বোবা বউ

বোবা বউ

আজকে ব্যাচেলরের খাতা থেকে নাম কাটিয়ে..বিবাহিতদের দলে এড হলাম..বুঝতেই পারছেন আমার বিয়ে হলো আজকে..এবার বাসর ঘরে ঢুকবো..তার আগে পরিচয় দিয়ে নেই..আমি চয়ন..পরিবারের একমাত্র ছেলে..বাবা মা আছেন।আর আমার বউ রিয়া..আমরা দুই বছর প্রেম করার পর বিয়ে করলাম।

অবশ্য প্রথমে পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না..কারন রিয়া বোবা..একটা এক্সিডেন্টের পর ভোকালকডে সমস্য শুরু হয়..তখন থেকেই রিয়া কথা বলতে পারেনা..তবে অপারেশন করলে ঠিক হয়ে যাবে..কিন্তু অপারেশনের পর বাচ্ছা জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে পারে বলে এখনো করা হয়নি..বাচ্চা নেওয়ার পর অপারেশন করাবো এবার দরজা ঠেলে ভিতরে ঢুকলাম..রিয়া খাটের পরে বসে আছে দরজা লাগিয়ে রিয়া কাছে গেলাম..কাছে যেতেই টুংটুং ম্যাসেজ্ঞারের শব্দ..আমরা ফেবুতেই কথা বলি..ম্যাসেজটা দেখলাম..

:-আমার কাছে আসতে হবে না..(রিয়া)
:-কেনো বাবু?
:-এমনি
:-বাবুটা রাগ করেছে?
:-না..তুমি আমাকে একটুও ভালোবাসোনা!
:-কে বলেছে..?আমিতো বাবুটাকে খুব ভালোবাসি..এজন্যইতো নিজের করে নিলাম
:-মিথ্য কথা..তাহলে এত কষ্ট দিতে পারতেনা..
:-বাবুটাকে কষ্ট দিলাম কখন?
:-এই যে দেরি করলে..আমার কষ্ট হয়নি বুঝি?
:-কষ্ট পেয়েছে বাবুটা..আচ্ছা সরি।
:-হবেনা।

:-তাহলে কি করতে হবে আমাকে?
:-সারারাত গল্প করতে হবে।
:-কিন্তু বাবু আমার ফোনেতো চার্জ শেষ প্রায়।
:-আমার কাছে পাওয়ার ব্যাংক আছে।
:-আচ্ছা..এবার একটু বাবুটার কাছে আসি?
:-হুম আসো..তবে?
:-কি তবে?
:-কোনো দুষ্টামি করতে পারবানা?
:-কিন্তু ওটা না করলেতো আমার ভালো লাগেনা..
:-তাহলে আসতে হবেনা..
:-আচ্ছা দুষ্টামি বাদ..এবার আসি?
:-আসো..তবে দুষ্টামি করলে আর কথা বলবোনা।
:-ওকে বাবু
:-হুম

বুঝলেন না দুষ্টামি কি?যদিও বুঝেন সেটা ভুল..দুষ্টামিটাহচ্ছে কাতুকুতু..রিয়ারখুব কাতুকুতু..গায়ে হাত দেওয়ার আগে লাফাতে শুরু করে..আমার আবার এটা খুব ভালো লাগে যাহোক রাতটা গল্প করে পার করেছি..যতক্ষন ফোনে চার্জ ছিলো..তারপর ঘুমিয়েছি..রিয়া এসে ভেজা চুলের জল মুখে দিলো..এতেই ঘুম ভেঙে গেলো। সাথে সাথেই রিয়ার ম্যাসেজ..

:-বাবু উঠে পড়ো সকাল হয়ে গেছেতো..
:-বাবু তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে..একটু দেখি তারপর উঠি?
:-না..আমিতো পালিয়ে যাচ্ছিনা..উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে তারপর আমাকে দেখো..
:-না এখন দেখতে ভালো লাগছে..পরে যদি এমন না দেখতে পাই?
:-তবুও বাবু উঠো..খুব ক্ষিদা পেয়েছে।
:-কিইই তুমি খাওনি?
:-না আজ থেকে আমরা একসাথে খাবো…
:-ওকে বেবি..তুমি নাস্তা রেডি করো আমি আসছি।
:-নাস্তা রেডি তুমি আসো..
:-ওকে জানু
:-হুম জানু

আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম..রিয়া মেয়েটা সত্যিই আমাকে খুব ভালোবাসে..আমিও ভালোবাসি তবে রিয়ার সাথে পারিনা..ওকে জান,বেবি বলি কারন ও খুব খুশি হয়  বাইরে থেকে দরজা ধাক্কাছে..তাই তাড়াতাড়ি বের হলাম..

:-হুম চলো
:-এত দেরি লাগে..?
:-খুব ক্ষুধা লেগেছে বাবুটার?
:-হুম
:-চলো তাহলে
:-চলো  অতঃপর দুজনে খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম..এরই মধ্যে অফিস থেকে ফোন আসলো..অফিসে কি জরুরি কাজ আছে..

:-বাবু তাড়াতাড়ি রেডি হও
:-কেনো?
:-অফিসে যাবো..তোমাকে তোমার বাসায় রেখে যাবো।এখানে একা থাকতে পারবেনা।আসার সময় তোমাকে নিয়ে আসবো..
:-আচ্ছা..তাহলে বিকালে পার্কে যাবো।
:-ঠিক আছে যাবো..

রিয়াকে ওর বাড়ি রেখে অফিসে আসলাম।কারন বাবা মা গ্রামে চলে গেছে..তাই ওকে একা রেখে আসতে মন চাইলোনা অফিসে কাজ প্রায় শেষের পথে তখনই রিয়ার ম্যাসেজ..

:-বাবু কখন আসবে তুমি?
:-এইতো একটু পরে..
:-আমি রেডি হবো তাহলে?
:-হুম..ময়দা একটু কম মেখো..
:-আমি ওসব দিইনা..তুমি জানোনা?
:-সরি জাবু মনে ছিলোনা।
:-জাবু কি?
:-জান বাবু=জাবু
:-ব্যাকরনবিদ তাড়াতাড়ি আসবেন..
:-ওকে ম্যাডাম..বাই
:-বাই অফিসে কাজগুলো দ্রুত কম্পিলিট করে..গাড়ি নিয়ে..রিয়াদের বাসার সামনে গেলাম..
:-বাবু তোমার হইছে..?
:-তুমি চলে এসেছো?
:-হুম..নিচে আসো।
:-এইতো অল্প একটু দাড়াও
:-ওকে

কিছুক্ষন পর রিয়াকে নিচে নেমে আসতে দেখলাম..চেনাই যাচ্ছেনা মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা পরী..আসলে রিয়াকে আগে কখনো শাড়ি পড়তে দেখিনি..

:-বাবু তোমাদের বাসা থেকে পরী বের হচ্ছে কেনো?
:-কোথায়?
:-এইতো আমার দিকে আসছে..
:-ওটাতো আমি..
:-তাই..?কিন্তু আমার মনে হচ্ছে পরী।
:-থাক হইছে..বেশি বলতে হবেনা..
:-জো হুকুম মহারানী..
:-হু মহারাজ নিধি এসে গাড়িতে বসলো..তারপর দুজনে পার্কে গিয়ে একটা নির্জন জায়গাতে বসলাম..
:-বাবু আজকে আমরা সারাদিন ঘুরবো..
:-না বাসাতে যাবো..খুব ক্লান্ত লাগছে।
:-আচ্ছা চলো ফুসকা খাবো..
:-ঝাল খেলে গলাতে সমস্যা হতে পারে..
:-না বাবু একদিন খেলে কিছু হবেনা..
:-আচ্ছা চলো..তবে অল্প খাবে…
:-আচ্ছা তাই হবে

দুজনে মিলে ফুসকা খেলাম..তারপর বাসার দিকে রওনা দিলাম বাসাতে এসে দুজনে ফ্রেশ হলাম..তারপর হালকা খেয়ে দুজনে ঘুমাতে গেলাম এভাবেই শেয়ার কেয়ার নিয়েই চলছে আমাদের..রিয়া আমাকে ছাড়া কিছুই বোঝেনা আমিও ঠিক তাই..দুজনের ভেতরে ভালোবাসার অভাব নেই…

..2 বছর পর….

এই 2বছরে অনেক পরিবর্তন হয়েছে..আমাদের পরিবারে ১জন নতুন সদস্য এসেছে..আমার কিউট প্রিন্সেস রিহি দেখতে মায়ের মতোই..বয়স মাত্র ৬মাস এখনই খুব দুষ্টু আর সবচেয়ে বড় পরিবর্তন রিয়ার ভোকালকর্ড সমস্যা এমনিতেই ঠিক হয়ে গেছে..ঘটনাটা খুব আকস্মিক একদিন অফিসের লাজ্ঞ আউয়ারে রেহাকে ম্যাসেজ করছি কিন্তু সিন হচ্ছেনা আবার রিপ্লাই পাচ্ছিনা..তাই ফোন দিলাম রিয়ার মা মানে শাশুড়ি ফোন রিসিভ করলো..

:-আন্টি রিয়া কোথায়?
:-বাবা আমরা রিয়াকে নিয়ে হাসপাতালে।
:-কেনো?
:-তুমি যাওয়ার পর রিয়া রক্ত বমি শুরু করে..তাই আমি ওকে নিয়ে হাসপাতালে এসেছি
:-আমাকে জানাননি কেনো?
:-সময় পাইনি তুমি দ্রুত এই হাসপাতালে চলে আসো কথাটা শোনার পর মাথায় কেমন চক্কর দিচ্ছিল..রিয়ার কিছু হলে আমি বাচবোনা মনে হচ্ছিল দ্রুত হাসপাতালে গিয়ে..ডাক্তারেরশরনাপন্ন হলাম।

:-ডাক্কার বাবু রিয়ার কি হয়েছে?
:-nothing man কোনো ভয় নেই..বরং খুশির খবর আছে।
:-মানে?
:-আপনার মিসেসের সমস্যা ঠিক হয়ে গেছে তিনি এখন কথা বলতে পারবে…
:-সত্যি?
:-হুম তারপর আর কি?মা মেয়ে এখন দুজনে একসাথে কথা বলা শিখছে..সবাই দোয়া কইরেন…

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত