ব্রেকআপের দুই বছর পর ফোন আলাপ

ব্রেকআপের দুই বছর পর ফোন আলাপ
মেয়ে: হ্যালো
ছেলে :……?
মেয়ে: কি হলো কথা বলোছো না কেনো
ছেলে : হুম বলেন?
মেয়ে : চিনতে পারছো কি আমাকে
ছেলে : হুম ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি
মেয়ে : এখনো ভালোবাসো আমাকে
ছেলে : হয় তো না
মেয়ে : তাহলে বললে যে ভুলে যাওয়ার জন্য ভালোবাসোনি
ছেলে : হ্যা ভুলে যাইনি কিন্তু ভুল মানুষকে ভালোবাসে আর কক্ট পেতে চাই না
মেয়ে : আমাকে কি একবার খমা করা যায় না
ছেলে : খমা কাকে,, খমা করবো আমি তুমি তো কোনো ভুল এ করোনি যে আমি তোমাকে খমা করবো,, জান্নাত,,??
মেয়ে : আমি নিজেই জানি আমি কত বড় ভুল করেছি প্লিজ আমাকে খমা করে দাও রাজিব
ছেলে : জান্নাত তুমি যেটা কে ভুল বলছো সেই টা ভুল না সেই টা হলো বাস্তবতা,, সেই দিন তুমি আমার থেকে ভালো এক জন্য কে পেয়ে আমাকে ভুলে গেছোআর এটা কখনেই ভুল হতে পারে না??
মেয়ে : প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি
ছেলে : ভালোবাসা কোথায় ছিলো এই দুই বছর তোমার ভালোবাসা ও সরি তুমি তো এই দুই বছর ইমরানকে ভালোবাসে ছিলে তাই না,?? ,জান্নাত আর আজ যখন তোমার ভালোবাসাকে নিয়ে খেলা করেছে এখন তুমি আমাকে ভালোবাসো টাই না জান্নাত,,?? ভালোবাসা কি এতটা সস্হা তোমার কাছে জান্নাত,??
মেয়ে : দেখো তুমি যেটা ভাবছো সেই টা সত্যি না আমি তোমাকে অনেক ভালোবাসি,,
ছেলে : থাক তোমার মুখে আর আমি ভালোবাসার কথা শুনতে চাই না জান্নাত তুমি একবার না বারবার আমাকে ঠকাইছো অস্বীকার করতে পারবে,,
আমি যখন তোমায় ভালোবেসে ছিলাম তুমি আরও কয়েক টা ছেলেকে ভালোবেসে ছিলে আমি কথা এগুলো শুনতে চাই না আজ তোমার টাইম পাস করার মত কেউ নাই তাই তুৃমি আমাকে ভালোবাসতে এসোছো তাই না জান্নাত,
মেয়ে : আমি বললাম তো ভুল করছি আমাকে মাপ করে দাও রাজিব??
ছেলে : আবার যে তুমি আমাকে ছেরে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে বলো জান্নাত,
মেয়ে : একবার বিশ্বাস করো রাজিব,
ছেলে : বিশ্বাস বিশ্বাস তো তাকে করা যায় যে বিশ্বাস এর মজদা রাখে যার কাছে বিশ্বাস এর কোন মৃল্যি নেই তাকে কি করে বিশ্বাস করি বিশ্বাস করা যায় বলো জান্নাত
মেয়ে : আমি তো মানলাম যে আমি ভুল করেছি,,
ছেলে: মানুষ ভুল করে কয়বার করে বলো জান্নাত এইবার সহ তুমি চার বার ভুল করলে আমি কি করবো বলো জান্নাত তুমি ভালো থাকো আমি ফোন রাখলাম??
মেয়ে ; প্লিজ ফোনটা কেটোনা প্লিজ,
গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত