ম্যাজিস্ট্রেট বান্ধবী

ম্যাজিস্ট্রেট বান্ধবী

:-এই ছোড়া এই দিকে আসো উপজেলার পাশে ঘোরাঘুরি করছিলাম..হঠাৎ পিছন থেকে নারী কন্ঠ ভেসে আসলো পেছনে তাকিয়ে দেখলাম ইনি নতুন ম্যাজিস্টেট।কিন্তু তিনি কাকে ডাকছেন বুঝতে পারলাম না..

:-জ্বি ম্যাডাম কাকে ডাকছেন?
:-তোমাকেই ডেকেছি..এদিকে আসো
:-জ্বি ম্যাডাম
:-নাম কি তোমার?

:-জ্বি আমার নাম.. Salemir Khan Bappy
:-এই Salemir Khan Bappy আইডিটা কি তোমার?(আমার ফেসবুক আইডি দেখিয়ে)
:-জ্বি ম্যাডাম
:-ঠাটিয়ে একটা চড় দিবো তোমাকে
:-সরি ম্যাডাম..আমি কিছু করিনি।প্লিজ আমাকে পুলিশে দিবেন না(ভয়ে কেদে ফেলেছি)
:-আরে কাদছো কেনো?
:-ম্যাডাম আমি কিছু করিনি..আমাকে পুলিশে দিলে আমার মাকে দেখার কেউ থাকবেনা
:-ওই পাগলের মতো কি বকছো?আমি কি বলেছি তুমি কিছু করেছো?

:-না..
:-তাহলে পুলিশে দেওয়ার কথা বলছো কেনো?
:-ভয়ে বলে ফেলিছি
:-আচ্ছা আগে একটা কথা বলো..তুমি গালে তিল..আচ্ছা তোমাকে কেউ পুচকু বলে ডাকতো?
:-হ্যা..নিরা আমার বেষ্ট ফ্রেন্ড ছিলো।ও আমাকে এই নামে ডাকতো।কিন্তু অনেক বছর ওকে দেখিনা।কোন যোগাযোগ নেই।কিন্তু আপনি জানলেন কিভাবে?
:-ওই গাধা..আমিই সেই নিরা
:-মানে..আপনি সেই নীরা বুড়ি?

:-ওই ভালো হচ্ছেনা কিন্তু।তোকে আগে কত বলেছি আমাকে বুড়ি বলবিনা..আবার বুড়ি বললে জেলে ভরে দিবো
:-ভুল হয়ে গেছে ম্যাডাম..প্লিজ জেলে ভরবেন না।
:-ওই আমি তোর টিচার?যে ম্যাডাম বলছিস?না তোর থেকে বড়?
:-আপনি এখন আমার থেকে বড়..আমি কোথায় আর আপনি কোথায়?
:-তুই যেখানে আমি ঠিক সেইখানে..আমরা আগে যেমন ছিলাম ঠিক এখনো তেমন থাকবো।মাথায় ঢুকেছে কথাটা?
:-হুম
:-আচ্ছা বল কি অবস্থা তোর?কি করিস এখন
:-কিছুনা..চাকরির খোজ করছি?
:-কতদুর পড়েছিস?
:-মাস্টার্স শেষ..করে তিনবার বিসিএস দিয়েছি।কিন্তু কপাল খারাপ প্রত্যেকবার ভাইবাতে এসে বাদ।
:-ওহ তাহলে নন ক্যাডার।তা তোর তো ভালো চাকরি পাবার কথা।

:-পেয়েছিলাম কিন্তু করিনি..সব চাকরিই দুরে
:-দুরে হলে সমস্যা কোথায়?
:-আসলে মায়ের অবস্থা খারাপ..তাই দুরে কোথাও যেতে চাচ্ছিনা।এলাকতেই কিছু একটা খুজছি
:-ওহ..এখন বাড়িতে যা।আর কাল সার্টিফিকেট আর চাকরির প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে এখানে চলে আসিস
:-কেনো?
:-চাকরি করবিনা?
:-হ্যা কিন্তু কে দিবে?
:-আমি দিবো..আমার পার্সোনাল এসিস্ট্যান্ট..চলবে?
:-হুম চলবে..

অতঃপর বাড়ির দিকে রওনা দিলাম..আজকে খুব ভালো লাগছে।তারপর আবার অনেক দিন পর বেষ্ট ফ্রেন্ডের সাথে দেখা।আবার নিজ এলাকাতেই চাকরিটা পেলাম সব মিলিয়ে খুব ভালো লাগছে। বাড়ি এসে মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে আসলাম বিকালের দিকে ওঠে মাকে ওষুধ খাইয়ে..তারপর একটু ঘুরতে বের হলাম।সাথে ফেসবুক চালাচ্ছিলাম।একটা ম্যাসেজ আসলো

:-কিরে কি করিস?(ম্যাসেজ)
:-ঘুরতেছি..কিন্তু কে আপনি?
:-ওই আমি নিরা..আচ্ছা কোথায় তুই?
:-এইতো স্কুল মাঠের দিকে..
:-ওকে..বাই
:-বাই তারপর মাঠের একপ্রান্তে গাছের নিচে বসে..গেইম খেলছিলাম।হঠাৎ চোখটা কেউ চেপে ধরলো..
:-কে?নীরা?
:-হুম..কেমনে বুঝলি?
:-হয়তো আগের থেকে বড় হয়েছি..কিন্তু অনুভূতি শক্তি আগের মতোই আছে।

:-বাব্বাহ এখতো কথা বেশ গুছিয়ে বলা শিখেছি?কিন্তু আগের মতো পুচকু রয়ে গেলি
:-নীরাআআ(রেগে)
:-আমার কি দোষ?আমিতো ইচ্ছে করে বলিনি।বাচ্চাদের মতো গেইম খেলছিস এজন্য বলেছি
:-গেইমস শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্যও।বাদ দে হঠাৎ তুই এখানে?
:-কেনো?আসতে পারিনা?
:-অবশ্যই পারিস..কিন্তু এখন তোর এভাবে চলাফেরা উচিত না
:-তাহলে কিভাবে চলাফের উচিত তুই বল
:-গাড়িতে ঘুরবি..সামনে পুলিশ পিছনে পুলিশ থাকবে।ভালো নামিদামি জায়গাতে যাবি।

:-হয়তো এখন ভালো সম্মানের চাকরি করছি..কিন্তু মানুষটা আগের মতোই আছি
:-আমার কথা আমাকেই ফিরিয়ে দিলি..
:-হি হি হি
:-তবে একটা কথা তোর হাসিটা এখন আগের থেকেও সুন্দর হয়েছে
:-হুম..চল উঠি
:-চল..
:-কালকে সকালে সময়মতো চলে আসিস
:-ওকে

অতঃপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম পরেরদিন ঠিক টাইমতো উপজেলাতে গিয়ে..নীরার আসিস্টেন্ট হিসেবে যোগ দিলাম। কাজটা খুব ভালোই চলছে।হাজার হলেও নীরা আমার বান্ধবী..ওর সাথে যতক্ষন থাকি ততক্ষন খুব ভালো থাকি কিছুদিন পর…

:-দোস্ত তুই গাড়ি চালাতে পারিস?
:-হ্যা..শিখেছিলাম
:-তাহলেতো ভালোই হলো..
:-কিভাবে?
:-এই যে এখন আমার গাড়িটা তুই চালাবি..আর ড্রাইবারকে লাগবেনা।তাহলে গাড়িতে আমরা দুজন মন খুলে কথা বলতে পারবো
:-দোস্ত ব্যাপারটা কেমন হয়ে যাবেনা?
:-না কিচ্ছু হবেনা..আমি যা বলেছি সেটাই ফাইনাল।
:-ওকে..

এরপর থেকে আমি গাড়ি চালিয়ে নীরাকে নিয়ে যেতাম সব জায়াগাতে তবে একটা ব্যাপার খুব চোখে পড়ছে..নীরা এখন আমাকে অনেক শাসন করে।তাই আমিও ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি।যদিও ওকে আগে থেকেই ভালোবাসতাম।কলেজ লাইফে একবার প্রপোজ করেছিলাম।কিন্তু ও না করে দেয়।তারপর ফ্রেন্ড হওয়ার কথা বলে..তারপর থেকেই আমারা বেস্ট ফেন্ড বেশ কিছুদিন পর সকালে ঘুমিয়ে আছি..হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে ধাক্কা দিবে

:-মা..যাওতো পরে উঠি

মা বলে ধাক্কা দেওয়ার পর মনে হলো মাতো একা একা চলে ফেরা করতে পারেনা তাহলে ধাক্কাবে কিভাবে?তারপর উঠে দেখি নীরা ফ্লোরে বসে আছে

:-কিরে ফ্লোরে বসেছিস কেনো?চেয়ার আছেতো।আর এত সাকালে এখানে কি করিস?
:-ওই নিজেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার জিজ্ঞাস করিস?
:-ওপস সরিরে বুঝতে পারিনি..কিজন্য এসেছিস বললিনাতো
:-দোস্ত চল একটু ঘুরতে যাই
:-দোস্ত আমারতো এখন মাকে পরিস্কার করতে হবে
:-আমি করে দিয়েছি তুই চল অতঃপর নীরার সাথে একটা নদীর ধার আসলাম
:-দোস্ত তোকে একটা কথা বলার জন্য এখানে এনেছি
:-হ্যা বল
:-দোস্ত তুই কি এখনো আমাকে ভালোবাসিস?
:-হুম..
:-তাহলে বলিস নাই কেনো?

:-কারন তোর আমার স্টাটাস এখন আলাদা তাই এইসব বলে নিজেকে ছোট করতে চাইনা
:-কিন্তু বাপ্পী আমি তোকে খুব ভালোবাসি..শুধু তোর জন্য আমি এখানে এসেছি
:-দোস্ত এখনতো এইটা সম্ভব না।
:-বাপ্পী আমাকে ফিরিয়ে দিলে আমি মারা যাবো
:-নারে পাগলি তোকে আর হারাতে চাইনা I Love You Nira(জড়িয়ে ধরে)
:- I Love You Too Pucku

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত