সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়।
সেইটা হোক পরিবেশের বা পরিবেশের উপাদানের।
.
মানুষ ও এই পরিবেশের একটা উপাদান।
ক্ষুদ্র বা মাঝারি বা বড় সে যাই হোক না কেন।
আর এই মানুষ ও পরিবর্তন হতে খুব একটা সময় নেয় না।
সেইটা হোক সৌন্দর্যের বা আচরণের।
.
আজ যে শুধু আপনার আপনার বলে চিৎকার করে আপনার চারপাশ কাপিয়ে তুলছে,
কালকে সে অন্যের চারপাশ কাপাবে আর ঠিক একইভাবে বলবে সে শুধু তার।
.
আজ যে আপনার ভালোর জন্য অন্যকে মিথ্যা বলছে কালকে সেই অন্যের ভালোর জন্য আপনাকেই মিথ্যা বলবে।
.
এখানে অবাক হওয়ার কিছু নেই।
সব সময়ের ব্যাপার।
.
আজ আপনি একটা কাজ তাকে করতে বলছেন আপনার সামনে। যদিও এইটা বলছেন অনেক কষ্টে নিয়ে। সেও করছে না বরং বলছে এই এমন কাজ আর কখনোই করবে না,
কিন্তু আপনার আড়ালে সেই কাজ করতে একটুও ভাবছে না, সে কাজটা সে অনায়াসে করছে।
.
মুখে বলছে শুধু আপনার বিশ্বস্ততা অর্জন করার জন্য।
.
এখানেও অবাক হওয়ার কিছু নেই।
. সব সময়ের ব্যাপার.
.
সময় সে এক বড় আশ্বর্য্যের নাম।
আজ সে আপনাকে মিথ্যা কথাতে আবদ্ধ করে ফেলছে।
এখন তার মিথ্যা ধরতে পারছেন না মিথ্যার মোহে পড়ে। এক সময় আপনি এই মিথ্যা ধরতে পারবেন। আর তখন তার অযুহাত হবে আপনি সব সময় বেশি বুঝেন।
.
সময় মানূষকে নিষ্ঠুর করে তুলে।
আপনি যার জন্য নিষ্ঠুর হলেন সে কিন্তু এই নিষ্ঠুরতার ফল ভোগ করবে না।
এই ফল ভোগ করবে আপনার মত সাধারণ কেউ।
আর সেও হয়ত নিষ্ঠুর হয়ে আরেকটা নিষ্ঠুর তৈরী করবে।
.
এই প্রক্রিয়াটা চক্রাকারে চলতে থাকবে।
.
এখানেও অবাক হওয়ার কিছু নেই.
সব সময়ের ব্যাপার।
.
এই সময়ের ব্যাপারটা সময়ে ধরতে পারলে আপনার ক্ষতি আপনি নিজেই অনেকটা আটকাতে পারবেন।
আর সময়ে না বুঝে অসময়ে বুঝলে পস্তাবেন আর আফসোস করবেন আর বলবেন আমার সাথে সময়টা খুব খারাপ যাচ্ছে।
গল্পের বিষয়:
ছোট গল্প