করোনা

করোনা

– বাবা ৫০০ টাকা দেও।
– কেন?
– মাস্ক কিনবো।

আবিরের বাবা পকেট থেকে মানিব্যাগটা বের করে ওকে ৫০ টাকা দিল। আবির হাতে ৫০০ টাকার নোট না দেখে ৫০ টাকার নোট দেখে অবাক। ও ভ্রুকুচকে বলে,

– ৫০ টাকা! আমিতো ৫০০ টাকা চেয়েছি। এই ৫০ টাকায় মাস্কের দড়িটাও পাওয়া যাবে না।
– মাস্ক কিনতে তোকে টাকা দেই নি।
– তাহলে? (অবাক হয়ে)
– নামাজ পড়ার জন্য টুপি কিনবি এই ৫০ টাকা দিয়ে।
– বাবা তুমি কি পাগল হইছো? সবাই মাস্ক পরে রাস্তায় হাঁটবে আর আমি টুপি!
– হ্যাঁ।
– তাড়াতাড়ি ৫০০ টাকা দেও। সেই একটা অফার পায়েছি। ৫০০ টাকায় ৫ টা মাস্ক। মাস্ক না পরলে করোনা ভাইরাস আমাদের শেষ করে ফেলবে। তাড়াতাড়ি টাকা দেও।

আবিরের বাবা আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তিনি বলে উঠলেন,

– আবির আমার সামনে বস৷ তোকে কিছু কথা বলবো। এরপর তোর সামনে একটা ৫০ টাকা আর একটা ৫০০ টাকার নোট রাখবো। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা নিস।

– আচ্ছা বলো।

– ধর এখন তুই মাস্ক কিনে পরলি। তাহলে কি তুই মারা যেতে পারবি না?

– না।

– কেন তোর যদি রাস্তায় গাড়ি এক্সিডেন্ট হয় বা ধর হার্ট অ্যাটাক হয়। বা ধর হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে? আবিরের চোখে মুখে ভীষণ ভয়। ও কাচুমাচু হয়ে বলে,

– এসব কি বলছো বাবা?

– তুই যে বললি মাস্ক না পরলে তুই মরে যাবি। কিন্তু মাস্ক পরেও তো তোর মারা যাবার সম্ভাবনা রয়ে গেল। এখন কি করবি? আবিরের মাথা ঘুরাচ্ছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির আস্তে করে বলে,

– বাবা বুঝতে পারছি না। একটু বুঝায় বলো।

– জন্ম আর মৃত্যু কার হাতে জানিস?

– কেন আল্লাহ।

– তাহলে এই ১০০/২০০ টাকার মাস্ক তোকে বাঁচাতে পারবে মৃত্যুর হাত থেকে? তুই কি ভাবিস এই মাস্ক পরলেই তুই বেঁচে যাবি? আবির চিন্তায় পরে যায়। ও মাথা নাড়িয়ে না বলে। ওর বাবা আবার বলে,

– ধর এই করোনাই, তোর জামায়, চুলে কিংবা তোর ব্যাগে ভর করে তোর সাথে বাসায় চলে আসলো। তুই তো বাসায় এসে মাস্ক খুলে ফেললি, তাহলে এখন কি হবে? ভাইরাস তো তোর সাথেই। তোর জামায়। তুই আক্রান্ত হবিনা? আবির অসহায় ভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওর বাবা আবার বলে,

– করোনা ওই আল্লাহর দেওয়া। বাবা, করোনাকে ভয় করিস না। আল্লাহকে ভয় কর। তোর আমার মৃত্যু যদি এই করোনা ভাইরাসের কারণে লিখা থাকে তাহলে এই মাস্ক কেন পৃথিবীর যে প্রান্তে তুই লুকিয়ে থাকিস না কেন তোকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাই এসবকে ভয় করিস না। এই করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কারণ আল্লাহর ইবাদত যে করবে তার কোন ক্ষতি আল্লাহ হতে দিবেন না। জন্ম মৃত্যু এই দুটো জিনিস অনিশ্চিত। কার মৃত্যু কখন কীভাবে হবে তা একমাত্র আল্লাহ ভালো জানে। তাই মৃত্যুর ভয় করিস না। বরং আল্লাহকে ভয় পা৷ তার কাছে মাফ চা। আল্লাহ সবসময় তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। এই করোনাও একটা পরীক্ষা মাত্র। আল্লাহ দেখবেন তার বান্দারা এই করোনাকে ভয় করে নাকি তাকে। যারা তাকে ভয় করে সবসময় তার ইবাদত করবে তাদেরকেই এই মহা বিপদ থেকে তিনি রক্ষা করবেন।

– তাহলে বাবা মাস্ক আর না কিনি?

– না। মাস্ক তুই অবশ্যই পরবি। কারণ আল্লাহ বলেছেন, তোমরা সবসময় সচেতন এবং সর্তক থাকো। তুই মাস্ক এই কারণে পরবি যাতে তুই আক্রান্ত না হস এবং যদি আক্রান্ত হস তাহলে তোর কারণে যেন অন্য কেউ আক্রান্ত না হয়। যেহেতু আমাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাই আমরা মাস্ক পরবো। তবে এতো দামী নয়। কারণ ১০ টাকার মাস্ক যদি ৮০ টাকা হয় আর ৫০/৬০ টাকা মাস্ক যদি ১৫০/২০০ টাকা হয় সেগুলো না কিনাই ভালো। কারণ এগুলো সিন্ডিকেট। কিছু অসাধু ব্যবসায়ীরা যখন দেখলো এই মাস্কের ব্যাপক চাহিদা তখন তারা এগুলো গুদামজাত করে অধিক মুনাফা অর্জনের আশায় বাজারে মাস্কের সংকট সৃষ্টি করে। যার ফলে মাস্কের দাম বেড়ে যায়। এসব অসাধু ব্যবসায়ীদের মহান আল্লাহ তায়ালা শাস্তি দিবেন। তবে এই শাস্তির অংশ আমরাও হবো। কারণ আমরা এই উচ্চ দাম দিয়ে মাস্ক কিনছি বলেই তারা দাম বাড়িয়েই যাচ্ছে। অবশ্য আমাদের সরকার এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে আমাদের দায়িত্ব হবে এত দাম দিয়ে মাস্ক না কিনা। তাহলেই তারা আবার কম দামে বিক্রি করবে।

– কিন্তু বাবা অল্প দামে যে মাস্ক পাওয়াই যায়না। সবাই অনেক দাম চায়। তাহলে মাস্ক পরবো কীভাবে?

– আমি বুঝিনা তোরা এই যুগের ছেলে হয়ে কীভাবে এতো দাম দিয়ে সামান্য একটা মাস্ক কিনিস। আরে সেদিনই তো আমি ইউটিউবে দেখলাম স্কুলের শিক্ষক ছোট ছোট বাচ্চাদের মাস্ক বানিয়ে দিচ্ছে। তাদের শেখাচ্ছে। তুইও শিখ সেখান থেকে। তুইও নিজে নিজে বানা। লাগলে আমি টাকা দিব তুই অনেকগুলো বানিয়ে সাধারণ মানুষদের ফ্রীতে দে। তাতে আরোও তোর সাওয়াবও হবে।

– সত্যি তুমি বাবার মতো একজন বাবা।

– এখন বল, ৫০ টাকা নিবি না ৫০০ টাকা?

– বাবা ৫০ টাকা। তবে এই ৫০ টাকা দিয়ে আমি টুপি না মাস্ক বানানোর জিনিস কিনবো। কারণ আমার টুপি আছে। অপচয় করবো না আরেকটা কিনে। আর আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজও পড়বো। করোনাকে নয় আল্লাহকে ভয় পাবো।

– গুড৷ একটা কথা সবসময় মনে রাখবি, জীবনটা শুরু ওই আল্লাহর কাছ থেকে আর শেষটাও তার কাছে। তাই সবসময় তাকে ভয় করবি। করোনা তো একটা পরীক্ষা মাত্র। আরো অনেক পরীক্ষা বাকি।

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত