ডিজিটাল প্রেমিক-প্রেমিকা

ডিজিটাল প্রেমিক-প্রেমিকা

২ দিন পর বন্ধুর বড় ভাইয়ের বিয়ে তাই আমাদের আজ সকল বন্ধুমহলে ডাক পরল আসতে।এবংকি সবাই ক্লোজ ফ্রেন্ড হওয়াই বন্ধু জোড়া-জোড়িতে ২দিন আগেই আমরা ৩ ফ্রেন্ড আসা।আর পড়ালেখার কারণে আমরা এক এক জন এক এক শহরে থাকি।তাই কম দেখা সাক্ষাত হই।তাই এটা দেখা করার মক্ষম সময় ত সামনে এগোই
আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠার অব্যাশ আছে।তাই ফ্রেন্ডদের মধ্যে আমি সবার আগে উঠে পরলাম।কাল রাতে আমরা ৪ বন্ধু একখাঠে শুয়েছি। সবার নামটা বলি আমি ইফতি,রিজবী,জাকির,অনিক।তাই যখন বিছানা থেকে উঠতে যাব তখনি জাকিরের ফোনে কল আসল। তাই আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি অক্সিজেন লেখা।আমি ত লেখাটা দেখে। পুরাই লে হালুয়া।গাছ থেকে মানুষ অক্সিজেন পাই আর এইটা ফোনে অক্সিজেন পাই কেমনে। তাই ফোনটা রিসীব করলাম
_হ্যাল বাবু কেমন আছ(অন্যে পাশ থেকে)
এইরে সারছে এইটা ত জাকিরের গার্লফ্রেন্ড। তাই জাকির বিছানার কানিতে শুয়ার কারণে একটা লাথ দিলাম আর জাকির পরে গেল ফ্লোরে।আর জাকির আমার দিকে রাগি লুক নিয়ে চেয়ে রয়েছে। আমি বল্লাম
_দর তর অক্সিজেন কল দিছে
জাকির দেখি ফোনটা নিয়ে কথা বলতে চলে গেল।তাই দেরি না করে যখনি বিছানা থেকে উঠতে যাব তখনি অনিকের ফোনটা বেজে উঠলে।ফোনের স্ক্রিনে দেখি লেখা আব্বা।আমি ভাবলাম অনিকের বাবা ত নিচের রুমে তাই ডাক দিলেই পাড়ত।তাই কলটা দরলাম
_হাই বাবু(অপর পাশ থেকে)
কথাটা শুনে অনিকরে একটা লাথ দিলাম আর বল্লাম তর আব্বা কল দিছে।আর ঐটা তার আব্বা না গালফ্রেন্ড।অনিকও চলে গেল।আবার যখন বিছানা থেকে উঠতে যাব তখনি রিজবীর ফোন বেজে উঠলো।তখনি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4040 লেখা।তার মানে সিম অফিস থেকে এসেছে।না অনেক দিন দরে গান শুনা হইনা তাই ফোনটা দরে ভাবলাম গান বাজবে আর তখনি
_কি কর জানু।
আরে এইটা দেখি রিজবীর গফ।তাই কোনো কিছু না ভেবে রিজবিকে দিলাম এক লাথ আর বল্লাম তর 4040।রিজবীও ফোনটা নিয়ে চলে গেল।
এখন আমি ভাবছি।শালার দুনিয়াতে এই রকমও চলতাছে।আরে কে কে জানি তার গফের নাম কি দিয়া সেব করে।একজনত আব্বা,4040,অক্সিজেন দিয়া সেব করে।আর কারোরটা ত শুনছি পেতনিও লেখে।কেও বা প্যারা দিয়া সেব করে।হাইরে ডিজিটাল যুগ।সবাই কম্পিটিশন নিয়া ব্যস্থ।চিন্তার বিষয় এইটা না।চিন্তার বিষয় হল যখন আমার গফ হবে তখন আমি কি দিয়া সেব করমু।আর থাক গালফ্রেন্ড যখন হবে তখন ভাবা যাবে।
“সমাপ্ত”

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত