আমাদের কাল্পনিক সংসার

আমাদের কাল্পনিক সংসার

একমাস পর বাসায় আসলাম।হাবিবা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে।তার লাজরাঙা হাসিই বলে দিচ্ছে সে আজ কতোটা খুশি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। এখনো হাবিবার সাথে তেমন কথা হয়নি।লজ্জায় নাকি বেশি খুশিতে হাবিবা স্তব্ধ হয়ে গেছে;তা ঠিক বুঝতে পারছি না। মাগরিবের নামাজ পরে হাবিবা আমার জন্য চা বানাচ্ছে।পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম।হাবিবা কোন কথা বলছে না।লজ্জায় নুয়ে গেছে।বললাম,তাড়াতাড়ি রেডি হও, আজ তোমাকে নিয়ে রেস্তোরাঁয় গিয়ে খাবো।

হাবিবা আমার হাতে চা দিয়ে চলে গেলো।অল্পক্ষণেই হাবিবা সেজেগুজে হাজির।চা খেতে খেতে পত্রিকা পড়ছিলাম;তাই প্রথমে খেয়াল করিনি।এবার হাবিবার দিকে তাকাতেই চমকে গেলাম।মনে হচ্ছে আকাশ থেকে নামা কোন অস্পরী পথ হারিয়ে আমার ঘরে ঢুকে পড়েছে।হাবিবার সৌন্দর্য দেখে কোথায় যেন হারিয়ে গেলাম।কিছু বলতে পারলাম না,শুধু একটা হাসির বিনিময় হলো।বুঝলাম হাবিবা কিছুটা লজ্জা পাচ্ছে।তাই নীচ দিকে তাকিয়ে চুপি চুপি গুনগুন করে গাইতে লাগলাম,”লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে হাবিবার ডাকে বাস্তবে ফিরলাম।

-‘যাবেন না’?
-হুম চলো।
-‘আচ্ছা শুনেন’
-বলো
-‘কতো টাকা বাজেট’?
-মানে?
-‘বলছি আমরা যে আজ রেস্তোরাঁয় খেতে যাবো,কতো টাকা বাজেট’?
-এইতো হাজার টাকা।
-আচ্ছা তাহলে হাজার টাকা আগে আমার কাছে জমা দেন।
-কিছু না বুঝেই এক হাজার টাকা হাবিবার হাতে দিলাম।
-‘ঠিক আছে আপনি বসে একটা বই পড়তে থাকুন,আমি আসছি।

বসে বসে বই পড়ছি।হাবিবার কোন খবর নেই।সারাদিনের ক্লান্তিতে কিছুটা রাগ হচ্ছে হাবিবার উপর।তারপরও কিছু না বলে বই পড়াতেই ধ্যান দিলাম। ত্রিশ মিনিট পর হাবিবা এসেছে।একা নয়, সাথে আমার পছন্দের সব খাবার নিয়ে।আমি অবাক হয়ে বললাম,

-এসব কি হচ্ছে?
-(হাবিবা মুচকি হেসে)’একটি সারপ্রাইজ ও একটি প্ল্যান’!
-সারপ্রাইজ মানে?
-‘সারপ্রাইজ মানে,এটা আমাদের কাল্পনিক রেস্তোরাঁ! আপনার পছন্দের খাবার আপনার পছন্দের মানুষ নিজ হাতে আপনাকে খাইয়ে দিবে’!

– ওহ….(কিছুটা লজ্জা পেলাম)।আচ্ছা টাকাটা কোথায়?আর প্ল্যানটা কি?
-‘হুম এটাই বলছি,পছন্দের খাবার আপনাকে ঘরে রান্না করে নিজ হাতে খাইয়ে দিবো।আর এই টাকাটা রেখে দিবো।তাহলে বারো মাসে বারো হাজার টাকা হবে।এই টাকা দিয়ে আমরা প্রতি শীতে ‘চব্বিশজন’গরীব মানুষকে শীতের কাপড় কিনে দিবো’।

-হাবিবার দিকে অপলক তাকিয়ে আছি।কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি। চোখে পানি টলমল করছে।হাবিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছি আর ভাবছি….সত্যিই একজন নেককার স্ত্রী আল্লাহর দেওয়া বড়ো নেয়ামত!

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত