প্রাক্তনের প্রতিশোধ

প্রাক্তনের প্রতিশোধ

টাইমলাইন ঘাটতেই প্রাক্তন প্রেমিকার রিলেশনশিপ স্টাটাস চোখে পরলো। অনেকদিন প্রাক্তনের আইডিতে যাইনা। তাই আজ গেলাম। সব পোস্ট দেখলাম, ভালোই সুখে আছে। নিজের আইডি থেকে সব পোস্টে হাহা রিয়াক্ট দিলাম। সাথে সাথে প্রাক্তনের মেসেজ….

-সমস্যা কি তোমার?
–নেহি সমস্যা।
-আমার সব পোস্টে হাহা রিয়াক্ট দিচ্ছ কেনো?
–হাহা রিয়াক্টের অপশন আছে তাই দিছি।
-দেখো, তুমি আমার সাথে ফাজলামো করবানা।
–তো কিচ্চে?
-ব্লক করে রাখবো।
–সাহস থাকলে করে দেখাও।
-টুটটুট You can’t reply to this conversation….. learn more

গালি দিয়ে মেসেজ ব্লক করে রাখলো। মেজাজ টনটন করে উঠলো। ব্রেকআপ হওয়ার পর আজ পর্যন্ত প্রাক্তনরে নিয়া একটাও বাজে পোস্ট দেইনি। আর আজকে হাহা রিয়াক্ট দেওয়াতে ব্লক। ইহা মানতাম না। দৌঁড়ে বাজারে গেলাম। বাজার থেকে ৭ প্যাকেট বিরিয়ানি আনলাম।আমিও ৪ প্লেট বিরিয়ানি খেয়ে আসলাম। রুমমেট সব ফ্রেন্ডকে বিরিয়ানি দিলাম। বিরিয়ানি পেয়ে বন্ধুদের একেক জনের চোখ ফুটবলের মতন বড় হয়ে গেলো। এক ফ্রেন্ড বলল….

–কিরে কাহিনী কি?
-আগে বিরিয়ানি খা হ্লা।
–আগে বলতো।

তারপর বন্ধুদের সব খুলে বললাম। সবাই বিরিয়ানি খেয়ে আগে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর সবার মিলে ফেইক আইডি খুললাম। রিয়েল ফেইক সব মিলিয়ে ১৭ টা আইডি হলো। তারপর প্রাক্তনের আইডিতে গিয়ে উরাধুরা হাহা আর এংরি রিয়াক্ট দেওয়া শুরু করলাম। প্রাক্তনের আইডি এখন হাহা রিয়াক্টের উপর ভাসতেছে। সবাই ইচ্ছে মতন কমেন্ট করতেছে….

*নায়েস ফিক।
*হাউ লুল।
*কিরে ত্যারাব্যারা।
*ফেসবুক কালা মুড।
*ক্যাক্যাক্যা।
*আহো ভাতিজা আহো।
*সহমত নানি।
*এটা জুসতো।

বন্ধুদের একেকটা কমেন্ট দেখে আমি পুরাই শিহরিত। এরা যে এত লিজেন্ড আমার আগে জানা ছিলোনা। বিপদে যে বন্ধুরা এভাবে সাহাজ্য করবে ভাবতে পারিনি। মনে করেছিলাম ওরা শুধু হাহা রিয়াক্ট দিবে এখন দেখি কমেন্ট করতেছে। বন্ধুদের মজানোর জন্য বললাম, দোস্ত রাতে আমি পার্টি দিমু, তোরা প্রতিশোধ নে। আমার বন্ধুরা দু’দলে ভাগ হয়ে গেলো। একদল প্রাক্তনের বফের আইডি হামলা করলো। আমি নিজের কাজে ব্যস্ত। প্রাক্তনে রিলেশনশিপ স্টাটাসে কমেন্ট করলাম….

“সেদিন যে আমরা পার্কে গেলাম। তুমি ঐ কাজটা কেনো করলে? জানো কতজনে আমাদের ভিডিও করেছে এখন যদি সবাই লিংক চায় কি হবে? আমি কিন্তু লিংক দিবনা। আর হ্যা তুমিও দিওনা লিংকটটা কাউকে। আর শোনো খালুকে(নিউ বফকে) নিয়ে সুখে থেকো।” আমার কমেন্ট করা শেষ হতেই বন্ধুরা সেখানে রিপ্লে দেওয়া শুরু করলো….

*ভাই লিংক দেন।
*লিংক হপ্পে দোস্ত।
*ভাই প্লিজ লিংক।
*ভাই ইনবক্সে লিংক দিন ভাইরাল করি। অমনি পকিং করে শব্দ হলো। প্রাক্তন মেসেজ দিয়েছে। যাক তারমানে আনব্লক করেছে। বলল….

-রাজু প্লিজ স্টপ ইট।
–হোয়াট স্টপ।
-একদম বারাবারি করবানা। আর কি সব কমেন্ট করেছো? ছিঃ….
–হপ, ছ্যাঁকা দিলি কেন?
-দেখো আমি কোন ঝামেলা চাইনা। তুমি কমেন্ট ডিলিট করে আয়ানকে সরি বলো।
–আয়ান কে?
-আমার বফ।
–হাইস্যকর, লুল।
-প্লিজ রাজু আমি সরি এগুলো বাদ দাও।
–তাহলে বন্ধুদের বিরিয়ানির জন্য আমার বিকাশ নাম্বারে ১ হাজার টাকা পাঠিয়ে দাও।
-তুমি কি ফকির?
–মর বিলাইর পুত, হারামজাদি।

কিছু উগান্ডারর ওয়াজ করে ব্লক করে দিলাম। আমাকে ফকির বলে। হোয়াট দা সাহস। একটুপর প্রাক্তনেরর বফ মেসেজ দিলো….

–ভাইয়া এগুলো কি?
-কোন গুলো?
–কিসের লিংকের কথা বলছেন।
-সেটা আপনার খালাকে বলুন।
–মানে?
-দেখুন ভাই আমি কাউকে লিংক দিতে চাইনা। আর আমি কারো সম্পর্ক ভঙ্গের কারন হতে চাইনা। ভালো থাকুক।
–প্লিজ ভাই বলুন কিসের লিংক।
-সেটা আপনার গফের কাছ থেকে নিন।
–ওতো বলল এটা নাকি ব্লাকমেইল, কোন লিংক নেই।
-তাহলে লিংক চাচ্ছেন কেন?
–আমার সন্দেহ হচ্ছে।
-শুভ কামনা, টাটা আংকেল। লিংক জায়গা মতন পেয়ে যাবেন।

ব্লক করে রেখে দিলাম। হারামজাদি বহুত জালাইছে। ছ্যাঁকা দিছে, আমাকে কাঁদিয়েছে। কষ্ট দিছে। এবার দেখুক কেমনডা লাগে। ডাটা অফ করে উরাধুরা লুঙ্গী ড্যন্স দিলাম। আমার দেখাদেখি ফ্রেন্ডসরাও ড্যান্স শুরু করলো। সবাই মিলে আধা ঘণ্টা এক টানা ড্যান্স দিয়ে হাঁপিয়ে উঠলাম। তারপর যে যার মতন শুয়ে পরলাম। ঘুম ভাঙ্গলো রিংটোনের শব্দে। প্রাক্তন ফোন দিয়েছে, বললাম…

-কে বলছেন?
–তোর জম।
-তো আই কিত্তাম।
–ঐ কিসের লিংক হু আর এত হাহা কেন। তোর কারণে আজকে আমার ব্রেকআপ হলো।
-ধুর ভাল্লাগেনা চামচিকা, ইতোর, মুরগীর ছাও টুটটুট। নাম্বার ব্লক লিস্টে রাখলাম। প্রসুর ভাল্লাগতেছে। নিজেকে সার্থক প্রাক্তন মনে হচ্ছে। উলালা, আবার একদফা ড্যান্স শুরু করলাম। বন্ধুরা অবাক হয়ে বলল….

–আবার কি হলো? নাচছিস কেন? আমি চিৎকার করে বললাম ভাই জিতছিরে জিতছি।’

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত