তার জানার কথা ছিল না।অথচ অদ্ভুত সে জেনে গেল।কিভাবে জেনে গেল,কিছুই বুঝতে পারছি না।আমি তো তার পিছে পিছে কখনো ঘুরিনি।যদিও বাসা হতে ওর বাসা কাছাকাছি।অনেক দিন ধরেতো ওদের বাসায়ও যাওয়া হয় না।যদিও রাস্তায় যাওয়া আসার সময় একটু আধটু দেখা হয়।তবু কথাতো একেবারেই বলা হয় না।দেখলেই মাথা নিচু করে চলে আসি।চোখে চোখ কখনো পড়েছে বলে মনে হয় না।তবু যেটুকু দেখি সেটুকুই মনের ভিতর সারাদিন ঘুরপাক খেতে থাকে।কোন মানুষের ভিতর যে এত সৌন্দর্য থাকতে পারে,তা ওর জানা ছিল না।সেদিন পথের বাকে দেখা।
-এই যে শুনুন?
বুক ভীষণ কাপছে।নিজের কানকে বিশ্বাস করতে পারছে না।
-বলুন।
মেয়েটা টকটকে গোলাপী কালারের টিপ পড়ছে।সাথে গোলাপী কালারের শাড়ি।ভয়ানক সুন্দর লাগছে মেয়েটিকে।
-আমাকে কালকে দেখতে আসবে।শুনেছেন বোধহয়?
-হু।
-আমি কি করব?
-বিয়ে করে ফেল।শুনেছি ছেলে ভাল।
-তাহলে আপনি যে এতদিন ধরে আমাকে ভালবাসলেন,তার কি হবে?
শুনেতো অবাক হয়ে গেল।ও যে তাকে ভালবাসে সে কি করে জানল?তার তো জানার কথা না।সে তো কখনো কোনদিন বলিনি।
-তুমি কি করে জানলে?
-সবকিছু জানতে হয় না।অনেক কিছু বুঝে নিতে হয়।
-তুমি আমাকে ভালবাস?
-জানি না।তবে এবার আমার হাতটা ধরুন।
এরপর চলা শুরু হল তাদের।অনন্ত সুন্দর আলোকরাশিতে দিন দিন বিকশিত হত লাগল তাদের ভালবাসা।এখন তারা দুজনে ভয়ানক সুন্দর জীবনের পথযাত্রী।
গল্পের বিষয়:
গল্প