বনে সিংহের তাড়া খেয়ে এক ষাড় ঢুকেছে এক গুহায়। ঐ গুহায় বুনো ছাগলের পাল থাকত- ষাঁড় গুহায় ঢুকতেই তারা নিজেদের শিং দিয়ে তাকে গুঁতাতে শুরু করলো। ষাড় তাদেরকে কিছু না বলে অপেক্ষা করতে থাকলো।
এরপর ষাড় একসময় ছাগলগুলিকে বললো, আমি যে এতক্ষণ তোমাদের গুঁতো সহ্য করছি, সেটা আসলে তোমাদের ভয়ে নয়, ভয়ের কারণ অন্য কিছু। আসলে আমাকে ধরতে বাইরে এক ভয়ংকর জানোয়ার দাঁড়িয়ে আছে।
শিক্ষা: অযথা ঝামেলার ভয়ে শক্তিশালী ব্যক্তিকেও অনেক সময় দুর্বলের অত্যাচার/নিন্দা নীরবে সহ্য করতে হয়। এর মানে এই নয় যে সে দুর্বল হয়ে পড়েছে। মূলত সে ধৈর্য্যধারণ করছে এবং বুদ্ধিমানের কাজ করছে।
গল্পের বিষয়:
ছোট গল্প