আবারো বিদায়

আবারো বিদায়

স্বামী আগেই ঘুমিয়ে পড়েছিল। স্ত্রী ঘুমানোর জন্য চুল বাঁধছিল।
জানালার ওপাশে রাত এগারোটার অন্ধকার। খুলনাগামি মেইলটা একটু আগে হুইসেল বাজিয়ে চলে গেছে। বাইরে তুমুল বৃষ্টি। এমন সময় কলিংবেল বাজল।
শিউ অবাক হয়ে দরজার দিকে তাকাল। পোড়াদহ জেলা বা থানা শহর নয়। নিতান্ত বাজার এলাকা। এখানে বৃষ্টির দিনে রাত এগারোটায় কারো অতিথি আসে না। দ্বিতীয়বার বেল বাজলে শিউ স্বামীর মুখের দিকে তাকাল।
সারাদিন অফিসে কলম পিষে বেচারা এখন ঘুমে কাদা। একটু আগে শুয়েছে। মুখের উপর দুধের সরের মত পাতলা একটা ঘুমের পর্দা। স্বামীকে জাগাতে মন চাইল না শিউয়ের। আবার এত রাতে দরজা খুলতেও ভয় ভয় লাগছে। যদি চোর বা ডাকাত হয়?
পরক্ষণে ভাবল এই এলাকায় অমন ঘটনা খুব একটা ঘটে না। ডাকাত পড়ার মত অভিজাত বাড়ি নয় তাদের। শিউয়ের স্বামী রেলের মধ্যম সারির
কর্মচারী। দুই রুমের ছোট বাসা। একটা কিচেন। একটা কমন বাথরুম। ডাইনিং নেই। কিচেনের ফ্লোরে পাটি পেড়ে খাওয়া দাওয়া চলে। বাচ্চা কাচ্চার হাঙ্গামা এখনো হয়নি।
তৃতীয়বার বেল বাজতে বেশ খানিকটা সময় নিল। বাইরের আগন্তুক বোধহয় এলেবেল টাইপের ভদ্রলোক। নিজে বৃষ্টিতে ভিজে শিউদের সময় নিয়ে দরজা খোলার সুযোগ দিচ্ছে। শেষবারের মত একটু ভেবে দরজার দিকে এগিয়ে গেল শিউ। বাইরে তখনো বাজ পড়ার শব্দ হচ্ছে। দরজা খোলার সাথে সাথে বিদ্যুৎ চমকাল। বিদ্যুতের আলোয় শিউ দেখল অপরিসীম রূপবতী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পটলচেরা চোখ, ধারাল নাক, আপেলের মত মসৃণ গাল, হাসলে বোধহয় টোল পড়ে, গায়ের জামাটা আধভেজা। একগোছা অবাধ্য চুল কপালের উপর এসে মেয়েটির সৌন্দর্য আরো বাড়িয়েছে। মেয়েটাকে শিউ চেনে না। তবে সঙ্গের ভারি ট্রলি দেখে বুঝল
মেয়েটা বেশ দূর থেকে এসেছে। কি করবে শিউ বুঝতে পারছে না। অচেনা মানুষকে হুট করে রাতের বেলা বাড়ি তোলা যায় না আবার মেয়েটার চেহারায় এমন আভিজাত্য আছে একে বাইরে দাঁড় করিয়েও রাখা যায় না। একটু ভেবে শিউ বলল, আসুন, ভেতরে আসুন। শিউ দরজা থেকে সরে দাঁড়াল।
মেয়েটা ট্রলি ঠেলে ভেতরে ঢুকল। শিউ ওকে দ্বিতীয় ঘরে বসতে দিয়ে বলল, আপনাকে ঠিক চিনতে পারিনি। মেয়েটা বলল, আমাকে চেনার কথা না।আমি রুমকি। বিপদে পড়ে আপনাদের বিরক্ত করতে এসেছি।
– বিপদটা কেমন?
– আমি যাব ছুটিপুরে। ওখানকার এক প্রাইমারি ইস্কুলে আগামীকাল জয়েন করার কথা। সন্ধের ভেতর পৌঁছে যাবার আশা ছিল। কিন্তু আজকের ট্রেন খুব লেট করেছে। তবু একটা রিকশা হয়ত রাজি করাতে পারতাম। কিন্তু গোল বাঁধাল বৃষ্টি। আপনাদের বুঝি খুব অসুবিধায় ফেললাম?
শেষের দিকে রুমকির গলা নুয়ে পড়ল।
শিউ বলল, মাত্র তো একটা রাত, কোন অসুবিধা হবে না।
– আপনাকে ধন্যবাদ।
– আপনার বাসা?
– রাজশাহী।
– এখন রাজশাহী থেকে এলেন বুঝি?
– হু। আপনি নিশ্চয় একা থাকেন না?
– আমি আর আমার স্বামী থাকি। ও
ঘুমুচ্ছে। কাল সকালে পরিচয় হবে।
ওম্মা আপনার জামা তো ভেজা।
শাড়ি দিব, পরবেন?
– না না ট্রলিতে আমার কাপড় আছে।
– ঠিক আছে আপনি কাপড় পাল্টে নিন। আমি জল খাবারের ব্যবস্থা করি।
রুমকি শিউয়ের হাত চেপে ধরে বলল, ওসব লাগবে না ভাই। দয়া করে থাকতে দিয়েছেন এই অনেক। খুব ভোরে আমি চলে যাব। শিউ বলল, ফরমালিটি একটু
বেশি বেশি হয়ে যাচ্ছে না?
আমি আপনার বাসায় গেলে কি খালি পেটে রাখতেন?
এর উপর আর কথা নেই। রুমকিকে চুপ থাকতে হল।
স্বামী -স্ত্রী খাওয়ার পর কিছু ভাত বেচে ছিল। রাইস কুকারে গরম করে শিউ ডিম ভাজতে বসল।
ততক্ষণে রুমকি কাপড় বদলে রান্নাঘরে চলে এসেছে।— খুব। ভয় পাচ্ছিলাম, না জানি বাসার মানুষগুলো কেমন হয়।
শিউ হাসি টেনে বলল, কেমন হল, খুব খারাপ?
– খারাপ হলে আপনার রান্নাঘরে ঢুকতে পারতাম?
দুজন একসাথে হেসে উঠল।
হাসি থামিয়ে শিউ বলল, বিয়ে করেছেন?
রুমকি একটু লজ্জা পেল। কুমারী মেয়ের সামনে হঠাৎ বিয়ের কথা পাড়লে যেমন লজ্জা পায় তেমন।
রুমকি মুখটা পাকা করমচার মত লাল করে বলল,
উহু।
– পছন্দের কেউ নেই?
– উহু।
– আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না।
-কেন ভাই?
-আপনার যা আগুন চেহারা! এমন
মেয়ে একা থাকবে বিশ্বাস করা মুশকিল।
রুমকি এই বিষয়ে আর কথা বলল না। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগল রুমকি। সকালেও সে বাবা-মার কাছে ছিল। এখন কোথায়?
কাল সকালে যোগ দিতে হবে চাকরিতে। সেখানকার পরিবেশ কেমন হবে কে জানে। দুশ্চিন্তায় সে চোখের পাতা এক করতে পারছে না। হঠাৎ আবিরের কথা মনে পরল। এমন হয়। খুব দুশ্চিন্তার সময় কিভাবে যেন আবির হাজির হয়ে যায়। ছেলেটা এখন কোথায় আছে রুমকির জানা নেই। তবে এতটুকু জানে আবির কুষ্টিয়ার এই অঞ্চলটায় কি এক চাকরি নিয়ে আছে।
কলেজ জীবনের প্রথম দিকে আবির আর রুমকি সের্ফ বন্ধু ছিল। খুব ভাল বন্ধু। কলেজের অসংখ্য ছেলের মাঝে আবির আলাদাভাবে সবার। নজর কাড়ত। ওর উচ্চতা ছিল ছ’ফুটের কাছাকাছি। মাথাভর্তি ঘন চুল। নীল টি-শার্ট অথবা গেঞ্জি পরত। নীল ছিল ওর প্রিয়। কলেজের সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দিত। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে কবিতা লিখত। আজিজ সুপার মার্কেট থেকে প্রকাশিত লিটলম্যাগে ওর কবিতা ছাপা হত। মাঝে মাাঝে দৈনিকের সাহিত্য সাময়িকীতে। আবিরের সব কবিতার প্রথম পাঠক ছিল রুমকি। ছাপা হওয়ার আগে। কখনো আবির আবৃত্তি করে শোনাত। কখনো রুমকি নিজে পড়ত। হঠাৎ একদিন কি এক ভূত চাপল আবিরের মাথায়।। রুমকিকে নিয়ে একটা রোমান্টিক কবিতা লিখে ফেলল। সেই কবিতা ছাপা হওয়ার সাথে সাথে হইচই পড়ে গেল কলেজে। বন্ধুরা ক্ষ্যাপাতে শুরু করল। ভাললাগা যা-ই থাক বন্ধুদের উস্কানি পেয়ে দুজন দুজনের প্রেমে পড়ে গেল।
আবিরের কথা ভাবতে ভাবতে রুমকি কখন ঘুমিয়ে পড়ল। লাইট জ্বলা রইল। শেষরাতে বাথরুম করতে উঠল শিউয়ের স্বামী।
দ্বিতীয় ঘরে আলো জ্বলছে দেখে সে অবাক হল। বাসায় তারা দুজন মানুষ। ওঘরে আলো জ্বলার কথা না। অতিথি এলে ভিন্ন কথা। তাদের তো কোন অতিথি আসেনি। সে ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকল। একই সাথে বিব্রত এবং বিস্মিত হল।। রূপবতী একটা মেয়ে জিঞ্জাসা চিহ্ন হয়ে শুয়ে আছে বিছানায়। মেয়েটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে কিন্তু চেনা যাচ্ছে না। ঘুমালে মেয়েদের মুখের আদল খানিকটা বদলে যায়। বদলে যাওয়া আদল সরিয়ে পুরনো ছবি সহজে ধরা পড়ে না। সে আরেকটু এগিয়ে মেয়েটার মুুখের উপর ঝুকল। ঠিক সেই মুহূর্তে ঘুম ভেঙে গেল রুমকির। ঘুম ভেঙেই যদি দেখা যায় মুখের উপর
ঝুকে আছে সুগঠিত পুরুষালি মুখ—কেমন লাগে? রুমকির তেমন লাগল।
কোনকিছু না ভেবেই সে চিৎকার করে উঠল। বেচারা স্বামী এর থেকে বেশি বিব্রত বোধহয় আর কোনদিন হয়নি। সে তাড়াতাড়ি দুই পা পিছিয়ে এল। রুমকি ততক্ষণে সামলে নিয়েছে। এবার শিউয়ের স্বামীর দিকে তাকিযে সে আর্তনাদ করে উঠল—আবির তুমি!
আবিরও বিস্ময় নিয়ে বলল, রুমকি তুমি এখানে! কিভাবে?
ধাক্কা সামলে নিয়ে রুমকি ফুপিয়ে কাঁদতে লাগল।
আবিরের অত ধৈর্য নেই। হাজারটা প্রশ্ন তাকে ক্রমাগত দংশন করছে। সে একই রকম বিস্মিত গলায় বলল, তুমি এখানে কিভাবে এলে?
রুমকির কান্না থামাল। ওড়নায় চোখ মুছে এখানে আসার কারণ বলল। মিনিট পাঁচেক পর উত্তেজনা কমল।
আবির রুমকির হাত ধরতে গেল। রুমকি সরিয়ে নিল।
আবির ব্যাকুল গলায় বলল, কেন তুমি হারিয়ে গেলে রুমকি?
রুমকি হেরে যাওয়া সৈনিকের মত মাথা নিচু করল। আজ আবিরের প্রশ্ন করার দিন।
*****
আবির আরো বেপরোয়া হয়ে বলল, কত খুঁজেছি তোমাকে। ঢাকার সব কলেজে। শেষে নিরুপায় হয়ে কলেজের রেজিস্টার খাতায় তোমার ঠিকানা বের করে ছুটে গেছি রাজশাহী। কিন্তু…..।
– আবির এটা ছেলেমানুষির সময় নয়। পাশের ঘরে তোমার বউ ঘুমাচ্ছে।
– এটা ছেলেমানুষি নয়। শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে সাত বছর তোমাকে খুঁজেছি। কেন তুমি ওভাবে হারিয়ে গেলে?
– আজ তোমাকে বলব। তোমাকে বলবার জন্য আমিও তোমাকে অনেক খুঁজেছি। খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা শেষে তুমি আমাকে রাজশাহীর ট্রেনে তুলে দিলে। এক মাাসের ছুটি। আমার খুব মন খারাপ। এতদিন তোমাকে না দেখে কিভাবে থাকব?
ওদিকে বাড়িতে তখন আমার জন্য এক নতুন বিস্ময় অপেক্ষা করছিল। জন্মের পর থেকে যাদেরকে আমি বাবা-মা ডেকে এসেছি তারা আমার আসল বাবা-মা নন। স্টেশনে তারা আমাকে কুড়িয়ে পেয়েছিলেন। নিঃসন্তান ছিলেন বলে আমাকে পেলেছিলেন। এটা শোনার পর মরে যেতে ইচ্ছা করছিল। বার বার মনে হচ্ছিল আমি কোন পাপের ফসল। আমি জানতাম এসব শোনার পরও তুমি আমাকে ফেরাতে না। কিন্ত
পরিচয়হীন এই জীবন নিয়ে তোমার সামনে দাঁড়াবার রুচি হয়নি আবির।
সবশুনে কিছুক্ষণ গুম হয়ে রইল আবির। তারপর থমথমে মুখে বলল, সেদিন আমার উপর তুমি ভরসা করতে পারনি তাই না?
রুমকি প্রতিবাদ করে বলল, ওভাবে বল না। আমি জানতাম সব শুনে তুমি আমাকে আগের মতোই ভালবাসবে। কিন্তু আমিই এই ক্লেদাক্ত জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। আমাকে তুুমি ভুল বুুঝো না, প্লিজ। একটু থেমে রুমকি বলল, তুমি আর কবিতা লেখ না?
– কলেজ জীবনেই বাদ দিয়ে দিয়েছি। স্বপ্ন ছিল কবি হওয়ার হলাম রেলের কর্মচারী।
– তোমার কবিতার লোভে রাজশাহীতে অনেক লিটলম্যাগ সংগ্রহ করেছি। কিন্তু পাইনি।
– কিইবা এমন লিখতাম।
– বিয়ে করেছ কতদিন?
– তিন বছর।
– তোমার বউটা খুব ভাল।
অচেনা একটা মেয়েকে কেমন আপন করে নিয়েছে।
– তুমি বিয়ে করনি?
প্রশ্নটা করতে গিয়ে আবিরের গলা একটু কাঁপল।
– সেটা আর হল কই?
রাত ফুরিয়ে যাচ্ছিল। শিউ টের পেয়ে যায় সেই ভয়ে আবির বিদায় নিল।
খুব সকালে ব্যাগ গুছিয়ে নিল রুমকি। এখনই বেরুতে হবে। রাতে কথাগুলো বলতে পারায় বেশ হালকা লাগছে। এরপর আর এখানে থাকা যায় না। ওদের অশান্তি হবে। গোছানো দেখে শিউ বলল, এত তাড়া কিসের? না খেয়ে যেতে দিচ্ছিনে।
রুমকি হাসতে হাসতে বলল, আচ্ছা ভাই খেয়েই যাব।
খাওয়ার পর রুমকি বিদায় নিল। শিউ বলল, পাশেই তো থাকবেন। মাঝে মাঝে আসবেন। আর আবির তুমি ওকে রিকশায় তুলে দিয়ে এসো।
রাস্তায় নেমে আবির রিকশা ঠিক করছিল। রুমকি বাঁধা দিল।
আমাকে রাজশাহীর ট্রেনে তুলে দাও। আবির অবাক হয়ে বলল, তুমি না ছুটিপুরে যাবে?
ওখানে তোমার চাকরি!
রুমকি করুণ চোখে তাকিয়ে বলল, যাব না।
– যাবে না!??
– ইস্কুলের চাকরিটা নিয়েছিলাম তোমাকে খুঁজতে। আমি জানতাম তুমি এদিকে কোথাও থাক। কিন্তু
নির্দিষ্টভাবে জানতাম না কোথায় থাকো।
এখানে থাকলে কোন না কোনভাবে তোমার সাথে দেখা হবেই এই আশায় চাকরিটা নিয়েছিলাম।
আবির বিধ্বস্ত গলায় বলল, এতদিন পর জীবন যখন বয়ে গেছে দুই মোহনায়, তখন তোমার সাথে দেখা না হওয়াই কি ভাল ছিল না!??
রুমকি চোখের কোণা মুছে বলল, আমার কথাগুলো জানানোর জন্য দেখা হওয়ার দরকার ছিল।
নইলে সারা জীবন তুমি আমাকে দোষী করে রাখতে।
রুমকি ট্রেনে উঠল।
সিটে বসে জানালায় মুখ বের করে বলল, শিউকে নিয়ে রাজশাহী যেও।
কলেজে থাকতে যে ঠিকানায় গিয়েছিলে সেখানেই আছি।
– কিন্তু সেই ঠিকানায় তোমাকে পাইনি যে সেদিন।
– আমি সবাইকে নিষেধ করেছিলাম।
ট্রেন নড়ে উঠলে আবির রুমকির হাত
ধরল। বলল, ভাল থেকো।
রুমকি বলল, তুমিও।
ধীরে ধীরে যান্ত্রিক সরিসৃপটা ওদের হাতের বন্ধন খসিয়ে দিয়ে হারিয়ে গেল।
ফাঁকা প্লাটফর্মের দিকে তাকিয়ে আবিরের
মনে হল সে কলেজের দুর্দান্ত ছাত্র। কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। রুমকিকে রাজশাহীর ট্রেনে তুলে দিতে এসেছিল। ছুটি ফুরোলে এক মাস পর ফিরে আসবে রুমকি।
পত্রিকা আফিসে কবিতা জমা দেয়ার পথে রুমকিকে রিসিভ করে নিয়ে যাবে। এই স্টেশন থেকে।

…………………………………………সমাপ্ত………………………………………..

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত