কসমেট প্রেম

কসমেট প্রেম

আজ অফডে তবুও স্নেহার ভার্সিটির ফটোকপির দোকানে যাওয়াটা খুব দরকার ছিল। আগামীকাল বিমল স্যারের কসমেটোলজি কোর্সের ক্লাস টেস্ট আছে। এমন বিদঘুটে একটা কোর্স যা বলার বাইরে! বন্ধুরা মিলে নোট করেছে, ভার্সিটির মোড়ের দোকান থেকে মূল কপির সেভ ফাইল থেকে দোকানীকে বলে যার যা খুশি প্রিন্ট করে নেওয়াটাই অনেকটা অভ্যাসের রুলস এখন । গতকাল ক্লাস শেষে স্নেহা ও নিজের জন্য এককপি প্রিন্ট করতে বলে সময় কাটানোর জন্য নাহিয়ানের সাথে চা খেতে বসে গেছিল। তাতে বরং উলটে বিপত্তিই ঘটেছে।

নাহিয়ান স্নেহার ক্লাসমেট। তবে ওর নিজের সার্কেলের না অভ্রদের সার্কেলের ছেলে। ছিপছিপে গড়নের এই ছেলেটা আর একটু হলেই বোধহয় আকাশ ছুঁয়ে ফেলত। উচ্চতায় ছয় ফিট দুই ইঞ্চ! কেমন খাম্বাওয়ালা তালগাছ টাইপের ছেলে। স্নেহার সাথে এর যখনই দেখা হয় স্নেহা নাহিয়ানের দিকে খুব লাজুক ভঙ্গিতে তাকায়, এই ছেলেটাকে দেখলে ও যে ঠিক কি কারণে লজ্জা পায় তার মাথামুণ্ডু ও ওর জানা নেই। তবে নাহিয়ানের চোখ দুটো ভারী মায়ামাখা, ফর্সা বর্ণের ছেলেদের এমন ডাগর চোখ খুব একটা দেখা যায় না। ওর দিকে তাকালেই যেন মেয়েদের চোখ আঁটকে যায় অন্তত ন্যানো সেকেন্ডের জন্য। আর এর একটিই কারণ হতে পারে ওর ওই গোল্লাগোল্লা চোখদুটো।

চা খেতে বসে দু’চার কথায় নাহিয়ানের সাথে ওর আড্ডাও জমে যায় বেশ, আড্ডার বিষয়বস্তু দুম করে অভ্রের ড্যান্সিং এর প্রতি ঝোঁক। অভ্র ছেলেটা ভার্সিটির এই শেষ বর্ষে এসে কি বুঝে হঠাৎ নাচা-নাচির উপরে এতটা আগ্রহী হয়ে উঠল সেটা নিয়ে চাইলেই একটা বড়সড় আড্ডা দেওয়া যায়। কথায় কথায় আড্ডা জমে উঠল, নাহিয়ান চায়ের কাপে চুমুক বসিয়ে রসিকতার সুরে বলল,

–কী জানি! শুনেছি সেই ড্যান্স ক্লাসে নাকি আবার কোন সিনিয়র সুন্দরী আপু আছেন! অভ্র তার উপর ক্রাশ ট্রাশ খেয়েই কি ড্যান্স ক্লাস ড্যান্স ক্লাস করছে কিনা কে জানে! হতে পারে ও ওই আপুর পিছনে লাইন মারতেই ক্লাস জয়েন করতেছে আর আমাদের সব ভূগোল দিচ্ছে।

স্নেহার হাসি চেপে রাখা মুশকিল হলো, বাঁধভাঙ্গা হাসি হাসতে হাসতে ওর হাতের চায়ের কাপটা খসে চা গড়িয়ে পড়ল জামার উপর । কি এক অবস্থা! হাসতে নিলে এই মেয়ের যেন আর হুঁশ থাকে না। নাহিয়ান ওর দিকে পানির বোতল এগিয়ে দিল, স্নেহা উঠে গিয়ে জামা থেকে চায়ের দাগ সরাতে ব্যস্ত হয়ে উঠল। নাহিয়ান ও এলো ওর পিছু পিছু। ও বলেই যাচ্ছে একের পর এক,

—স্নেহা ধরো, অভ্রর সাথে ওই আপুর প্রেম হয়ে গেল। আরে বলা তো যায় না হয়েও যেতে পারে! এখন দেখো না সিনিয়র জুনিয়র কত টুকিটাকি প্রেম হয়!

টুকিটাকি প্রেম শব্দটা গিয়ে স্নেহার কানে বারি খেল। এবারে স্নেহার হাসির গতি বোধহয় আরও বেড়ে গেল। ওর হাসির শব্দেই বোধহয় হুট করে আকাশের বুকে জমা থেকে মেঘ গলে বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি শুরু হতেই দু’জন ছুটে গিয়ে পাশের যাত্রি ছাউনিতে আশ্রয় নিল সেখানে কিছুক্ষণ গালগল্প করে বৃষ্টি কমার অপেক্ষায় কাটিয়ে দিল। ওদিকে উত্তরা যাওয়ার বাস ও চলে এসেছে, নাহিয়ানকে বাই বলেই স্নেহা লাফিয়ে বাসে উঠে গেল। আর এরপরে সোজা বাড়িতে।

এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই বেমালুম ভুলে গেলো স্নেহা। রাতে পড়তে বসে মনে পড়ে, ওহো সীট তো ফেলে এসেছি ফটোকপির দোকানেই! বাইরে ঝুমবৃষ্টি হচ্ছে, স্নেহা জানালার পাশে বসে হাত বাড়িয়ে বৃষ্টির ফোটা ফোটা জলকে পরম আবেশে ছুঁয়ে দিচ্ছে। আকাশে মেঘের গুরুমগুরুম আওয়াজ আর ক্ষণিক পর পরেই লালায়িত বজ্রপাতের হুংকার। মা জোর গলায় ডেকেই যাচ্ছেন,

–স্নেহা, জানালাটা লাগিয়ে দে। ঝড় হবে মনে হচ্ছে।

কিন্তু কে শোনে কার কথা! মায়ের কথাকে পাশ কাটাতে স্নেহা কানে হেডফোন গুঁজে নিল, ওর চোখদুটো স্থির হয়ে আছে গেটের কাছে ঝরে পড়া শিউলি ফুলের দিকে। মন চাচ্ছে এক্ষুণি ছুটে গিয়ে ফুলগুলো কুড়িয়ে এনে মালা গাঁথে সে কিন্তু এখন কোনক্রমেই ঘর ছেড়ে বের হওয়া সম্ভব না। মা জানলে নির্ঘাত কপালে খুব দুর্ভোগ আছে, এইতো ক’দিন আগেই স্নেহার জ্বরটা কেটেছে কেবল। ইদানীংকালে আবার স্নেহার হুটহাট জ্বর বেঁধে যায়! নাহ বাইরে যাওয়া যাবে না একদম। স্নেহা চোখবুঁজলো! বার ক’বার একটা করে মৃদু ঢোক গিলে কি যেন ভাবলো ও। ওদিকে হেডফোনের স্পিকার ভেদ করে ভেসে আসছে “আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, জানি নে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না,লাগে না! আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।।”

গানের প্রতিটি শব্দ স্নেহাকে যেন বৃষ্টিস্নানের মত আদ্র, সিক্ত অনুভূতি দিচ্ছে। মনটা চুপ হয়ে কই যেন ডুবছে, স্নেহা সেটা টের পাচ্ছে কিন্তু ওর এখন হারাতেই বেশ লাগছে৷ যাকনা একটু হারিয়ে দূর কোন দেশে, নৌকা কিংবা ভেলায় ভেসে! নৌকাতে থাকলে স্নেহা বরং জলের মধ্যের নৌকো বাড়ির ভেতর দিয়েই হাত বাড়িয়ে এভাবেই বৃষ্টির জল নিবে আর একটু আধটু খেয়েও দেখবে বৃষ্টির ঠাণ্ডা জল খেতে কেমন হয়। ভাবনাতে যখনই স্নেহা বৃষ্টি খেতে যাবে ঠিক তখনই নৌকোর মাঝি বলে উঠল,

–আরে আরে কর কী কর কী! ভিইজো না তো আসো ছাউনির ভেতরে আসো। জ্বর আসবে তো।

স্নেহা অবাক হয়ে লক্ষ্য করল মাঝিটা দেখতে হুবহু নাহিয়ানের মত, ইতস্তত হয়ে নিজের দিকে তাকাতেই দেখল ওর পরনে একটা আটপৌরে সুতি শাড়ি আর শাড়ির আঁচল টা পেঁচিয়ে এনে কোমরে বাঁধা, হাতে ঝুনঝুন কাঁচের চুড়ি, গলাটা খালি কিন্তু কপালে একটা টিপ ও আছে বোধহয়। কি রঙের কে জানে! পুরোটা ভাবতেই স্নেহার গায়ে একটা হালকা ঝাঁকুনি দিয়ে উঠল, মনটা বলল!

–আরে স্নেহা পাগল হলি না কী! কী ভাবছিস এসব আবোলতাবোল!

আহা সত্যিই তো কি ভাবছে স্নেহা এসব! হাত বাড়িয়ে ও নিজের মাথায় ই একটা ঠুয়া মেরে ফিচেল হাসলো এরপরে অজান্তেই আরও কয়েকবার মুচকি হাসলো। এর মধ্যেই ডোরবেলটা বেজে উঠল, মা চেঁচিয়ে বললেন,

–ওই যা দরজাটা খোল, দেখ তো কে এলো!

স্নেহা ছুটে গিয়ে দরজা খুলতেই চোখ যেন চড়কগাছ হয়ে উঠল৷ আরে নাহিয়ান যে বৃষ্টিতে কাক ভেজা হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে ওর হাতে একটা ফাইল। স্নেহা হতভম্ব হয়ে প্রশ্ন করল,

–তুমি?

— হাসিম কাকার দোকানে ফটোকপি করতে গেলাম সকালে, কাকা বলল তুমি নাকি কাল তোমার কপিটা নিতেই ভুলে গেছো? আমিও ভাবলাম যে হ্যাঁ তাই তো, তুমি তো কাল আমার সামনেই বাসে উঠে গেলা। এদিক দিয়েই যাব ভাবলাম তোমার কপিটা তোমাকে দিয়েই যাই। কথাগুলো নাহিয়ান এক নিঃশ্বাসে বলে গেল, ওর বলার ভঙ্গি বলে দিচ্ছে ও বেশ অপ্রস্তুত এই মুহূর্তে এবং হালকা জড়তা ও আছে ওর মধ্যে।

–আমাকে ফোন দিলেই হতো আর তুমি জানলে কিভাবে আমার বাসা এইদিকে…. মানে চিনলে কিভাবে?

–অভ্রর বাসায় যাব গ্রুপ স্টাডি করতে ওর বাসা ওই সামনের গলিতে আর তোমার ফোন বন্ধ বলছে তাই বাসায় ই আসতে হলো, স্যরি হা!

কথাটা বলতে বলতেই নাহিয়ান নিজের জিহ্বা কামড়ে বসেছে, একহাত দিয়ে নিজের চুলের মধ্যে আঁকিবুঁকি করছে। স্নেহার খুব হাসি পেলো কিন্তু ও হাসিটা চেপে নিল। মা আবার বললেন,

–কীরে কে এসেছে?

–আমার এক বন্ধু মা নোট দিতে এসেছে!

–তো ভিতরে আসতে বল, গাধা নাকি তুই দাঁড় করিয়ে রাখছিস কেন? স্নেহা উত্তর দিতে যাবে তখনই নাহিয়ান ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল,

–আজ না হা অন্যদিন। আমি বরং আসি।

বাক্যটা শেষ করেই নাহিয়ান আর এক মুহূর্ত ও দাঁড়ালো না, দোতলার সিঁড়ি বেয়ে গড়গড়িয়ে নিচে নেমে গেল। ফাইলটা নিয়ে স্নেহা রুমে আসল, আসতে আসতে কয়েকটা ছোট ছোট প্রশ্ন ওর মাথায় খেলে গেল! অভ্র নিজেই তো জানেনা স্নেহার বাসা ঠিক এখানে! সেখানে নাহিয়ান কিভাবে জানলো আর ফোন নম্বর! কই স্নেহা তো কোনদিন নাহিয়ানকে নিজের ফোন নম্বর দেয় নি তাহলে ও যে বলল ফোন অফ!

বিছানায় বসতে বসতেই স্নেহা জানলার দিকে আরেকবার তাকালো, এখান থেকে তাকালে নিচ বরাবর গেটের সামনের অংশটা দেখা যায়, জানালা দিয়ে উঁকি দিতেই দেখা গেল নাহিয়ান বৃষ্টিতে লাফাচ্ছে আর ঘুরছে। ভাবটা এমন যেন ও কোন মহাভারত জিতে এসেছে! স্নেহা ফ্যালফ্যাল করে নাহিয়ানের কাণ্ডকীর্তি দেখছে। মিনিট দু-এক পরে হুট করে নাহিয়ান উপরের দিকে তাকালো। ও তাকাতেই স্নেহা চট জানালার মুখটা থেকে সরে পড়ল, দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে স্নেহা ও হাসতে শুরু করল হাসতে হাসতে বিছানার উপর উঠে দাঁড়াল এরপরে কী মনে করে সে ও নাহিয়ানের অনুকরণ করে বিছানার উপরেই লাফাতে শুরু করল! ও ঘর থেকে মা জোরে চেঁচিয়ে বললেন,

–কীরে খাট টা ভেঙে ফেলবি নাকি আজ? মায়ের কন্ঠ শোনামাত্র স্নেহা ঠোঁট কামড়ে দুপ করে খাটের উপরে বসে পড়ল। দু’হাত দিয়ে ফাইলটা বুকের সাথে জেঁতে ধরে জানালার মুখে একবার দেখল আর বিড়বিড় করে বলল, “কসমেটোলজি তুমি মহান!”

গল্পের বিষয়:
গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত