বিশ্বকাপ নিয়ে

বিশ্বকাপ নিয়ে
২০১০ সালের ১১ই জুন দক্ষিন আফ্রিকায় শুরু হল ১৯ তম বিশ্বকাপ। প্রথম ম্যাচ হল আয়োজক দক্ষিন আফ্রিকার সাথে মেক্সিকোর। দুটো দলই যদিও মাঝারি মানের তবুও বিশ্বকাপের ম্যাচ বলে কথা। কত কষ্টে সারা বিশ্ব থেকে মাত্র ৩২ টা দল উঠে এসেছে।এবার প্রথম আফ্রিকায় বিশ্বকাপের আসর বসেছে।রঙ্গের ছটা,নাচ-গানের ফোয়ারায় দারুণ ছিল সেই শুরুটা।
ভারত কিন্তু বিশ্বকাপে নেই।শুধু এবারেই নয়,কোনবারেই থাকেনা।সেই একবার ১৯৫০ সালে খেলার সুযোগ পেয়েছিল ভারত কিন্তু তখন খালি পায়ে খেলত বলে’ফিফা’ খেলতে দেয়নি।তবুও বাঙ্গালী তথা ভারতবাসীর বিশ্বকাপ নিয়ে উন্মাদনার আর শেষ নেই। ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে তারা এখন দুই দলে ভাগ।এবারে তো আবার আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতি আরো বেশী১৯৮৬ র নায়ক দিয়েগো মারাদোনা যে এবারের আর্জেন্টিনার কোচ।
আবার তাঁর সঙ্গে আছেন তাঁর শিষ্য,বাঁ পায়ে খেলা আরেক নক্ষত্র বার্সেলোনার সেরা স্ট্রাইকার লাওনেল মেসি।ওদিকে ৯৪ এর বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন এবার স্বয়ং কোচ ব্রাজিল দলের।স্পেনের এবার বিশ্বকাপ পাবার দারুণ একটা সুযোগ রয়েছে।টিমটাও অসাধারন সাজিয়েছেন ভিনসেন্ট।স্পেনের জাদু দেখার ইচ্ছে রইল।এছারা রয়েছে ইল্যান্ড।ফাবিও কাপেলোর হাতে পরে দলটা বেশ ঘুরে দাঁড়িয়েছে।জোহান ক্রুয়েফের হল্যান্ডও এবার বিশ্বকাপ জিততে মরিয়া।দেখা যাক শেশ পর্যন্ত কি হয়। ওয়াকা-ওয়াকা !!!

 

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত