খাবার হোটেলের সামনে দাঁড়িয়ে আছে অন্ধ বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে।
ছেলেঃ- আব্বা, আমরা ভাত খাবো না?
বাবাঃ- খাবো, বাপজান।
ছেলেঃ- আব্বা! তুমি গতকাল বলেছিলে, আমারে আজ মুরগীর গোশত দিয়ে ভাত খাওয়াবে।
বাবাঃ- শুধু তুই কেন? আমিও খাবো। (মুচকি হেসে)
ছেলেঃ- আব্বা, তুমি তো সকালে বলছো, কোন টাকা নাই, গোশতের তো অনেক দাম।
বাবাঃ- যত দামই হোক। আজ আমরা মুরগীর গোশত দিয়েই ভাত খাবো।
ছেলেঃ- আব্বা, আর পারছি না, ক্ষিদায় পেট কামড়ায়।
বাবাঃ- একটু ধৈর্য্য ধর বাপজান। একটা ব্যবস্থা হবে।
ছেলেঃ- আব্বা, আজও কি তুমি আল্লাহর ওপর ভরসা করবে?
বাবাঃ- আল্লাহর ওপর সবসময় ভরসা করা লাগে বাপ।
ছেলেঃ- আব্বা, আল্লাহকে বলো আমার ভাগে যাতে মুরগীর পায়ের গোশতটা জুটে।
বাবাঃ- হা হা। আল্লাহ তুমি আমার ছেলের ইচ্ছাটা পূরণ করিও।
ছেলেঃ- আব্বা, আল্লাহকে বলো, ভাতগুলো যাতে গরম গরম হয়। আমি গরম গরম ভাত খাবো। ইশ! মুরগীর গোশতের সাথে গরম গরম ভাত। আমি প্রথমে শুধু ঝোল দিয়ে দুই বাসন খাবো। তারপর শেষে গোশতটা দিয়ে আরো দুই বাসন।
বাবাঃ- আল্লাহ! আমার মানিকের ইচ্ছাটা তুমি রাখো। একঘন্টা পর মানুষ ভর্তি হোটেলটা আস্তে আস্তে খালি হতে শুরু করেছে। যারা ভাত খেতে এসেছে, সবাই খেয়ে চলে যাচ্ছে।
ছেলেঃ- আব্বা! আজ কেউ তো আমাদের ভাত খেতে ডাকছে না।
বাবাঃ- ধৈর্য্য ধর বাপজান। আল্লাহ আছে। এই দুনিয়ায় আল্লাহ কাক পক্ষী থেকে শুরু করে তেলাপোকা সবাইরে খাওয়ায়। আমাদেরও খাওয়াবে।
ছেলেঃ- আল্লাহ! এতো কথা শুনে?
বাবাঃ- শুনে বাপ৷ সব শুনে।
ছেলেঃ- আব্বা! আম্মা আর আসবে না?
বাবাঃ- এতক্ষণ তো খাওয়ার কথা বলতেছিলি। খালি পেটে আবার মায়ের কথা মনে পরলো তোর!
ছেলেঃ- আব্বা, আম্মার হাতের গোশত রান্না অনেক মজা না?
বাবাঃ- তোর মায়ের কথা আর বলবি না, আমার সামনে। তোর মা একটা বেশ্যা! চোখ গেলো বলে, তোর মায়ের অন্য লোকের জন্য পিরিত জাগছে। আল্লাহ আমার চোখ না নিয়ে আমারে নিয়ে গেলে আরো ভালো হতো। এই দিন দেখা লাগতো না।
ছেলেঃ- আব্বা! আম্মার কি আমাদের কথা মনে পরে না?
বাবাঃ- না বাপ, সে এখন সুখে আছে। ভুলে যা, মায়ের কথা।
ছেলেঃ- আব্বা, একটা লোক আমাদের দিকে আসতেছে!
বাবাঃ- তাই নাকি?
ছেলেঃ- আব্বা! লোকটা হাসতেছে, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে।
বাবাঃ- ধৈর্য্য ধর বাপ। লোকটা আরো কাছে আসলে লম্বা করে সালাম দিবি। ঠিক আছে?
ছেলেঃ- আচ্ছা, আব্বা। লোকটা তাদের দিকে এগিয়ে এসে বললো, আপনারা কি বাপ-ছেলে? ছেলেটা লম্বা করে সালাম দিলো– আসসালামুআলাইকুম।
বাবাঃ- জ্বি আমরা বাপ-ছেলে।
লোকটাঃ- আসেন, আপনারা আজ আমার সাথে ভাত খাবেন। আপনারা আসেন। আমি যাচ্ছি। অন্ধ লোকটা কাঁদতে শুরু করলো আর সাথে তার ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরে আছে। অন্ধ লোকটি বললো, ‘বাপজান, তোরে বলছিলাম, আল্লাহর ওপর বিশ্বাস রাখ, দেখ এবার আল্লাহর কেরামতি।’ ছেলেটি বললো, ‘আজ থেকে আল্লাহর ওপর বিশ্বাস রাখলাম, আম্মা একদিন ফিরে আসবে।’
গল্পের বিষয়:
ছোট গল্প 