ভেঙ্গে দিয়ে বলে..’ভালো থেকো।’
গল্পের বিষয়:
গল্প