আমি তোমাকে ভালোবাসি
-কি বলছ এসব?
-I Love You,
-তোমার মাথা ঠিক আছে?
-আমি তোমাকে ভালোবাসি।
-আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোমার?
-ভালোবাসার জন্য আগে যোগ্যতা প্রয়োজন নাকি মন?
-শুন আবেগ দিয়ে জীবন চলে না,জীবন খুব কঠিন,সিনেমার গল্প যদি এটা হতো তবে পসিবল হত,
-তাহলে কি বলছ তুমি?
-তুমি আগে আমার যোগ্য হয়ে আস,তারপর দেখা যাবে।
হুম আসলেই ত।সবাই কি সবাইকে ভালোবাসতে পারে নাকি?নিজের লেভের এর কাউকে ভালোবাসতে হয়।তা না হলে পরিবার মেনে নিতে চায় না।যাই হোক আগে নিজে বড় হতে হবে,তারপর প্রেম ,ভালোবাসা,এইসব ভাবতে ভাবতে রিশান চলে যাচ্ছে।
কয়েকবছর পর,
রিশান এখন বুয়েট এর তৃতীয় বর্ষের স্টুডেন্ট। নীলিমার সাথে সেদিন এর পর আর কথা হয় নি,নীলিমা তার বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছে রিশান বুয়েট এ পড়ে।নীলিমা তারপর রিশান কে খুজেছে,বাট পায় নি।এখন রিশান নীলিমা এর যোগ্য।
হঠাত একদিন রাস্তায় তাদের দেখা হলো,কিছু কথা হবার পর একটা রেস্টুরেন্ট এ বসে গল্প করছে,
-রিশান,আমাকে এখনো ভালোবাস?
-কি বল এসব?
-আমায় বিয়ে করবে?
-কোথায় তুমি আর কোথায় আমি,
-I Love you,
-মজা করছ তাই না?
-আমি সত্যিই তোমাকে ভালোবাসি।
-সরি,,,,আমি যেখানে আছি, তুমি সেখানে আমার যোগ্য নও,,আমার জন্য আমার লেভেল এর মেয়ে প্রয়োজন।
নীলিমার সেদিনের কথা মনে পড়ে গেল।সে কাদতে কাদতে চলে গেল।নীলিমা কে এখনো রিশান ভালোবাসে।কিন্তু নীলিমা ভালোবাসে রিশানের যোগ্যতা কে,রিশানের ক্যারিয়ারকে,রিশানকে ভালোবাসে না।রিশান এখন এমন এক জনকে চায় যে শুধু রিশানকে ভালোবাসবে,তার অন্যকিছুকে নয় ,,,,,,,,,,,
কারন নীলিমার মত মেয়ে যে কালকে ওর চেয়ে ভালো ছেলে পেলে চলে যাবে না তার কোন নিশ্চয়তা নেই।