-ভাবি এটা আপনার মেয়ে নাকি?
-হ্যাঁ,আমার মেয়ে।
কাল ও তো এসেছিলো আমার সাথে,খেয়াল করেন নি??
-ভাবি মজা করছেন না তো?
-দেখে তো মনে হয় না আপনার মেয়ে
চেহারায় তো কোনো মিল ই খুজেঁ পাচ্ছিনা!
-আরে ভাই,নিজের ছেলেমেয়ে নিয়ে কেউ মজা করে?
ও আমার ই মেয়ে, আর আপনার কেন মনে হলো ও আমার মেয়ে না অথবা আমি মজা করছি নিজের সন্তান নিয়ে?
-আসলে ভাবি,মেয়ে মনে হচ্ছে ওর বাবার মতো হয়েছে তাই চেহারায় কোনো মিল খুজেঁ পাচ্ছিনা!
উপরিউক্ত কথোপকথনগুলো হচ্ছিলো আমার মা ও মায়ের পরিচিত একজন ব্যক্তির সাথে!
ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটা কথা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা হলো, ভাবি আপনি এত সুন্দর কিন্তু আপনার মেয়ে এমন কেন?
জ্বী,ঠিক ধরেছেন!
আমি কালো,অবশ্য কালো বললে ভুল হবে আমি গায়ের রং শ্যামবর্ণ।
আমার মা খুব সুন্দরী যেমন লম্বা, তেমন মাশা-আল্লাহ অনেক সুন্দর পক্ষান্তরে বাবা তার তুলনায় একটু চাপা রং এর!
কিন্তু তাদের মধ্যে এ বিষয় নিয়ে কখনো মনমালিন্য বা কথা কাটাকাটি হয় নি!
তাদের ঘরোয়াভাবেই বিয়ে হয়েছিলো তাদের দেখলে সবাই বলবে হইতো প্রেম করেই বিয়েটা করেছে!
পবিত্র ভালবাসা যাকে বলে.
সবার ছোটমেয়ে,সবকিছুই পেয়েছি মায়ের মতো!
লম্বা চুল,বড় চোখ,নাক ইত্যাদি সবকিছুই!
কিন্তু রংটা পেয়েছি একদম বাবার মতো!
শ্যামলা হওয়া নিয়ে কষ্মিণকালেও আমার মাথাব্যথা ছিলো না,আমি সবসময় হাসিখুশি তে ডুবে থাকা একজন মেয়ে।
কিন্তু আমাদের পাশে বসবাসরত মানুষজন আমাকে সেই ছোটকাল থেকে একবারো ভুলতে দেয় নি যে আমি কালো!
আমি কেন সুন্দর হলাম না এই কথা যতবার ভুলতে চেয়েছি ততবার মনে করিয়ে দিয়েছে আমি কালো!
ঘটনা-১
প্রথম রং নিয়ে অপমানের শিকার হয় ক্লাস সেভেনে থাকাকালীন!
আম্মুকে নিয়ে গিয়েছিলাম স্কুলের কিছু প্রাতিষ্ঠানিক কাজে।
তাকে নিয়ে যখন টিচার্স রুমে প্রবেশ করলাম
সালাম বিনিময়ের পর আমাদের ইসলাম শিক্ষা পড়ানো হুজুর স্যার বলে উঠলো,
-আপা এত সুন্দর,আপার মেয়ে এরকম কাকের মতো কালো কেন?(আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কাক কে হাউয়ো বলে,আমি ছিঁচকাঁদুনে মেয়ে সেখানেউ কেঁদে দিচ্ছিলাম তাই রুম থেকে বেড়ুনো ছাড়া উপায় ছিলোনা)
-আম্মু হেসে উড়িয়ে দিলো!
কারণ ওখানে অনেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলো!
বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম আম্মুও হইতো কষ্ট পেয়েছিলো অনেক বুঝালো,তারপরে গিয়ে শান্ত হলাম
ঘটনা-২
ক্লাস এইট,আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর কেউ আমার সাথে কথা বলতোনা তেমন কাজ ছাড়া!
আমি ক্লাস করতাম একদম লাস্ট বেঞ্চে বসে একাই বসতাম,একা পড়তাম একা টিফিন খেতাম!
তিনজন মেয়ে নিজ থেকে এসে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়ালো অবশ্য আমিও তাদের সাথে সখ্যতা বাড়াতে চেয়েছিলাম বেশ কয়েকবার কিন্তু হয়ে উঠেনি!
বেশ সুন্দর ই যাচ্ছিলো তাদের সাথে বন্ধুত্ব,তাদের সাথে এইটে থাকাকালীন মাঝামাঝি সময়ে বন্ধুত্ব শুরু হয়!
বিপত্তি ঘটালো তাদের খুব ই কাছের এক বান্ধুবী।
সে সরাসরি বলে দিয়েছিলো,
“হয় ওর সাথে কথা বলবি নাহয় আমার সাথে ওর সাথে কথা বললে আমার সাথে জীবনে আর কথা বলতে পারবিনা ”
স্বভাবতই তারা ক্লোজ ফ্রেন্ডের কথাই রাখলো আমি আবারো একা হয়ে গেলাম!
ঘটনা-৩
এইটের শেষদিকে জে এস সি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এর ছবি তুলার কথা ছিলো সেদিন স্যার এক এক করে সবার ছবি তুললো,আর সাথে সাথেই তা প্রিন্ট করে বের করে দিলো সবাই নিজেদের এবং ক্লাসের বাকিদের ছবি দেখছিলো তারমধ্যে আমি গেলাম সবার শেষে স্যার থেকে ছবি নেওয়ার জন্য ছবি নেওয়ার সময় আমার হাত থেকে ছবি কেড়ে নিলো সামনের বেঞ্চে থাকা একজন ক্লাসমেট ক্লাসে থাকা ৭০/৮০ জন মেয়ে এবং একজন ছেলে শিক্ষকের সামনে হুট করেই বলে উঠলো “স্যার ওকে একটু ফরসা বানাই দিতেন ওর চেহারায় তো দেখা যাচ্ছেনা ছবিতে!
সবাই হেসেছিলো আর স্যার সহ্য করতে না পেরে সেখানেই মেয়েটাকে স্কেল দিয়ে খুব মেরেছিলো কারণ স্যার স্পষ্ট দেখেছিলো আমার চোখে থাকা একরাশ পানি!
ঘটনা-৪
এস এস সি দিয়ে একটু ঘুরাঘুরি শুরু করলাম,একটু বললে ভুল হবে বরং অনেক বেশি!
অনেক মানুষের সাথেই পরিচয় হলো এরমধ্যে,কিন্তু সবাই ভালভাবে কথা বললেও তাদের প্রাধান্য ছিলো সুন্দর মেয়েগুলোই বেশি
তাদের সাথে ছবি তুলা,তাদের সাথে অন্যরকম সখ্যতা!
আমি বুঝতে পারছিলাম, তাদের সাথে চলতে গেলে আমাকে সুন্দর হতে হবে কারণ ব্যাপারগুলা তারা ওভাবেই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছিলো সরে আসলাম সেখান থেকে!
পিছনে ফেলে আসলাম হাজারো মেকি বন্ধুত্ব।
ছোট থেকেই আমাকে শুনতে হয়েছে একটিই কথা “তুমি কালো হলেও সুন্দর”
অথচ কেউ বলে নি তুমি শুধুই সুন্দর!
মা বাবাই বলেছিলো,এখনো বলে,সামনেও বলবে!
সবাই সুন্দরের তারিফ করে,কেউ গুণের তারিফ করতে রাজী নই!
আমি চাইলেই প্রতিটা মানুষকে কড়া জবাব দিতে পারতাম কিন্তু আমি যে বেয়াদব নয় সেটা আমার মা-বাবা প্রতিনিয়তই আমাকে মনে করিয়ে দেন!
আমি কারো জন্য নিজেকে পরিবর্তন করতে পারব না।
আমি আমি ই!
আমি আলগা প্রলেপ লাগাই না নিজেকে ঢাকার জন্য সবসময় সাধারণ থাকতেই ভালবাসি আমার মতো এমন হাজারো শ্যামা আছে যারা রাত হলে বালিশে মুখ লুকিয়ে নিশ্চুপে কেদেঁ যায় বছরের পর বছর!
কালো হোক আর সাদা সব ই তো এক উপরওয়ালা আল্লাহতালার সৃষ্টি!
আপনারা কি পারেন না নিজের মন মানসিকতার পরিবর্তন করে ভেদাভেদহীন সমাজ গড়তে?