খুশির খবর

খুশির খবর

-ভাই ভাবি প্রেগনেন্ট এই খুশির খবরটা দিলেন না?? অফিসের ডেক্সকে বসে ঝিমুচ্ছিলাম, কথাটা শুনে তন্দ্রা ভাব কেটে গেলো।চোখ তুলে কলিগের দিকে তাকালাম।জিজ্ঞেস করলাম….

-ভাই আমার বাসার হাঁড়ির খবর আপনি জানলেন কি করে??

-কি ভাবছেন আপনি না বললে আমরা জানতে পারব না??বর্তমানে ফোর জি নেটওয়ার্কের যুগ।এই খুশির খবর উপলক্ষ্যে মিষ্টি খাওয়ান।

বলেই টেবিলের উপরে রাখা আমার মানিব্যাগটা ছোঁ মেরে নিয়ে দুটো চক চকে পাঁচশ টাকার নোট বের করে পিওনকে দিয়ে মিষ্টি আনতে পাঠিয়ে দিলো।নোট দুটো বের করার সময় বুকের বা-পাশে দু-বার চিলিক দিয়ে উঠলো। পিওনকে মিষ্টি আনতে পাঠিয়ে দিয়ে অফিসের সবাইকে ডেকে”আমি বাবা হতে চলেছি” খুশির খবর দিলো।সবাই একে একে এসে অভিনন্দন জানাতে লাগল।এক ফাঁকে তাকে ওয়েটিং রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম…..

-ভাই কাহিনি কি বলেন তো??

-কিসের কাহিনি বলব ভাই??বলবেন তো আপনি,বলেন এতো বড় গুড নিউজ চেপে যাচ্ছিলেন কেনো?

-ভাই কিসের নিউজ??আপনাকে কে বলল এই কথা একটু স্পষ্ট করে বলেন তো।

-সকালে অফিসে আসার সময় ভাবিকে দেখলাম এক হাতে টক বরই অন্য হাতে মিষ্টি আর বেবির পোষাক।জিজ্ঞেস করতেই লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, নতুন মেহমানের জন্য।এতেই বুঝে গেলাম। অরিনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম…..

-কি ব্যাপার এতো বড় খুশির খবর তুমি আমাকে না জানিয়ে পুর দেশ বাসিকে জানিয়ে রাখছো??

-কিসের খুশির খবর??আমি তো কাউকেই কিছু বলি নাই। অরিন কে সব বললাম,সব শুনে বলল…..

-আরে ওতো আমি মজা করে বলেছি।দেখা হলেই শুধু জিজ্ঞেস করে চাচ্চু কবে হব,চাচ্চু কবে হব? তাই আজ একটু রসিকতা করে ওকথা বলেছি।কেনো কি হইছে.??

-না তেমন কিছু না শুধু দুই বার বুকে ব্যাথা হয়েছে।

বলেই ফোন রেখে দিলাম।সবাই যখন মিষ্টি খেতে ব্যাস্ত তখন আমি টাকা গচ্ছা যাওয়ার শোকে কাতর।সত্যি কার কারণে গেলেও মনে শান্তি পেতাম।মিষ্টির পর্ব শেষ হতেই তিনি ভাষণ দিলেন….

-আসাদ সাহেবের বাড়িতে নতুন মেহমানের আগমন উপলক্ষ্যে আগামি কাল দুপুরে আপনাদের সবার দাওয়াত।

কথাটা শুনে ঝটকা খেয়ে চেয়ারে বসে পরলাম।ভাবছিলাম অল্প কিছুর উপর দিয়ে অফিস থেকে ঝড় কেটে যাবে।কিন্তু এ দেখছি বাড়ি পর্যন্ত চলে গেলো।সবার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে আমার কাছে এসে বলল…..

-ভাই ভাবিকে বলবেন ভালো করে রান্না করতে কব্জি ঢুবিয়ে খাব।

অফিস থেকে ফেরার পথে বাজার করে ফিরলাম।বাসায় আসতেই হাতে এতো সব বাজার দেখে অরিন জিজ্ঞাসা করল?

-মাসের মাঝ খানে এতো বাজার কেনো??ঘরে তো বাজার আছেই।আবার এসব আনতে গেলে কেনো??

-তার আগে বলো তুমি টক বরই,মিষ্টি,বাচ্চাদের কাপর কিনতে গেছিলা কেনো??

-আরে আমি তো শুধু তোমার জন্য টক বরই কিনতে গেছিলাম।তুমি না বলছিলা তোমার টক বরইর আচার অনেক ভালো লাগে।তখনই আম্মু ফোন করে বলল আপু প্রগনেন্ট।মাথা ঘুরে পরে গেছিলো তারপর ডাক্টার এসে খুশির খবর দিছে।

একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাজার গুলো তার হাতে দিয়ে বললাম এসব আমাদের জন্য না।তোমার মজা করার জন্য সাজা দিতে কাল বাসায় মেহমান আসবে তাদের জন্য। এই ব্যাপারে মজা করলে সবাই যে এতো সিরিয়াসলি নেয় ধারনা ছিলো না।

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত