জীবন বলে মরণেরে ডাকি, “ডাকিয়াছ কি তুমি মোরে ?”
মরণ কহে, “রহিয়াছ প্রিয়… আজো তুমি কোন ঘোরে ?”
শোনেনা তো জীবন মরণের কথা তার মতই পথ চলে!
জীবনেরে তবুও মরণ যায় ডেকে- ঘোর কাটাতে বলে!
বুঝে না জীবন- মরণেরে রেখে দিতে চায় সুদূরে পাড়ি!
জীবনের কথা মানে না মরণ রাখে না কিছুতেই আড়ি!
জীবনেরে কহে, যত দূরে যাও রবো আমি কাছাকাছি,
তোমারে নিয়েই জীবন আমার অস্তিত্বে আছি যে বাঁচি!
আজ না হয় কাল ছুঁয়ে তোমাকে মেটাবো আমার সাধ,
সময় থাকতে স্মরে নাও আমায় হয়ো নাকো বরবাদ!
জানি রাখলে মনে জীবন তোমার ঘোর যাবে সব কেটে!
শুধু ছুটবে তুমি মরণের পরের ঐ অমৃতের স্বাদ পেতে!
বুঝতে তবু যে মরণের কথা হয়ে গেল জীবনের দেরি!
হলো না তাই জীবনের আর ভালো কাজের পথে ফেরি!
এমন সময়টা আসার আগে যে বুঝবে তারই তো ভালো!
না হয় জীবন.. মরণের পরেও খুজে পাবে না যে আলো!
গল্পের বিষয়:
গল্প