ভবিষ্যতে আমি

ভবিষ্যতে আমি

আমি এখন আছি মধুমতী লঞ্চের ভিতরে সবার পিছনে পাবলিক টয়লেটের মধ্যে । ফেসবুকে একটা গল্প পোস্ট করার জন্য আমার এই পরিনতি । পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এমনকি এই লঞ্চেও পুলিশ আমার পিছনে চলে এসেছে । হটাৎ করে বাথরুমের দেয়ালে দেখলাম ৫২” রঙ্গিন LED টেলিভিষন চলছে,, তার ভিতর হলুদ পাঞ্জাবি পড়ে একলোক দাড়িয়ে আছে,, আশ্চর্য সে আমাকে বললো,,,

— কি নাম তোর,,???

— জি আমি সজীব,, আপনি কে,,??

— আমি হুমায়ুন আহমেদ এর হিমু সমগ্র গল্পের নায়ক ” হিমালয় ” ওরফে ‘ হিমু ‘—!

— বলেন কি আপনি,,,??? হুমায়ুন আহমেদ তো ২০১২ সালের জুলাই মাসে মারা গেছে,,, তাহলে আপনি এখনো আছেন???

— না থেকে উপায় কি বল,,??? তুই কি হিমু সমগ্র পড়ছিস,,???

— হ্যাঁ পড়েছি,,, আপনি সবসময় রাস্তায় খালি পায়ে হাঁটতেন, সবাই কে কথা বলে ভড়কে দিতেন,, রূপা আপনাকে ভালবাসে,, আর আপনার মধ্যে ইন্সটলেশন ক্ষমতা ছিল প্রচুর,,

— হমমম তা ঠিক,,, তুই * হিমুর আছে জল * এটা পড়েছিস,,,????

— হমম পড়েছি,,

— ওখানে আমার অবস্থান ছিল এই লঞ্চের ভিতরে, লঞ্চ প্রায় ডুবে যাচ্ছে এমন সময় উপন্যাস শেষ হইছে,, পাঠক জানতেও পারলো যে না কি হলো আমার পরিনতি,,

— হমমম তাইতো,,,

— সেই জন্য আমি এখনো লঞ্চের মধ্যে,, কিন্তু তুই চিন্তিত কেন,,,??

— আসলে হিমু ভাই ,, আমি ফেসবুকে পিঁয়াজ নিয়ে একটা গল্প লিখছি তাই পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে,,

— আমি তো কখনও পুলিশ ভয় করি নাই,,

— আপনার তো আধ্যাত্মিক ক্ষমতা ছিল, আমার তো নেই তাই আমি পালাচ্ছি,, আচ্ছা হিমু ভাই আপনার সেই ক্ষমতা কি এখনো আছে,,,???

— জানিনা তো,,, অনেক দিন পরীক্ষা করা হয় না,, কিন্তু কিসের জন্য,,???

— আসলে আপনি যদি আমাকে আজ হতে আর কয়েক বছর পরের ভবিষ্যতে পাঠাতেন তবে তো আর সেই সময়ের পুলিশ আমাকে খুজবে না,,

— আচ্ছা চেষ্টা করে দেখি,,, কিন্তু তার আগে কিছু কথা ছিল,,

— বলেন হিমু ভাই ,,,

— এই বাথরুম থেকে বের হলেই তুই ভবিষ্যতে পৌঁছে যাবি ,, আর তোর সামনে তুই কয়েক বছর পরের পৃথিবী দেখতে পাবি,,, কিন্তু তখন পৃথিবীর সব বাথরুমে যেতে পারবি,, তবে কোনদিন লঞ্চের বাথরুমে ঢুকবি না,,

— কেন হিমু ভাই,,???

— কারণ তুই যখনই আবার কোনদিন লঞ্চের বাথরুমে ঢুকবি এবং বের হবি তখনই কিন্তু বর্তমানে চলে যাবি,,

— আচ্ছা ঠিক আছে মনে থাকবে আমার,,

— তাহলে চলে যা,, আর দেখ নতুন পৃথিবীর নতুন লঞ্চ চলছে,,

আমি বাইরে বেরিয়ে সত্যি সত্যি অবাক হয়ে গেলাম, টাইটানিক জাহাজের চেয়ে অনেক বড় একটা লঞ্চের মধ্যে আমি দাড়িয়ে আছি,, চারিদিকে ঝকঝকে পরিষ্কার নিপুণ কারিগরের তৈরি আসবাবপত্র,, সব মানুষ কেমন অদ্ভুত পোশাক পড়ে আছে,,

কিন্তু আমার দিকে যে তাকায় সেই মনে হয় অবাক হচ্ছিল, কেননা সবাই আমার দিকে pk সিনেমার আমির খানের মত আমাকে দেখছেন,,, এক সাইডে একটা ক্যালেন্ডার ঝুলছে তাতে আমার জেলা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এর ছবি দেখা যাচ্ছে,, কিন্তু তারিখ সাল দেখে আমি অবাক, ২০৯০ সালের নভেম্বর মাসের ক্যালেন্ডার,, আশ্চর্য তাহলে আমি ২০১৯ হতে ২০৯০ এ চলে এসেছি নাকি,,,??? হঠাৎ একটা লোকের কথা শুনে চমকে উঠলাম,, তার বেশ ভুষা অনেক সুন্দর,,

— টিকিট খান লন চাই তো,,, ((সে))

— আমার তো টিকিট নেই,, তবে পকেটে টাকা আছে আপনি টিকিট দিবেন,,??

— কার্ড নেই আন্নের ,,?? আনগোর তো ক্যাস টাহা লওনের অনুমতি নেই,,

— না ভাই নেই,,

— আন্নের এই ধরনের হুরানো হোষাক হইরবার কারন টা আই জাইনতাম হারি,,??

— এমনিতেই,, ( পকেটে ১০০০ টাকার নোট ছিল,, তাই বের করে দিয়ে বললাম এই নেন,??? ) কিন্তু লোকটা খুব আশ্চর্য হয়ে ব্রু কুচকে বললো,,

— এবা তো বাংলাদেশের টাকা আছিল মনে হয় ত, তাও হয়েক বছর আগে,,, ওই দেশে তো ডলার চলে,, এই টেহা আন্নে কোনায় হাইছেন,,??? এবার আমি সত্যি সত্যি বিপদে পড়লাম,, এবার আবার লোকটা বললো,,

— ভাই আন্নে কোনায় জাইবেন,,??? ((লোকটা))

— জি ভাই আমি ঢাকা সদরঘাট যাব, ???

— ভাই আন্নে হাগললি কন,,??? আনগো ইবা হইলো নিজস্ব দেশের লঞ্চ,,, এগিন তো বিদেশে যাইতো নো,

— আশ্চর্য,, কেন ঢাকা কি বিদেশ নাকি,,??? তাহলে এটা কোন দেশ,,???

— এইডা আনগো দেশ *নোয়াখালী*,,

— নোয়াখালী স্বাধীন দেশ হইল কবে,,??

— আন্নে হডেত্তুন আইসেন,,?? জানেননো হিছু,,, ২০৩০ হালে আমরা বাংলাদেশর তুন স্বাধীন অই গেছি,,

এবার আমি সত্যি সত্যি অবাক হচ্ছি, কারন আমি যখন ২০১৯ ছিলাম তখন নোয়াখালী বিভাগ চাই নিয়ে বহু আন্দোলন চলছে,,, কিন্তু তারা যে স্বাধীন দেশ হয়ে গেছে তা জানতাম না তো,, **

— আন্নে আর লগে চলেন,, (সে)

— কোথায়,,,,??

— লঞ্চে হুলিশ আছে,, আইন কানন আছে,, হেতেগো বেগগিনের কাছেত লই জাইয়ুম,, আন্নের ভাব বেশি সুবিধা ঠেহি না,,

আমাকে লঞ্চের দ্বিতীয় তলায় নিয়ে আসা হলো,, সেখানে পুলিশ আছে,, ডাক্তার আছে,, শিক্ষকও আছে মনে হয়,, তাদের মধ্যে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন,, বয়স ১০০ বেশি হবে,, আমাকে যে নিয়ে আসছে সে তাদেরকে সবকিছু খুলে বললো,, তারা সবাই আমাকে এলিয়েনের মত দেখতে লাগলো, ডাক্তার বললেন,,

— কোই সেই টাকা,,,??? (( ডাক্তার ))

— এইযে,, (( সে টাকা দিল))

— আরে এই তো হেই টেহা,,, ছেট বেলায় আরা কত ব্যবহার কইচছি,, বাবা তুমি কোনায় হাইছো,,(বৃদ্ধ)

— এটা আমার কাছে ছিল,, ( আমি )

— একে কেবিনে নিয়ে যাও আমি দেখতাছি,, ((ডাক্তার))

আমাকে লঞ্চের একটা কেবিনে নিয়ে আসলো,, দেখে মনে হয় এটা আমার যুগের শ্রেষ্ঠ হোটেল সোনারগাঁও কিংবা শেরাটনের চেয়ে অনেক ভালো,, চারিদিকে বিভিন্ন যন্ত্রপাতি সেট করা,, যেমনটি আমি তখন দেখতাম সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতাল কিংবা নিউইয়র্কের ক্যান্সার হাসপাতালে,, একটু পরে একটা নার্স এসে একটা ওষুধ দিয়ে গেল, তারপরই ডাক্তার প্রবেশ করলেন,,

— তারপর বলেন কেমন আছেন আপনি,,,??

— জি আলহামদুলিল্লাহ ভালো,, আপনি–???

— আমিও ভালো আছি,, আচ্ছা বাবা তোমার নাম ঠিকানা সবকিছু খুলে বলো তো,,

নাম:-মোঃ সাইফুল ইসলাম সজীব

জেলা:- বাগেরহাট

থানা:- মোড়েলগন্জ

পড়াশোনা:- ডিপ্লোমা কমপ্লিট করেছি আপাতত বেকার জীবন,,মা বাবা আর ছোট বোন নি ছোট সংসার আমাদের,,তবে বোন বিবাহিত,,

— দেখো আমি বুঝতে পারছি তুমি মানসিক ভাবে অসুস্থ কিন্তু একটু চেষ্টা করো,, দেখ সবকিছু মনে পড়বে তোমার–???

— ডাক্তার সাহেব আমি ঠিক আছি,, যদি আপনাদের নোয়াখালী স্বাধীন না হতো তবে হয়তো ঝামেলা ছিল না,,

— মানে কি,,??? তুমি কি বলতে চাচ্ছো,,??

— দেখুন আপনি আমার চেয়ে বয়সে ছোট হবেন,, আপনার জন্ম তারিখ কত,,??

— ১২-১০-২০৫৫ সাল কিন্তু কেন,,???

— আমার জন্ম ২৫–০৬–১৯৯৫,,,

— তুমি কিভাবে পাগল হইছো,,,???

— আমি পাগল না,,,

— তোমার কথা বার্তা স্বাভাবিক কিন্তু তুমি চিন্তা করে বলো,, ১৯৯৫ সালে যার জন্ম তার বয়স এখন ৯৬ বছর হবে,, কিন্তু তোমার শরীর দেখে কি মনে হয় বলতে পারো,,,???

— আসলে আমি ভবিষ্যতে চলে এসেছি,,

— মানে কি,,,???

— আমি পিঁয়াজ নিয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করার পরে আমাকে পুলিশ তাড়া করে,, তারপর লঞ্চের বাথরুমে লুকিয়ে ছিলাম সেখানে হুমায়ুন আহমেদ এর হিমুর সঙ্গে দেখা হইছে,,, তারপর সে আমাকে ভবিষ্যতে পাঠিয়ে দিয়েছে,,

— হাহাহা হাহাহা হাহাহা,, কি যে বলো তুমি,,,

— আমি ফেসবুকে মোটামুটি সেলিব্রিটি ছিলাম,, আমার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না,, মনে হয় ভিন্ন দেশের জন্য,, আচ্ছা স্যার আপনারা একটু বাংলাদেশের কিছু পুরনো ইতিহাস দেখবেন,,, যদি কিছু জানা যায়,,

গুগল সার্চ করে আমার বলা কথা অনুযায়ী আমার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল,, জনপ্রিয় লেখক *কাব্য কথার সজীব* অসংখ্য গল্প,, কবিতা,, কাব্য,, উপন্যাস রচনা করেছেন,,, কোন এক মায়াবতীকে তিনি ভালবেসে সারাজীবন বিয়ে না করে শুধু সাহিত্য দিয়ে কাটিয়ে দিয়েছে,,, ২০১৯ সালে পিঁয়াজ নিয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করার জন্য তিনি মধুমতী লঞ্চের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হন,, তৎকালীন সরকার তাকে ১০ বছরের সাজা দেন,,

জেলের ভিতরে বসে তিনি তার লেখা লিখি চালিয়ে যান,, ও জেল থেকে বের হয়ে তিনি নোয়াখালীর নিঝুম দ্বীপে গিয়ে আবারও সাহিত্য সাধনা শুরু করেন,, সজীব জেল থেকে ছাড়া পান ২৬ সালের মাঝামাঝি ( কারন জেল খানাতে ৯ মাসে বছর ) তারপর নোয়াখালী স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন করেন,, তিনি সেখানে স্বশরীরে অংশ নেন,, নোয়াখালী দেশ স্বাধীন হলো ২০৩০ সালে,, কাব্য কথার সজীব কে নোয়াখালীর জাতীয় কবি ঘোষণা করা হইছিলো,,,, তিনি মৃত্যুর আগ পর্যন্ত নোয়াখালীতেই ছিলেন,, কাব্য কথার সজীব ২০৮৮ সালে জানুয়ারি মাসের ১২ তারিখে ৯৩ বছর বয়সে নোয়াখালীর রাজধানী সোনাইমুড়ীর এর একটা হাসাপাতালে মারা জান,,

আমি তো পুরো অবাক হয়ে গেলাম কিন্তু ডাক্তারের কোন পরিবর্তন নেই,, একটা কারণে নিজের কাছে ভালো লাগছে যে আমি আরো অনেক দিন পর্যন্ত বেচে রবো,, এবং কবিতা সাহিত্য প্রবন্ধ ছোট গল্প দিয়ে সকলের মাঝে বেচে রবো,, এমনকি স্বাধীন রাষ্ট্র নোয়াখালীর জাতীয় কবি হয়ে যাবো,, শেষ মেস কিনা নোয়াখালীর জাতীয় কবি,,??? একটু পরে আরও একজন ডাক্তার প্রবেশ করলেন, তিনি মনে হয় সিনিয়র হবেন কারণ আগের ডাক্তার তাকে স্যার বলে সম্বোধন করছে,, এখন দুজনেই আমাকে জিজ্ঞেসাবাদ শুরু করলো,, বড় ডাক্তার সবকিছু শুনে আমাকে প্রশ্ন করলো,,

— তোমার না কি,,?? ((বড় ডাক্তার))

— *সাইফুল ইসলাম সজীব,,*

— তাহলে তুমি নিজেকে *কাব্য কথার সজীব * বলে দাবি করছো কেন,,???

— আমি এই নামে সাহিত্য প্রকাশ শুরু করছিলাম,,

— কাব্য কথার সজীব,, মারা গেছে তুমি জানো,,??

— জি জানলাম,, এখন,,

— তাহলে আবার,,???

— দেখুন স্যার আমি কেবল ২০১৯ সালে আছি,, কেবল আমার সাধনা শুরু হইছে,,, কিন্তু হিমুর জন্য আমি আজ ভবিষ্যতে চলে আসছি,,,

— দেখ তোমার কথা যদি বিশ্বাস করি,,, তবে এটা বলো তুমি তোমার এই ভবিষ্যতে আসার কথা তুমি তোমার কোন বইয়ের মধ্যে কেন লেখনি,,??

— মানে,,??

— আমি বলছি *কাব্য কথার সজীব* যদি সত্যি ২০১৯ সালে ভবিষ্যতে গিয়ে থাকে তবে তিনি কেন তার কোন বইতে সেটা লিখেননি,,???

— আপনারা আরেকটু চেষ্টা করুন হয়তো থাকতেও পারে,,, সত্যি সত্যি তারা নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ** ও *নোয়াখালী জাদুঘরে * এর ইতিহাস জানার জন্য ফোন করলো,, ভাগ্য ভালো ছিল আমার কথা সত্যি প্রমাণিতই হয়েছে, এবার বড় ডাক্তার আমাকে বললেন,,

— জানিনা কোনটা সত্যি কোনটা মিথ্যে,,?? তবে আপনি যদি কাব্য কথার সজীব এর ছেলেবেলা হন তবে আমরা খুবই ভাগ্যবান,,,

— ধন্যবাদ আপনাকে,, আমি কি আপনাদের সাথে কিছু দিন কাটাতে পারি,,??

— অবশ্যই পারবেন,,,

— খুব খুশি হলাম,, আমার প্রচুর ক্ষুধা লেগেছে যদি এখন খাবারের ব্যবস্থা করতেন,,,

— অবশ্যই,,,

নিজের মৃত্যুর দুই বছর পরের জগতের খাবার ও খেলাম সত্যি অসাধারণ,, এর মধ্যে নোয়াখালীর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন টিভি চ্যানেল,, হতে ফোন আসছে ডাক্তারের কাছে,,, বড় টিভিতে আমার আগমনের খাবার প্রচার হচ্ছে,, টিভি চ্যানেলের নাম NTV { Noakhali television } প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হলো,, তিনি আমার জন্য লঞ্চ নোয়াখালীর সর্বস্তরের জনগণ ও সকল প্রশাসন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রাখার প্রতুস্রুতি দিলেন,,, শত হলেও তো তাদের জাতীয় কবি ২৫ বছর বয়সে ফিরছেন,, পেটের ভিতর হালকা মোচড় দিয়ে উঠলো,, ডাক্তার জানালো লঞ্চ প্রায় ঘাটে এসে গেছে,,

— একটা কথা ছিল স্যার,, ((বড় ডাক্তার))

— বলেন,,, ((আমি))

— ঘাটে নামলে হয়তো প্রধানমন্ত্রীদের জন্য আপনার সাথে আর দেখা হবে না,, তাই এখন যদি আপনার এই ২৫ বছরের সামান্য কিছু শেয়ার করতেন,,

— আচ্ছা ঠিক আছে তাই হবে,, কিন্তু আমার বাথরুমে যাওয়া খুব দরকার ফ্রেশ হয়ে আসি আগে,

— হা হা অবশ্যই,, ওইযে কর্নারে বাথরুম,, বাথরুমের সামনে গিয়ে আবার তার কাছে ফিরে এলাম,, বললাম :-

— একটা জটিল প্রশ্ন করার ছিল ডাক্তার সাহেব,,

— আপনি আগে বাথরুম থেকে আসুন,, তারপর সবকিছু বলা যাবে,,

— না না এখনই জানতে ইচ্ছে করছে,,

— বলেন তাহলে,,

— এখন ২০৯০ সাল,, আচ্ছা আপনাদের প্রতিবেশী দেশ তো বাংলাদেশ তাই না,,???

— জি,, আমাদের চতুর্দিকে বাংলাদেশ আমরা হলাম মাঝখানে,,

— আচ্ছা ঠিক আছে,, এখন বর্তমানে বাংলাদেশে পিয়াজের দাম কত জানেন আপনি,,,????

— হাহাহাহা,,স্যার আপনি পিঁয়াজ এর দাম দিয়ে কি করবেন,,??

— দরকার আছে,,

— আসলে স্যার বাংলাদেশে ২০১৯ সালে পিঁয়াজের দাম নিয়ে প্রচুর আন্দোলন শুরু হয়,, এবং এই সমস্যা ২০২৫ সাল পর্যন্ত স্থায়ী ছিল,, তারপর সরকার পিঁয়াজ সমস্যা নিয়ে কাজ করা শুরু করে, এবং আমাদের নোয়াখালী তে প্রচুর পিঁয়াজের চাষ শুরু হয়,, কিন্তু তখন আমাদের নোয়াখালীর কিছু মানুষ নিজেদের স্বাধীন করার জন্য আন্দোলন শুরু করে,, এবং ২০৩০ সালে স্বাধীন হয়ে যায়,, কিন্তু বাংলাদেশ সরকার পিঁয়াজ সমস্যা সমাধানে সফল হয়েছিল,, এবং ২০৪৬ সাল হতে এখনো বাংলাদেশে পিঁয়াজ সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে,,,

— অনেক ধন্যবাদ আপনাকে,,

আমি বাথরুমের দরজা খুললাম তখনই আমার মনে হলো সর্বনাশ হয়ে গেল,, হিমু ভাই বলেছিল লঞ্চের ভিতর বাথরুমে গেলে আমি আবার অতীতে চলে যাব,, আমার আর নোয়াখালীর ২০৯০ সালের প্রধানমন্ত্রী ও সর্বস্তরের জনগণকে দেখা হলো না,, বড় ডাক্তার এর কাছে বলা হলো না আমার ২৫ বছরের জীবনী,, দরজা লাগিয়ে ভিতরে বসে আছি দরজাতে জোরে জোরে ধাক্কা হচ্ছে,, প্রথমে মনে হলো লঞ্চ ঘাটে এসে গেছে তাই মনে হয় ডাক্তার ধাক্কা দিচ্ছে,, কিন্তু পরে মনে হলো দরজা তো পুলিশ ধাক্কাছে,,

আমি বসে বসে ভাবছি বের হলেই এখন আমাকে ১০ বছর জেলার মধ্যে থাকতে হবে,, সালির মায়াবতীর জন্য আমার আর বিয়ে করা হবে না,, আর নোয়াখালীর জাতীয় কবি এই সমস্যা তো আছেই ,,,। আরেকটা কথা ডাক্তারকে জিজ্ঞেস করা উচিত ছিল,, আমি কোন ভাষায় সাহিত্য সাধনা করছি ?? আমার শেখা বাংলা ভাষায় নাকি নোয়াখালীর আঞ্চলিক ভাষায়??? ইসসস এটা যদি জেনে আসতাম,, ! সমস্যা নেই আই তো নোয়াখালীর লাইন হথা কইবার নো হারি,,

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত