-দোস্ত,তোর বাপ আসতাছে।তারাতারি বিড়ি ফেলা আমার কথাটা কানে যেতেই চারিদিকে উকিঝুকি শুরু করলো হাবিব।বড় জামগাছটার নিচে ওর বাবাকে দেখতেই টুক করে ভাঙা রিক্সার চিপায় ঢিল দিল সিগারেট টা। আমার দিকে ভীতমুখে তাকাতেই, মিশা সওদাগর মার্কা একটা হাসি দিয়ে বললাম,
-ঐ দেখ এদিকেই আসে।
হাবিবের মুখটা শুকিয়ে গেল।ওর মুখে সিগারেটের গন্ধ পেলে যে ওর আব্বা ওর মুখে বরফ ঢুকিয়ে থাপরাবে তা ও ভালো করেই জানে।অসহায়ের মত দাড়িয়ে রইলো।ক্রমেই হাবিবের বাবা আসছিলো আর ওর হার্টবিট মিস হচ্ছিলো.
কাছে আসতেই লম্বা একটা সালাম দিলাম,
-আসসালামু আলাইকুম আংকেল।
-ওয়ালাই কুমুস সালাম।তোরা এইখানে কি করিস?
-আংকেল,পাখি ওড়ার সময় নিচের দিকে প্রতিক্রিয়া বল দিয়ে নিজের ওজনকে প্রশমিত করে।ফলে তারা উড়তে পারে।
-মানে?
-মানে আংকেল পড়াশোনা নিয়ে আলোচনা।ফিজিক্স।
-ওও।কিরে হাবিব..তুই মুখ বন্ধ করে কেন? হাবিব কে বাচাতে আমি বললাম,
-মানে আংকেল,এতক্ষন ও একা একাই গটগট করে সব কথা বলছিলো।তাই ওরে কসম দিছি যে আগামী ৫ মিনিট চুপ থাকতে।
-আরে পাগলা…এইসব ব্যাপারে কেউ কসম কাটে?
-সরি আংকেল..আসলে..হঠাৎ করেই..
-আচ্ছা থাক তোরা।যাই। হাবিবের বাবা খুশি খুশি মুখ নিয়ে চলে গেল।এতক্ষনে আটকে রাখা নিঃশ্বাস ফেলল হাবিব
-হাহ..দোস্ত।কি বাচানডাই না বাচাইলি।তুই না থাকলে আজ আমার…উম্মা…
-সর সালার পুত।আগে কুলি করে আয়।
-আরে দাড়া।সিগারেট টা কই যেনো ফেলাইলাম…
-হারামি…আংকেল কিন্তু এখনো যায় নাই।ডাক দিবো?
-আরে নাহ মজা করছিলাম…সালা ১৩ টাকাই লস..
-হিহিহিহি।
দেখতে দেখতে সময় চলে যায়। আজ আমাদের ভার্সিটির প্রথম দিন ছিলো।আজকের সকালের একটা ঘটনাই অতীতে ঘটে যাওয়া সিগারেটের মজার ঘটনা টা মনে করিয়ে দিলো। বহু কাঠখড় পুড়িয়ে দুজনেই ঢাবিয়ান হয়েছি।ভার্সিটি তে আসছিলাম।ব্যস্ত এই ঢাকা শহরে অনেক দিন ধরে আটকা পড়ে হাবিবের সিগারেট পিপাসা মিটানো হয়নি।ভার্সিটিতে ঢুকতেই কোন এক গাছের নিচ থেকে কেউ ডাক দিলো,
-ঐ দুই বডি বিল্ডার।শোন তো বলাই বাহুল্য দুজনেই স্বাস্থবান।এগিয়ে গেলাম।৫,৬ জনের একটি দল। লিডার গোছের একজন আমাকে জিজ্ঞাসা করলো,
-ফাস্ট ইয়ার?
-না ভাই।ফার্স্ট ইয়ার।
-ঐ একই হলো।
-একই না।ফাস্ট মানে দ্রুত।আর ফার্স্ট মানে প্রথম।
-আচ্ছা বাদ দে।আমাদের চিনিশ?
-না ভাই।বাট আশা করি চিনে নিব।
-হুম্ম গুড।এটা খাস?(সিগারেট দেখিয়ে)
-সরি ভাইয়া।থ্যাংকু।
-একটু টান দিয়ে দেখা
-না ভাইয়া সরি।
-ঐ,তোরে খাইতে বললাম না আমি হাতের উপর ই লাইটার দিয়ে ধরাইলাম।লিডার ভাই হাবিবকে দেখিয়ে বলল,
-তুই আগে টান দে। মুচকি হেসে হাবিব সিগারেট নিলো। বড় একটা টান দিয়ে আকাশের দিকে ধোয়া ছেড়ে বললো,
-আহ…ভাইয়া…এত মজা।কতদিন পর পেলাম।থ্যাংকু থ্যাংকু। বড় করে আরো কয়েকটা টান দিলো হাবিব। আচমকা এই ব্যাবহারে টাসকি খেয়ে গেছে সবাই।ধীরে সুস্থে সিগারেট শেষ করে হাবিব বলল,
-ভাইয়া আরেকটা হবে?
-দুর হ হারামজাদারা।চোখের সামনে থেকে যা।ভদ্রের আড়ালে তোরা…যাহ।
-বাইয়া।থ্যাংকু।আফনে অনেক বালা।
-সর তো তোরা।
মুচকি হেসে চলে আসলাম।এখনো আমি হাসতে হাসতে পেট ব্যাথা করে ফেলেছি।আর হাবিব মনের সুখে দাত কেলাচ্ছে।