ভাল কাজের প্রতিদান

ভাল কাজের প্রতিদান

কোন এক দেশে তাবাকু নামে একটা গ্রাম ছিল। গ্রামটা ছিল ছবির মত সুন্দর ৩ দিকে পাহাড় আর এক দিকে নদী। গ্রামে জন সংখ্যা ছিল কম সবার সাথে সবার খুব ভাল সম্পর্ক ছিল। গ্রামের সাথে শহরের যোগাযোগের এক মাত্র রাস্তাছিল নদী পার হওয়া। শহরের সাথে গ্রামের লোক জনের তেমন কোন যোগাযোগ ছিল না। ঐ গ্রামের একটাই সমস্যা ছিল সেটা হল শিক্ষার কোন ব্যাবস্থা ছিল না ছিল না কোন স্কুল ,কলেজ , এমন কি কোন ভাল চিকিৎসা কেন্দ্র। গ্রামেরি এক লোক বনজ পাতা দিয়ে চিকিৎসা করত থাকার ভিতরে ছিল শুধু একটা গির্জা। এই ভাবেই গ্রামের লোকদের দিন চলে যাচ্ছিল।
.
ঐ গ্রামের এক চঞ্চল বালক ছিল নাম হল লিহান সে সব সময় গ্রামের লোকদের উপকার করত কোন কিছুর বিনিময় ছারাই। সবাই তাঁকে খুব ভালবাসত। গ্রামের খাওয়ার পানির একমাত্র উৎস হল পাহাড় থেকে বয়ে যাওয়া একটা ঝর্ণা গ্রামের সবাই সেই ঝর্ণার পানি ব্যাবহার করত।একদিন লিহান পাহাড়ের আড়ালে ঘুরছে তখন তার নজরে পরে কিছু গাছ পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছে। তখন লিহান বাসা থেকে একটা কোদাল এনে ঝর্ণার পানি থেকে একটা ধারা সৃষ্টি করে যাতে কিছুটা পানি ঐ গাছ গুলো পায়।
.
লিহান সারাদিন মানুষের উপকার করলেও কার কাছে কিছু চাইত না কিন্তু সে প্রতিদিন সন্ধ্যায় গির্জায় গিয়ে প্রার্থনা করত যাতে করে তাদের গ্রামটাতে আসার জন্য একটা ব্রিজ তৈরি হয় যাতে করে গ্রামের বাচ্চারা স্কুলে যেতে পারে কেননা নদীর অদূরেই একটা স্কুল ছিল। এই ভাবেই লিহান মানুষের উপকার করতে থাকে আর প্রতিদিন সন্ধ্যায় গির্জায় গিয়ে প্রাথনা করতে থাকে। অনেকে অবুঝ বালকের সেই প্রার্থনা দেখে মুখ টিপে হাসে। এইভাবে কয়েক বছর পার হয়ে গেল লিহান সেই আগের মতই তার কাজ করে যাচ্ছে।
.
গ্রামের একটা মাত্র নৌকা ছিল যেঁটা করে গ্রামের লোক মাসে একবার নদী পার হয়ে শহরে যেত এবং দরকারি জিনিষ নিয়ে গ্রামে ফিরত। এক বার গ্রামের লোক শহরে গেছে প্রয়োজনিয় জিনিষ কিনতে কিন্তু শহরে গিয়ে দেখে অনেক ভির হাসপাতালের সামনে। লোকজনের কথা শুনে বুঝতে পারল শহরের গভর্নরের মেয়ের এমন অসুখ করেছে যার কোন চিকিৎসা নেই কোন ডাক্তারের কাছে। এইনিয়ে সবার মন খারাপ।ঐ গ্রামের এক বয়স্ক ধরণের লোক দেখতে পেলে পরীর মত সুন্দর একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটাকে দেখে কিছুটা অতীতে সে চলে গেল কেননা ঠিক এই রকমই একটা অসুখ করেছিল তার ছেলের কিন্তু গ্রামের সেই চিকিৎসক তার ছেলেকে সুস্থ করে তোলে।
.
বয়স্ক লোকটি তখন গভর্নরের সামনে গিয়ে সব খুলে বলল। গভর্নর ও ডুবন্ত মানুষ হাতের কাছে যা পায় তাই ধরে ভেসে থাকার চেষ্টা করে তেমনি সেও তখন মেয়েকে বাঁচানোর জন্য সেই গ্রামে চলে আসল।গ্রামের চিকিৎসকের কাছে যাওয়ার পরে গভর্নরের শেষ যে টুকু আশা ছিল তাও শেষ হয়ে গেল। চিকিৎসক তাঁকে বলল এই রোগের ওষুধ আছে কিন্তু সেই ওষুধ বানাতে যেই গাছের প্রয়োজন সেই গাছ এখন আর পাওয়া যায় না। তার পরেও তারা খুজে দেখবে পাওয়া যায় কিনা কিন্তু সমস্যা হল কেউ সেই গাছ দেখেনি তাই চিকিৎসক সে গাছের বর্ণনা করছিল।
.
ঠিক সেই সময় লিহান সন্ধ্যা কালিন প্রার্থনা শেষ করে সেখানে এসে হাজির হল। গাছের বর্ণনা শুনে তার মনে পরল সে যেই গাছ গুলোকে পানি পেতে সাহায্য করছে সেই গাছের কথাই বলছে। তখন সে চিকিৎসকে সেই গাছের স্থানে নিয়ে গলে। গভর্নর আনন্দে লিহান কে জড়িয়ে ধরল। আর বলল সে কি চায় লিহান তখন গ্রামের ব্রিজের কথা বলল। গভর্নর তাঁকে কথা দিল যত তারা তারি সম্ভব সে এই নদীর উপরে ব্রিজ তৈরি জন্য সুপারিশ করবে।
.
সপ্তা পার হওয়ার আগেই দেখা গেল কিছু লোক যায়গা মাপামাপি করছে। গ্রামের লোকের বুঝতে বাকি রইল না যে এইটা ব্রিজের জন্যই হচ্ছে। সে আনন্দে গ্রামে ৩ দিনের উৎসব হল সেই উৎসবের শেষ দিন উৎসবে যোগ দিল স্বয়ং গভর্নর ও তার মেয়ে এবং স্ত্রী। গভর্নর গ্রামের লোকের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করল। আর গভর্নরের মেয়ে লিহান কে অনেক গুলো রঙ্গিন বই ও চকলেট দিল।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত