ছেলেটা অামার সামনে খেলা করছে। এই ছেলেটি অামার চোখের মনি। অামার সকল সম্পদ এই ছেলেটা।
সবাই বলে সে নাকি তার বাবার মত হয়েছে।
বাবা, শব্দটা শুনলে অামার কেমন যেন লাগে। যেটা অনুভব হয় ভাষায় প্রকাশ করা যায় না। অামার ছেলেটি বয়স দুই বছরের কম। কিন্তু দূর্ভাগ্য তার বাবা নেই। অামার ছেলেটির মত অামার কপালও তেমন ছিলো। অামিও অামার বাবা কে দেখতে পাইনি।
মায়ের কষ্টটা যেন বিয়ের পর অামাকে প্যাকেট করে দিয়ে দিছে।
মা বাবা কখনো চায়না সন্তানরা তাদের মত কষ্ট পাক কিন্তু নিয়তি যা চায় তা তো হয়ই।
ছেলেটির সব কিছু জুড়ে তার বাবা স্পর্শ অাছে। অানেক জনের অনেক গল্পে শুনি মা মরা মেয়েটি তার মায়ের মত। অাসলে অনেকটা এখন বিশ্বাস যোগ্য।
প্রথম যখন অামার ছেলের বাবা কে দেখি, সেই দেখায় তার চোখে অামি অনেক কিছু দেখেছিলাম। অামি সেই
দেখায় অামার কষ্ট দেখতে পাইনি।
কি করে দেখবো বিয়ের পর যে কিছু দিন তাকে কাছে পাই সে সেই কষ্ট বুঝতে দেয়নি।
অাসলে যে মানুষ গুলো চলে যাবে তারা বেশি মায়া জন্মায়। কিন্তু তারা কি বুঝে না তাদের চলে যাওয়ার পর অাপন মানুষ গুলোর কি অবস্থা হবে।
অামার শ্বাশুড়ি, শ্বাশুড়ি না অামার মা। যে অামার মত মেয়ের জন্য অনেক দুঃখি, অামার কপালটাই এমন হতে
হবে?? মা তার ছেলে চাইতে অামার অার অামার বাচ্ছার চিন্তা করে।
অামার স্বামীরর অারো দুটি ভাই অাছে অামার ঝা, অামাকে কোনো কাজ কররতে দেয় না। অামি যেন মন খারাপ না করি সে সব সময় অামার কাছে থাকে। ছোট দেবর তো ছেলেকে নিয়ে থাকে সব সময়।
মানুষ টা যদি দেখতো তার পরিবার অামার কোনো কষ্ট দিচ্ছে না। কিন্তু তাকে ছাড়া অামি যে কত কষ্টে অাছি।
সব মেয়ের ইচ্ছে থাকে স্বামীর সংসার করবে, কিন্তু স্বামী ছাড়া সংসার কয়জনে চায়??
চাকরির জন্য কোম্পানির পক্ষ থেকে কিছু টাকা পাওয়া যায়, সেটা অামি অামার ছেলের ভবিষ্যৎ এর জন্য রেখেছি। অার কিছু মেজো দেবর কে দিয়েছি সংসার টা চালানোর জন্য, কিন্তু সে না রেখে মাকে দিয়ে দেয়। মা নাকি সেগুলো অামার বাবুর নামে রাখে।
অামার কপলটা অনেক ভালো বলে এমন একটা পরিবারে অামার বিয়ে হয়েছিলো। কিন্তু সেই কপালেই
স্বামীকে কেড়ে নিলো।
অামার সকল স্বপ্ন অামার বাবুকে নিয়ে সে একদিন বড় হবে। তার বাবা চাচাদের মত বিশাল মনের অধিকারী
হবে। এই পরিবারের হাল ধরবে সেও।
মানুষ যে স্বামী হারালে সব কিছু হারায় সেটা ভূল। এমন কিছু পরিবার অাছে যেগুলো ছেলের অনুপস্থিতিতেও তার ভবিষ্যৎ এর জন্য তার সংসারর জন্য অনেক কিছু করে।
সবার কপালে এমন হয় না।
কিন্তু একদম কাল্পনিক কিছু নয় এটা।অাপনি চাইলে অাপনার পরিবারটা অগের মত চালাতে পারেন।
মুখের মধুরতা দিয়ে।