রিক্সাওয়ালা

রিক্সাওয়ালা
~দুবেজী

রোদ-ঝড়-বৃষ্টি সর্বকালের সঙ্গী । তবুও নেই শিব নেই দূর্গা নাহ আল্লাহ ও নেই , যীশুও নেই ,বুদ্ধও নেই ।।শুধু দুঃখ-পথ-গাছেরতলা-স্কুল-ফুটপাথ ই ভরসা তাদের।। নামি দামি রেস্তোরায় ঝরে পরে টিপ্ স এর বন্যা কেনোই বা হবে না ,তারা মাথার ঘাম পায়ে ফেলে এসি রেস্টুরেন্টে পরিবেশন করে ব্লেজার পরে ! তারা সামর্থ্য ,নাহ কিন্তু এরাও অসমর্থ্য নাহ, করে খাওয়ার ক্ষমতা তার আছে কিন্তু তার যোগ্যতা নেই টিপসের , যোগ্যতা নেই সম্মানের, ঘষা-ধাক্কা খেয়ে খেয়ে শেষ পর্যন্ত চটি জোড়াটিও যে প্রাণ ত্যাগ করে দিয়েছে, তাই ধুলো-বলি -পাথর তো এখন অনায়াসে পৌঁছে যায় ওই ফাটলের গভীরে , যে পায়ে আগে কাঁটা লাগলে রক্তপাত হতো সেই কাঁটাও এখন লজ্জা পায় মানসিকতার উপর, মানবতার উপর । উৎসবের আনন্দ নেই-আক্ষেপও নেই ,কারণ আশা-আকাঙ্খা তো তাদের রক্তে নেই,,,তারা যে রিক্সাওয়ালা ~~তারা যে কোনো রূপকথার মহাপুরুষ নাহ।।।।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত